ঠাকুরগাঁও বিএনপির সভাপতি তৈমুর মারা গেছেন
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান মারা গেছেন। গতকাল রোববার ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তৈমুর রহমান ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি তিনবার রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ৯০-এর দশকে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি, পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
০৪ মার্চ, ২০২৪

শীতে বিপর্যস্ত ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত। সূর্যের দেখা মেলেনি দুই দিন। উত্তর এবং পশ্চিমাঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইছে। কুয়াশা না থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের গ্রামীণ জনজীবন। আয় রোজগার কমে যাওয়ায় নিদারুন কষ্টে দিন অতিবাহিত করছে দিনমজুর পরিবার। প্রাণিকুলও বৈরী আবহাওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে।  প্রচণ্ড ঠান্ডায় পারদ নামতে শুরু করার পরে হঠাৎ করে জনজীবনেও শীতের চেনা ছবি ফিরে এসেছে। শীতের পোশাক পরে ঠকঠক করে কাঁপছে মানুষ। সন্ধ্যার পরে শহরের অলিগলিতে আগুন জ্বেলে চলছে হাত-পা গরমের চেষ্টা। রাত একটু গড়াতেই রাস্তা ঘাট সুনসান।  জেলা শহরের হাজিপাড়া আতাউর রহমান ও নজরুল ইসলাম বলেন, সকালে লেপ ছেড়ে বের হওয়াই দায় হয়ে পড়ছে। মোটরবাইক, সাইকেল চালালে হাত ঠান্ডায় হিম হয়ে যাচ্ছে। রাতে আগুন জ্বেলে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি। ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর দোলন মজুমদার বলেন, তাপমাত্রা এভাবে এক ধাক্কায় এতটা নেমে যাওয়ায় শৈত্য প্রবাহ চলছে গোটা জেলাজুড়ে। কনকনে ঠান্ডায় যেখানে আগুন জ্বালানো হচ্ছে, সেখানেই জড়ো হচ্ছেন মানুষজন। চায়ের দোকানে থিকথিকে ভিড়। ঠান্ডার দাপটে সকাল ন’টার আগে ঘর থেকে অনেকেই বেরোতে চাইছেন না।  সবজি ব্যবসায়ী জমসেদ আলী  বলেন, আমরা সকালে ক্ষেত থেকে সবজি নিয়ে বাজারে যাই। কিন্তু এত ঠান্ডা যে সকালে গাছে হাত দিতেই পারছি না। ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নিরূপণের কোনো কার্যালয় নেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিদিন তাপমাত্রা পরিমাপ করে। দপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম  জানান, গত চারদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। বুধবার সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ। অটোচালক জাহেদুল ইসলাম বলেন, শীতের জন্য রাস্তায় বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর রাস্তায় মানুষের চলাফেরাও কমে গেছে। এ কারণে রোজগার একেবারেই কমে গেছে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, শীতের তীব্রতার কারণে শিশুসহ নানা বয়সের মানুষের জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রংকাইটিস রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। ঠান্ডাজনিত রোগে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।  শীত বস্ত্রের জন্য  অসহায় ও সামান্য আয়ের মানুষ জনপ্রতিনিধি বাসা-বাড়ি তে ছুটাছুটি করছে । তবে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন শীত বস্ত্রের কোন সংকট নেই । 
১১ জানুয়ারি, ২০২৪

