ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ রোববার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে পূর্বাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর সব ট্রেনের টিকিট অনলাইনে কেনা যাবে, যা চলবে ৩০ মার্চ পর্যন্ত।  আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার এ তথ্য জানান। তিনি বলেন, ঈদে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কালোবাজারি রোধে সহজ ডটকম যেন টিকিট ব্লক করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ৩ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ। সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ে পূর্বাঞ্চলে আর দুপুর ২টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে। এ বিষয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, টিকিট বিক্রি শুরুর পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। সার্ভার ডাউনের কারণে সাইটে প্রবেশ করা যায় না। এগুলো সব সত্যি। এ টিকিট কালোবাজারির সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত। যাদের সঙ্গে সহজের লোক ও আমাদের রেলের লোকও জড়িত। ইতোমধ্যে আমরা দুটি সিন্ডিকেটকে ধরে আইনের আওতায় এনেছি। ঠিকমতো টিকিটিং ব্যবস্থা চালু রাখার জন্য সহজকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, টিকিট কালোবাজারি বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এদিকে শুক্রবার কারসাজির মাধ্যমে সারা দেশে ট্রেনের টিকিট কালোবাজারি চক্র ‘ঢালী সিন্ডিকেটের’ মূলহোতা মিজান ঢালী এবং সহজ ডটকমের এক কর্মকর্তাসহ ৯ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় র‍্যাব উদ্ধার করে বিপুল পরিমাণে ট্রেনের টিকিট, নগদ টাকা, মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র।
২৪ মার্চ, ২০২৪

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ রোববার শুরু হচ্ছে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। গতকাল শনিবার কমলাপুরের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বলেন, রোববার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। আজ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ ৪ এপ্রিলের, ২৬ মার্চ ৫ এপ্রিলের, ২৭ মার্চ ৬ এপ্রিলের, ২৮ মার্চ ৭ এপ্রিলের, ২৯ মার্চ ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের অগ্রিম টিকিট। দৈনিক আন্তঃনগর ট্রেনের সাড়ে ৩৩ হাজার অগ্রিম টিকিট বিক্রি হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। এর আগে গত ১৩ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে সংবাদ সম্মেলনে রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চলবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে।
২৪ মার্চ, ২০২৪

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট কাটবেন যেভাবে 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে রোববার সকাল থেকে। বাংলাদেশ রেলওয়ে ঘোষণা দিয়েছে, এবার ঈদে ট্রেন যাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি করবে। ঈদে ঢাকা থেকে বহির্গামী ট্রেনের আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।  রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.eticket.railway.gov.bd) প্রবেশ করতে হবে। প্রবেশের পর ওয়েবসাইটের উপরের দিকে রেজিস্ট্রেশন (Registration) ট্যাব ক্লিক করতে হবে। এতে রেজিস্ট্রেশন নামে নতুন একটি পেজ আসবে। এ পেজে ব্যক্তিগত তথ্যাদি দিয়ে (Personal Information) সংশ্লিষ্ট ঘরগুলো পূরণ করতে হবে। মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) চলে আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে ভেরিফাই (Verify) বাটনে ক্লিক করতে হবে। সব তথ্য ঠিক থাকলে রেজিস্ট্রেশন সফল (Successful) হবে এবং বাংলাদেশ রেলওয়ে নামে নতুন একটি পেজ আসবে। এখানে ইউজার (User) অটো লগ ইন (Log In) হয়ে যাবে। টিকিট কেনার পদ্ধতি  প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.eticket.railway.gov.bd) প্রবেশ করতে হবে। অটো লগ ইন (Log In) না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ঠিকানা (E-mail address) ও পাসওয়ার্ড (Password) পূরণ করে লগ ইন (Log In) বাটনে ক্লিক করতে হবে। লগ ইনের পর যে পেজটি আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট (Find Ticket) বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে। ট্রেন অনুযায়ী ভিউ সিটস (আসন দেখুন) বাটনে ক্লিক করে আসন খালি থাকার সাপেক্ষে পছন্দের আসন (seat) সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে  (Continue Purchase) ক্লিক করতে হবে। ভিসা (VISA) কার্ড, মাস্টার (MASTER) কার্ড কিংবা বিকাশে (bkash) পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড (Auto Download) হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি চলে যাবে। ই-মেইলের ইনবক্স থেকে টিকিটটি প্রিন্ট করে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত টিকিট প্রিন্ট ইনফরমেশন (Ticket Print Information) দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।  
২৩ মার্চ, ২০২৪

