বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দের শ্রদ্ধা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নেতৃবৃন্দ। আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য ফারহানা ইয়াছমিন (জুঁথী), মুহিববুল্লাহ মুহিব প্রমুখ।
১০ ডিসেম্বর, ২০২৩

ডিআরইউ সভাপতি শুভ সম্পাদক মহিউদ্দিন
ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক হয়েছেন মহিউদ্দিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন খালিদ সাইফুল্লাহ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এবার ১ হাজার ৪০৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফল অনুসারে, নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক পদে মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে জাকির হুসাইন, কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ ও দপ্তর সম্পাদক পদে রফিক রাফি বিজয়ী হয়েছেন। নারীবিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক পদে মাহবুবুর রহমান ও আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ মেসবাহ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে (সাতটি) হাবিবুর রহমান, ফারহানা ইয়াসমিন, সাঈদ শিপন, দেলোয়ার হোসেন মহিন, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা ও শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মনোয়ার হোসেন।
০১ ডিসেম্বর, ২০২৩

ডিআরইউ ক্রিকেটে প্রথম ম্যাচে কালবেলার জয়
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট আসরের প্রথম ম্যাচে জয় পেয়েছে দৈনিক কালবেলা। সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে আজকালের খবরকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে দৈনিক কালবেলা।    ৬ ওভারের ম্যাচটিতে টস হেরে প্রথমে বোলিং করে আজকালের খবরকে ৫ ওভারে ৭৭ রানে অলআউট করে দৈনিক কালবেলা। কালবেলার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আলী ইব্রাহিম। ৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেখ হারুণের ৪৬ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছায় দৈনিক কালবেলা ক্রিকেট টিম। ম্যাচজয়ী ৪৬ রানের জন্য ম্যান অব দি ম্যাচের পুরস্কারও উঠেছে তার হাতে। 
২০ নভেম্বর, ২০২৩

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কালবেলার ইউসুফ আরেফিন
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার ইউসুফ আরেফিন। গত বছরের ২৮ নভেম্বর কালবেলায় ‘ভয়ংকর এলসি জালিয়াতি: এসআইবিএলের ১৬ হাজার কোটি টাকা নিয়ে গেছে দুই প্রতিষ্ঠান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জন করেন। বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন আরও ১৯ সাংবাদিক। গতকাল সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ডিআরইউর সভাপতি মোরসালিন নোমানীর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এবং আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। ইউসুফ আরেফিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলানিউজে কর্মজীবন শুরু করেন। দৈনিক কালের কণ্ঠে দীর্ঘদিন কাজ করেছেন। অর্ধযুগ কাজ করেছেন দৈনিক আমাদের সময়ে। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে দৈনিক কালবেলায় সিনিয়র রিপোর্টার হিসেবে সচিবালয় বিটে কাজ করছেন তিনি। দৈনিক আমাদের সময়ে থাকাকালে ২০২০ সালে ইউসুফ বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক লাভ করেন।
২০ নভেম্বর, ২০২৩

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কালবেলার ইউসুফ আরেফিন
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন কালবেলার সিনিয়র রিপোর্টার ইউসুফ আরেফিন।  গত বছরের ২৮ নভেম্বর দৈনিক কালবেলায় ‘ভয়ংকর এলসি জালিয়াতি : এসআইবিএলের ১৬ হাজার কোটি টাকা নিয়ে গেছে দুই প্রতিষ্ঠান’- শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জন করেন। বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন অন্যান্য গণমাধ্যমের আরও ১৯ জন সাংবাদিক।  আজ রোববার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুর ১২টায় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এবং আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।  ডিআরইউ পুরস্কার বিজয়ী ইউসুফ আরেফিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর (যোগাযোগ ও সাংবাদিকতা) শেষ করে বাংলানিউজে ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি দৈনিক কালের কণ্ঠে দীর্ঘদিন কাজ করেছেন। প্রায় অর্ধযুগ কাজ করেছেন দৈনিক আমাদের সময়ে। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে তিনি নবযাত্রায় প্রকাশিত দৈনিক কালবেলায় সিনিয়র রিপোর্টার হিসেবে সচিবালয় বিটে কাজ করছেন।
১৯ নভেম্বর, ২০২৩

ডিআরইউ ফুটবল: কালবেলার শুভসূচনা
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবলে শুভসূচনা করেছে কালবেলা। আজকের খবরের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতার পর টাইব্রেকারে ২-১ গোলে জয় নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের রাজু আহমেদ। অন্যান্য ম্যাচে দৈনিক যুগান্তর ৩-০ গোলে খবরের কাগজকে, আমাদের সময় টাইব্রেকারে ৩-০ গোলে প্রতিদিনের বাংলাদেশকে, ভোরের কাগজ ২-০ গোলে অবজারভারকে, আজকের পত্রিকা ৩-০ গোলে মানবকণ্ঠকে, রাইজিং বিডি ২-০ গোলে বিজনেজ পোস্টকে, খবর সংযোগ ডটকম ৩-১ গোলে দৈনিক সংগ্রামকে, আরটিভি ১-০ গোলে বাংলাদেশ পোস্টকে এবং সমকাল ২-০ গোলে মানবজমিনকে পরাজিত করেছে। এটিএন নিউজ ওয়াকওভার পেয়েছে নিউ এইজের বিপক্ষে এবং নয়াদিগন্তের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে আমাদের অর্থনীতি। এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান।
১২ অক্টোবর, ২০২৩
X