ঠাকুরগাঁও হাসপাতালে ১ মাসে ১২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে শিশুসহ নানা বয়সের নারী পুরুষের নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়া ও জ্বরসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বে‌ড়ে‌ছে। ব্যাপক হারে শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ায় অভিভাবকরা দিশাহারা হয়ে পড়েছে। অপরদিকে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় দেখা দিয়েছে প্রয়োজনীয় সংখ্যক ওষুধ, স্যালাইন ও শয্যাসংকট। পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন না পেয়ে ক্ষোভ প্রকাশ করছে রোগী ও স্বজনরা।  ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে শিশু  ওয়ার্ডে শয্যার সংখ্যা মাত্র ৪৫টি। বর্তমা‌নে শিশু বিভাগে ভর্তি রয়েছে মোট ১৮৫ জন শিশু। তাদের মধ্যে অন্তত ৭১ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত। এ ছাড়া গত ১ মা‌সে বি‌ভিন্ন রো‌গে আক্রান্ত হ‌য়ে ১২ জন ‌শিশুর মৃত‌্যু হয়েছে। মারা যাওয়া শিশু‌দের ম‌ধ্যে প্রিম্যাচিউরড বা ওজনে কম থাকা নবজাতক ও অপরিপক্ব শিশু র‌য়ে‌ছে আটজন। যা‌দের বয়স ১ থেকে দুদিন। ঠান্ডাজ‌নিত রো‌গে আক্রান্ত হ‌য়ে দুজন, হা‌র্টের সমস‌্যা নি‌য়ে একজন ও খিচুনিসহ জ্বর নি‌য়ে একজন শিশুর মৃত‌্যু হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) হাসপাতাল ঘুরে দেখা যায়, শিশু ওয়ার্ডের শয্যাগুলোর একটিও ফাঁকা নেই। কোনো কোনো শয্যায় একাধিক শিশুকে রেখে চিকিৎসা চলছে। বে‌শিরভাগ শিশুই নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত। শয্যা সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝেতে শুইয়ে রেখে স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।   পীরগঞ্জ উপ‌জেলা লোহাগড়া গ্রামের এক গৃহবধূ ঠান্ডা জ্বর ও কাশিতে আক্রান্ত শিশু আহাদ ইসলামকে নিয়ে চারদিন হাসপাতালে ভর্তি। তিনি বলেন, ওষুধ কেনার টাকা নেই। গতকাল ডাক্তার ওষুধ লি‌খে দেছে। ওই ওষুধ হাসপাতা‌লে নেই। বা‌ইরে থে‌কে কি‌নে আন‌বে, সে টাকাও নেই। তাই বাবুর চি‌কিৎসা বন্ধ আছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা লায়লী বেগম না‌মে এক শিশু রোগীর মা ব‌লেন, শয্যার অভাবে মেঝেতে শয্যা পেতে থাকতে হচ্ছে তা‌কে। এতে শিশু‌টি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। শিশু ওয়ার্ডের ইনচার্জ সি‌নিয়র স্টাফ নার্স শিল্পী আখতার ব‌লেন, ১৫ নার্স ও তিনজন চিকিৎসক দি‌য়ে দৈ‌নিক প্রায় ১৮০ থে‌কে ২০০ জন ভ‌র্তিকৃত শিশু রোগী‌কে চি‌কিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে ১০০ জনের ওপর নত‌ুন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতালের শিশু রোগ বি‌শেজ্ঞ ডা.সাজ্জাদ হায়দার শাহীন জানান, শীতের এ সময়ে ভাইরা‌সের প্রবণতা বে‌ড়ে যায়। যার ফ‌লে শিশুরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া শিশু‌দের রোগ প্রতি‌রোধ ক্ষমতা কিছুটা কম ব‌লে তারা সহ‌জে আক্রান্ত হ‌চ্ছে। এসব রোগের হাত থেকে রক্ষা পেতে শিশুদের প‌রিস্কার প‌রিচ্ছন্নতা রাখার পাশাপা‌শি ধু‌লোবা‌লি এ‌ড়ি‌য়ে চল‌তে হ‌বে। আর প্রয়োজনীয় সব টিকা দিতে হবে। সেই সঙ্গে শিশুর শরীর ঘামলে তা মুছিয়ে দেওয়া এবং যাতে ঠান্ডা না লাগে, সে ব্যাপারে সতর্ক থাকতে গুরুত্ব আরোপ করেন তিনি।
২৮ ডিসেম্বর, ২০২৩

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি নিহতে পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফ
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় পতাকা বৈঠকে বসেছেন দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে পতাকা বৈঠক শুরু হয়। এর আগে ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার ৩৮২/৪ এস পশ্চিম সোনামতি ক্যাম্প এলাকায় বিএসএফের গুলিতে মঞ্জুর আলম নামে এক বাংলাদেশি নিহত হন। নিহত মঞ্জুর আলম উপজেলার আমজানখোর ইউনিয়নের দক্ষিণ মেদ্যাপাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। তিনি চার সন্তানের জনক। আমাজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকালু জানান, নিহতের মরদেহ এখন দুদেশের জিরো লাইনে পড়ে রয়েছে। তবে এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যকার পতাকা বৈঠক চলছে। ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে উভয় দেশের পতাকা বৈঠক চলমান রয়েছে। 
২৩ অক্টোবর, ২০২৩
X