হাঁকডাক করে ট্রেনের টিকিট বিক্রি করছিলেন তিনি, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট বিক্রির সময় আমীন মিয়া (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে আন্তঃনগর ট্রেনের ১৫টি আসনের ছয়টি টিকিট পাওয়া গেছে। পুলিশ বলছে,  আমীন টিকিট কালোবাজারি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ির এক অভিযানে তাকে আটক করা হয়। আটক হওয়া আমীন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের বাচ্চু মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমীন মিয়া সকাল ৯টার দিকে হাঁকডাক করে বেশি দামে টিকিট বিক্রি করছিলেন। এ সময় তাকে আটক করা হয়। কালোবাজারিতে টিকিট বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে আগেও একটি মামলা হয়। এখন আরেকটি নতুন মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি শুরু
রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল ঢাকা রেলওয়ে স্টেশন থেকে টিকিট বিক্রি শুরুর কথা জানান স্টেশনমাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনে। রেলের নিয়ম অনুযায়ী, ৫০ শতাংশ টিকিট কাউন্টার থেকে বাকি ৫০ শতাংশ অনলাইনে বিক্রি হচ্ছে। ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হচ্ছে ১ ডিসেম্বর। ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। আন্তঃনগর এ ট্রেনটি কেন্দ্রীয় রেলস্টেশন কমলাপুর থেকে যাত্রা করে বিরতিহীনভাবে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে। পথে শুধু ঢাকা বিমানবন্দর স্টেশন ও চট্টগ্রাম স্টেশনে থামবে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১০২ কিলোমিটার নতুন নির্মিত রেলপথ গত ১১ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ আগে থেকেই চালু আছে। ঢাকা থেকে কক্সবাজার শোভন চেয়ারের ভাড়া ৫০৫ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধা শ্রেণির জন্য গুনতে হবে ৯৬০ টাকা। আর এসি সিট ও এসি বার্থের জন্য ভাড়া যথাক্রমে ১ হাজার ১৫৬ ও ১ হাজার ৭৩১ টাকা। প্রথম দিন কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়বে ট্রেনটি, ঢাকা পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। আর সেদিন ঢাকা থেকে ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৪০ মিনিটে। ঢাকা থেকে কক্সবাজারগামী ৮১৪ নম্বর ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার। আর কক্সবাজার থেকে ঢাকাগামী ৮১৩ নম্বর ট্রেনটি প্রতিদিন একই সময়ে ছাড়বে। ট্রেনটি সেখানে বন্ধ থাকবে মঙ্গলবার। ৭৮০ জন যাত্রী নিয়ে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি চলবে।
২৪ নভেম্বর, ২০২৩

ঢাকা-কক্সবাজার আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু
রাজধানী থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে টিকিট বিক্রির শুরুর কথা জানান স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।  তিনি বলেন, এক থেকে তিন ডিসেম্বর পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনে। শুরু থেকেই টিকিটের চাহিদা অনেক বেশি বলেও জানান তিনি। প্রথমে এই রুটে দুটি ট্রেন পরিচালনার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের নিয়ম অনুযায়ী ৫০ ভাগ টিকিট কাউন্টার থেকে বাদবাকি ৫০ ভাগ অনলাইনে বিক্রি হচ্ছে।  আগামী ১ ডিসেম্বর থেকে প্রথমবারের মতো ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হচ্ছে। সেই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। আন্তঃনগর এ ট্রেনটি কেন্দ্রীয় রেলস্টেশন কমলাপুর থেকে যাত্রা করে বিরতিহীনভাবে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে। পথে কেবল ঢাকা বিমানবন্দর স্টেশন ও চট্টগ্রাম স্টেশনে থামবে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১০২ কিলোমিটার নতুন নির্মিত রেলপথ গত ১১ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ আগে থেকেই চালু আছে। ঢাকা থেকে কক্সবাজারের পথে শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০৫ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধা শ্রেণির জন্য গুনতে হবে ৯৬০ টাকা। আর এসি সিট ও এসি বার্থের জন্য ভাড়া ধরা হয়েছে যথাক্রমে ১১৫৬ টাকা ও ১৭৩১ টাকা। আগামী ১ ডিসেম্বর কক্সবাজার থেকে বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি, আর ঢাকা পৌঁছাবে রাত ৯টা ১০ সিনিটে। তাতে সময় পড়ছে সাড়ে ৮ ঘণ্টা। আর সেদিন ঢাকা থেকে ট্রেনটি রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে পর দিন সকাল ৬টা ৪০ মিনিটে। সেই হিসাবে পর্যটন নগরে যাওয়ার সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট। ঢাকা থেকে কক্সবাজারগামী ৮১৪ নম্বর ট্রেনটি প্রতিদিন রাতে ছাড়বে, এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার। আর কক্সবাজার থেকে ঢাকাগামী ৮১৩ নম্বর ট্রেনটি প্রতিদিন একই সময়ে ছাড়বে, আর ট্রেনটি সেখানে বন্ধ থাকবে মঙ্গলবার। ৭৮০ জন যাত্রী নিয়ে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে।
২৩ নভেম্বর, ২০২৩

পদ্মা সেতু হয়ে ট্রেনের টিকিট বিক্রি শুরুর তারিখ ঘোষণা
পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নির্মিত নতুন রেলপথ দিয়ে আগামী ১ নভেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (২৯ অক্টোবর) এ ঘোষণা দেওয়া হয়। এদিকে শুরুতে নির্ধারণ করা ভাড়া কমিয়ে এ যাত্রাপথের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টা থেকে অনলাইন ও কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।  রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে সুন্দরবন এক্সপ্রেস এবং ২ নভেম্বর থেকে বেনাপোল এক্সপ্রেস নতুন রুট (খুলনা-পোড়াদহ-কুষ্টিয়া কোর্ট-রাজবাড়ী-ফরিদপুর-পদ্মা সেতু-ঢাকা কমলাপুর) দিয়ে যাতায়াত করবে।  ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত ৭৭ কিলোমিটার দূরত্বে ভাড়া নির্ধারণ করা হয়েছে মেইল ট্রেনে ৮০ টাকা, কমিউটার ট্রেনে ১০০ টাকা, শোভন চেয়ার ২৩০ টাকা, এসি চেয়ার ৪৪৩ টাকা, এসি সিট ৫২৯ টাকা এবং এসি বার্থ ৭৯৪ টাকা। এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, গতকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভাড়া কমানোর পর যেটি নির্ধারণ করা হয়েছে, সেই ভাড়াতেই টিকিট বিক্রি হচ্ছে। ইতোমধ্যে টিকিট বিক্রিতে বেশ সাড়া মিলেছে বলেও জানান তিনি।  রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার দূরত্ব ধরে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুকে ১৫৪ কিলোমিটার রেলপথ ধরা হয়েছে। অন্যদিকে গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ধরা হয়েছে ৫ কিলোমিটার। প্রায় ২৩ কিলোমিটার উড়ালপথকে ১১৫ কিলোমিটার রেলপথ ধরা হয়েছে। বর্তমানে দেশে লোকাল, মেইল, কমিউটার ও আন্তঃনগর- এই চার ধরনের ট্রেন চলাচল করে। লোকাল ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি ৩৯ পয়সা। আন্তঃনগর ট্রেনে নন-এসি শ্রেণির কিলোমিটার প্রতি ভাড়া ১ টাকা ১৭ পয়সা, কিলোমিটার প্রতি এসি শ্রেণির ভাড়া ১ টাকা ৯৫ পয়সা।
২৯ অক্টোবর, ২০২৩
X