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দিন ঘোষণা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে রোববার। এদিন সকাল ৮টা থেকে পূর্বাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর সব ট্রেনের টিকিট অনলাইনে কেনা যাবে। যা চলবে ৩০ মার্চ পর্যন্ত। আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার এ তথ্য জানান। তিনি বলেন, ঈদে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কালোবাজারি রোধে সহজ ডটকম যেন টিকিট ব্লক করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ৩ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ। সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ে পূর্বাঞ্চলে আর দুপুর ২টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে। এ বিষয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, টিকিট বিক্রি শুরুর পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। সার্ভার ডাউনের কারণে সাইটে প্রবেশ করা যায় না। এগুলো সব সত্যি। এ টিকিট কালোবাজারির সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত। যাদের সঙ্গে সহজের লোক ও আমাদের রেলের লোকও জড়িত। ইতোমধ্যে আমরা দুটি সিন্ডিকেটকে ধরে আইনের আওতায় এনেছি। ঠিকমতো টিকিটিং ব্যবস্থা চালু রাখার জন্য সহজকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, টিকিট কালোবাজারি বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এদিকে শুক্রবার কারসাজির মাধ্যমে সারা দেশে ট্রেনের টিকিট কালোবাজারি চক্র ‘ঢালী সিন্ডিকেটের’ মূলহোতা মিজান ঢালী এবং সহজ ডটকমের এক কর্মকর্তাসহ ৯ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় র‍্যাব উদ্ধার করে বিপুল পরিমাণে ট্রেনের টিকেট, নগদ টাকা, মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র। মিজান ঢালী ও সার্ভার অপারেটর নিউটন বিশ্বাসসহ ওই ৯ জন ট্রেনের আগাম টিকিট কেটে দ্বিগুণ মূল্যে কালোবাজারি করে বিক্রি করত বলে র‍্যাব জানিয়েছে। র‍্যাব বলছে, মূলহোতা মিজানের নেতৃত্বে এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের প্রায় সব ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। ঢালী সিন্ডিকেটের সদস্যরা প্রতিদিন প্রায় ৫০০ টিকিট কেটে নিত। আর এবারের ঈদের সময়ে তা হাজারে নেওয়ার টার্গেট ছিল।  
২৩ মার্চ, ২০২৪

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কাল থেকে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল রোববার (২৪ মার্চ) থেকে। সম্প্রতি রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এ তথ্য জানান। রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, আগামী ২৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। প্রথম দিনে দেওয়া হবে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। চাপ সামলাতে চালানো হবে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন। তিনি আরও বলেন, ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন। এবার পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে সকাল ৮টা থেকে আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে। প্রতিবছর অগ্রিম টিকিট ৫ দিন আগ পর্যন্ত দেওয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবে। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।
২৩ মার্চ, ২০২৪

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৪ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, এবার ঈদে টিকিট কালোবাজারি বন্ধ করা এবং যাত্রীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করা হবে। ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে দুপুর থেকে। ২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের টিকিট, ২৫ মার্চ মিলবে ৪ এপ্রিলের, ২৬ মার্চ মিলবে ৫ এপ্রিলের, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের, ২৮ মার্চ মিলবে ৭ এপ্রিলের, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ পাওয়া যাবে ৯ এপ্রিলের টিকিট। তিনি আরও জানান, এবার প্রতিদিন আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে।
১৪ মার্চ, ২০২৪

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৪ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, এবার ঈদে টিকিট কালোবাজারি বন্ধ করা এবং যাত্রীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করা হবে। ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে দুপুর থেকে। ২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের টিকিট, ২৫ মার্চ মিলবে ৪ এপ্রিলের, ২৬ মার্চ মিলবে ৫ এপ্রিলের, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের, ২৮ মার্চ মিলবে ৭ এপ্রিলের, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ পাওয়া যাবে ৯ এপ্রিলের টিকিট। তিনি আরও জানান, এবার প্রতিদিন আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে।
১৪ মার্চ, ২০২৪

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে চলতি মাসের ২৪ তারিখ থেকে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। বুধবার (১৩ মার্চ) দুপুরে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী। রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, আগামী ২৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। প্রথম দিনে দেওয়া হবে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। চাপ সামলাতে চালানো হবে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন। তিনি আরও বলেন, ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন। এবার পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে সকাল ৮টায়, আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।  প্রতিবছর অগ্রিম টিকিট ৫ দিন আগ পর্যন্ত দেওয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবে। অগ্রিম টিকিট ফেরৎ নেওয়া হবে না। এ সময় রেলসচিব বলেন, অনলাইনে বা অ্যাপে টিকিট কাটতে নির্দিষ্ট মোবাইল নাম্বারে ওটিপি পিন দিয়ে টিকিট কাটতে হবে। এজন্য একজনের টিকিট আরেকজন কাটতে পারবেন না। বিস্তারিত আসছে...
১৩ মার্চ, ২০২৪

