ঝালকাঠি ১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন ইসরাত জাহান
ঝালকাঠি-১ আসন (রাজাপুর-কাঁঠালিয়া) থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান। আজ সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ইসরাত জাহান। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি ও সাবেক যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক এম পি অধ্যাপিকা অপু উকিলসহ যুব মহিলা লীগের নেতারা। ইসরাত জাহান বলেন, এলাকার মানুষের পাশে থেকে জনগণ ও দলের জন্য কাজ করতে চাই। বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ বাস্তবায়নে এলাকাবাসীর পাশে থাকতে চাই। ইসরাত জাহান প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব-১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এর সাবেক সভাপতি মো. খাইরুল ইসলাম মান্নানের সহধর্মিণী এবং দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য মরহুম শিরিন ইসলামের কন্যা।
২০ নভেম্বর, ২০২৩

২৮ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন ঝালকাঠি
ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি ভেঙে এবং তার ছিঁড়ে গেছে। এতে ২৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর এক এক করে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ঝালকাঠির ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুর রহিম বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। এতে পুরো শহরসহ জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শনিবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কাঠালিয়া উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আধা ঘণ্টার মধ্যে সাব স্টেশনগুলো চার্জ হলে অন্যান্য এলাকায় সংযোগ দেওয়া হবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ঝালকাঠি কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শহরতলির জাগুয়া এলাকায় জাতীয় গ্রিডের ৩৩ কেভির সঞ্চালন লাইনে পাঁচটি চাম্বলগাছ পড়ে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়।
১৮ নভেম্বর, ২০২৩

ঝালকাঠি কারাগারে হাজতির মৃত্যু
ঝালকাঠি জেলা কারাগারে হত্যা মামলার আসামি মো. মতলেব মাঝি (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানান ঝালকাঠি জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. আতিকুর রহমান।  বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মতলেব মাঝি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মৃত ছাদের মাঝির ছেলে। তিনি চলতি বছরের ২০ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন। ঝালকাঠি জেলা কারাগারে সুপার আবদুল্লাহ ইবনে তোফাজ্জল জানান, বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১৮ নভেম্বর, ২০২৩

যুবলীগের জাল কমিটি / ঝালকাঠি ছাত্রলীগের সাবেক সভাপতির নামে মামলা
কেন্দ্রীয় যুবলীগের সভাপতি-সম্পাদকের সই জাল করে ঝালকাঠি জেলা যুবলীগের কমিটি গঠনের অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ ১২ জনের নামে জালিয়াতি ও প্রতারণার মামলা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি সদর থানায় মামলাটি করেন মাসুদ সিকদার নামের এক যুবলীগ কর্মী। মামলায় অভিযুক্তরা হলেন হাদিসুর রহমান মিলন (৩৮), মিলন হাওলাদার (৩৬), তরিকুল ইসলাম (৩০), মো. মনিরুজ্জামান (৩৮), শাখাওয়াত হোসেন (৩৬), মো. মরিয়াজ হাওলাদার (৩৫), আল আরাফাত (২৩), আসাদুজ্জামান তালুকদার (৪০), আলীম আল রজিব (৪০), মাহমুদুল সাগর (২৫), মোহাম্মদ রনি হাওলাদার (৩৫) ও বশির আহম্মেদ খলিফাসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন। অভিযুক্তরা অধিকাংশই জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মী। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সিল ও সই জাল করে জেলা যুবলীগের ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। গত ৬ সেপ্টেম্বর ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় সৈয়দ হাদিসুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চান মামলার বাদী মাসুদ সিকদার। এ জন্য অভিযুক্ত হাদিসুর রহমান মিলনের সঙ্গে থাকা সহযোগিরা তাকে মারধর করেন। বিষয়টি ঝালকাঠি জেলা যুবলীগের বৈধ কমিটির আহ্বায়ক রেজাউল করিম ও যুগ্ম আহ্বায়ক কামাল শরীফকে জানান মাসুদ। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, কেন্দ্র থেকে এ ধরনের কোনো কমিটি ঘোষণা করা হয়নি। জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সই সম্বলিত একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে রেজাউল করিমকে আহ্বায়ক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাসিদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক উল্লেখ করা হয়। কিন্তু বর্তমান কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন মো. কামাল শরীফ। বিষয়টি নিয়ে সম্প্রতি ঝালকাঠি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে সৈয়দ হাসিদুর রহমানের আট অনুসারীকে আটক করে পুলিশ। পরে তাদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। এদিকে বুধবার রাতে কেন্দ্রীয় যুবলীগের উপদপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সই করা দলীয় প্যাডে একটি চিঠি পাঠানো হয় ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিমের কাছে। সেই চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঝালকাঠি জেলা শাখার কোনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যে কমিটি ছড়ানো হয়েছে সেটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যারা এ গুজব ও অপপ্রচারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’ কেন্দ্রীয় কমিটির চিঠি পাওয়ার পর পরই সই এবং সিল জালিয়াতির অভিযোগ এনে সৈয়দ হাদিসুর রহমানসহ তার অনুসারীদের নামে মামলা হলো। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান। তিনি মামলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার নোংরা খেলায় মেতেছে রাজনৈতিক প্রতিপক্ষরা। তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই আমাকে ঢাল হিসেবে ব্যবহার করছে।’ এ প্রসঙ্গে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা যুবলীগের একটি ভুয়া কমিটি ছড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে চিঠি দিয়ে এ বিষয়ে বিভ্রান্তি দূর করা হয়েছে।’ ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ‘যুবলীগের কমিটি নিয়ে জাল-জালিয়াতির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১০ সেপ্টেম্বর, ২০২৩

দলে ফিরলেন ঝালকাঠি বিএনপির তিন নেতা, একজন বহিষ্কার
ঝালকাঠি জেলা বিএনপির তিন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দলটি। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদস্য  মো. মোস্তফা কামাল মন্টু, সাবেক সদস্য সরদার এনামুল হক এলিন ও ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহ আলম মোল্লার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল ২০২১ সালের ২৭ ডিসেম্বর। বুধবার (২৩ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলীয় স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য তাদের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। পরে  আবেদনের প্রেক্ষিতে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
২৪ আগস্ট, ২০২৩
X