মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

তদন্তে সত্যতা মিলল দিনমজুরের কার্ড হাতিয়ে চাল আত্মসাতের

চালের গুদাম। পুরোনো ছবি।
চালের গুদাম। পুরোনো ছবি।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

এর আগে চাল আত্মসাতের ঘটনায় গত ২৭ মার্চ ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় খাদ্য অফিস বরাবর লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযোগ আমলে না নিয়ে ডিলারকে বাঁচাতে কেন অভিযোগ করা হলো এর জবাব চেয়ে উল্টো অভিযোগকারী বরাবর শোকজপত্র দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক হাসনা আকতার। দুই কর্মদিবসের মধ্যে জবাব দাখিল করতে ব্যর্থ হলে কার্ড বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয় শোকজপত্রে।

ভুক্তভোগী দিনমজুরের অভিযোগ দায়েরের পরদিন ২৮ মার্চ ‘দিনমজুরের কার্ড হাতিয়ে ৮ বছর ধরে চাল আত্মসাৎ করছে ডিলার’ শিরোনামে দৈনিক কালবেলা পত্রিকায় সংবাদ প্রকাশ হলে চাল আত্মসাতের এ ঘটনা জনসম্মুখে আসে এবং কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরে রংপুর বিভাগ আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১০ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী।

তিনি বলেন, দীর্ঘ আট বছর আগে গোপনে খাদ্যবান্ধব কর্মসূচির সুফলভোগীর তালিকায় একই পরিবারে দুটি কার্ড করে নিজেই চাল আত্মসাৎ করে আসছিলেন এনামুল হক ভরসা নামে এক ডিলার। এর বিচার চেয়ে মমিনুর ইসলাম ও ছকিনা নামে এক দিনমজুর দম্পতির দায়ের করা অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে এ অভিযোগ করার পর তাদেরই উল্টো শোকজ করার বিষয়টিরও সত্যতা মিলেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে জেলা খাদ্যবান্ধব কমিটির কাছে প্রতিবেদন দাখিল করেছে উপজেলা খাদ্যবান্ধব কমিটি। পরবর্তীতে জেলা কমিটি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগকারী দিনমজুর মমিনুর ইসলাম উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বর ম্যালম্যালির বাজার এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। আর ছকিনা খাতুন তার স্ত্রী।

স্থানীয় খাদ্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠন করা তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করলে গত সোমবার (৬ মে) উপজেলা খাদ্যবান্ধব কমিটিতে তা উপস্থাপন করা হয়। সেখানে অভিযোগকারীর দাখিল করা সব তথ্যই সঠিক এবং উল্টো তাকে শোকজ করার ঘটনারও সত্যতা পেয়েছে কমিটি। অভিযুক্ত ডিলার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলা খাদ্যবান্ধব কমিটিকে তদন্ত প্রতিবেদন ও রেজুলেশন পাঠিয়েছে উপজেলা খাদ্যবান্ধব কমিটি।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির দুই সদস্য বলেন, অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিলসহ চাল আত্মসাৎ করার দায়ে জেল জরিমানাও হতে পারে। জেলা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। বাদীর পুরো অভিযোগেরই সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

উল্লেখ্য, উপজেলার পলাশী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এনামুল হক ভরসা ২০১৬ সালে একই এলাকার দিনমজুর মমিনুর ইসলাম ও ছকিনা দম্পতির নামে কার্ড করে দেন। কিন্তু কার্ডের বিষয়টি গোপন রেখে তাদের সরকারি চাল তুলে দীর্ঘ ৮ বছর ধরে ডিলার নিজে আত্মসাৎ করে আসছে। পরে ২০২৪ সালে নতুন করে ডিলার নিয়োগ হলে চাল আত্মসাতের বিষয়টি প্রকাশ পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমর্থকের বাড়িতে নৈশভোজ, চেয়ারম্যান প্রার্থীকে অর্থদণ্ড

ভোটের আগের রাতে গোপন প্রচারণা, দুই চেয়ারম্যান প্রার্থীর প্রাইভেটকার আটক

বিলাসবহুল গাড়িতে সরকারি লোগো সাঁটিয়ে ৭ লাখ ইয়াবা পাচার

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

বাবার খোঁজে ভারতে যাচ্ছেন এমপি আনারের মেয়ে

ফোর্বসের তালিকায় স্থান পাওয়া ৯ তরুণকে ছাত্রলীগের শুভেচ্ছা

মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সোহরাওয়ার্দী উদ্যানে বাজার বসিয়ে অবৈধ বিদ্যুতের ব্যবসা

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ প্রত্যাহার ৪

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৮২ শতাংশ : বিবিএস

১০

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

১১

জাল স্বাক্ষরে ওষুধ বিতরণের অভিযোগ

১২

ফিলিস্তিনিদের সঙ্গে আরবদের মুনাফেকি ও সুপার হিরোদের অবদান

১৩

নোয়াখালীতে ৩০ কেজি হরিণের মাংস জব্দ

১৪

নিপুনের পেছনে বড় কোনো শক্তি আছে : ডিপজল

১৫

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে চবিতে সাইক্লিস্টের র‍্যালি

১৬

রাষ্ট্রপতির সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৭

আ.লীগ নেতার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ

১৮

রাইসির মরদেহ কোথায়, জানাজার বিষয়ে কী সিদ্ধান্ত?

১৯

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ৫০ বছরের পুরোনো

২০
X