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট ২৫ মার্চ থেকে
প্রতি বছরের মতো এবারের ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১১ এপ্রিল সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রির তারিখও প্রায় চূড়ান্ত করা হয়েছে। ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত টানা সাত দিন অগ্রিম টিকিট বিক্রি করা হবে। অন্যান্য বছর পাঁচ দিন অগ্রিম টিকিট দেওয়া হতো। বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দিতে আজ বুধবার দুপুরে রেল ভবনে প্রস্তুতি সভা ডেকেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। সভা শেষে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করবেন তিনি। রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম দিন ৪ এপ্রিলের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। এভাবে পর্যায়ক্রমে টিকিট দেওয়া হবে। পূর্বাঞ্চল অংশের যাত্রীরা অগ্রিম টিকিট পাবেন সকালে। পশ্চিমের যাত্রীদের জন্য বিকেলে টিকিট বিক্রি হবে। গত বছরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। অনলাইনে টিকিট কালোবাজারি রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গেছে, প্রতি বছরের মতো এবারও আন্তঃনগর সবকটি ট্রেনে বাড়তি বগি যুক্ত করা হচ্ছে। ঈদ উপলক্ষে বাতিল করা হবে রেলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এদিকে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী কালবেলাকে বলেন, এবারের ঈদযাত্রার টিকিট বিক্রিতে কোনো ধরনের যেন বিড়ম্বনা না থাকে, এ ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইনে টিকিট কালোবাজারি যেন না হয়, এজন্য সর্বোচ্চ সতর্ক হয়ে দায়িত্ব পালন করা হবে। ঈদ উপলক্ষে সাত জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার কথা জানিয়ে তিনি বলেন, ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঈদের ফিরতি টিকিট বিক্রি হবে। যাত্রী ভোগান্তি কমাতে ক্যান্টনমেন্ট থেকে ৩-৪টি ও জয়দেবপুর রেলস্টেশন থেকে দুটি ট্রেন পরিচালনা করার কথা জানান তিনি।
১৩ মার্চ, ২০২৪

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি যেদিন থেকে
নাড়ির টানে ঈদযাত্রায় যাত্রীদের পছন্দের তালিকায় প্রথম রেল। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারের ঈদেও ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১১ এপ্রিল সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রির তারিখও প্রায় চূড়ান্ত করা হয়েছে। ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টানা ৭দিন অগ্রিম টিকিট বিক্রি করা হবে। অন্যান্য বছর পাঁচ দিন অগ্রিম টিকিট দেওয়া হতো। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রেল ভবনে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি উপলক্ষে প্রস্তুতি সভা ডেকেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। সভা শেষে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি আনুষ্ঠানিক ঘোষণা করবেন তিনি। রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম দিন চার এপ্রিলের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। এভাবে পর্যায়ক্রমে টিকিট দেওয়া হবে। পূর্বাঞ্চল অংশের যাত্রীরা অগ্রিম টিকিট পাবেন সকালে। পশ্চিমের যাত্রীদের জন্য বিকালে টিকিট বিক্রি হবে। গত বছরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি বিক্রির সিদ্ধান্ত হয়েছে। অনলাইনে টিকিট কালোবাজারি রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গেছে, প্রতি বছরের মতো এবারও আন্তঃনগর সবকটি ট্রেনে বাড়তি বগি যুক্ত করা হচ্ছে। ঈদ উপলক্ষে বাতিল করা হবে রেলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। এদিকে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী কালবেলাকে বলেন, এবারের ঈদযাত্রার টিকিট বিক্রিতে কোনো ধরনের যেন বিড়ম্বনা না থাকে- এ ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইনে টিকিট কালোবাজারি যেন না হয় এজন্য সর্বোচ্চ সতর্ক হয়ে দায়িত্ব পালন করা হবে। ঈদ উপলক্ষে সাতজোড়া স্পেশাল ট্রেন পরিচালনার কথা জানিয়ে তিনি বলেন, চার এপিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঈদের ফিরতি টিকিট বিক্রি হবে। যাত্রী ভোগান্তি কমাতে ক্যান্টনমেন্ট থেকে ৩/৪টি ও জয়দেবপুর রেল স্টেশন থেকে ২টি ট্রেন পরিচালনা করার কথাও জানান তিনি।
১২ মার্চ, ২০২৪
X