মেট্রোরেল ১৫ মিনিট বন্ধ থাকার কারণ জানাল ডিএমটিসিএল
আবারও মেট্রোরেল পরিচালনায় বিভ্রাট। রেলের বৈদ্যুতিক লাইনের ওপর পাশের এক ভবন থেকে ফেলে দেওয়া হয় স্যাটেলাইট টিভির ক্যাবল। এ কারণে প্রায় ১৫ মিনিট চলাচল বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে। এ সময় মতিঝিল থেকে উত্তরা এবং উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেলের দুই দিকের চলাচলই বন্ধ হয়ে যায়। তারের কারণে চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। এছাড়া মেট্রোরেলের যাত্রী আসাদুজ্জামান সম্রাট জানান, ফার্মগেটে মেট্রো হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট পর আবারও ট্রেন চলে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেন চলাচল বন্ধের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা তুলে ধরে স্ট্যাটাস দিতে থাকে। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ফার্মগেট ও শাহবাগ এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর কেউ ক্যাবল ছুড়ে মারে। এ কারণে প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তার ছুড়ে মারা ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি। মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় প্রতিটি স্টেশনে যাত্রীদের ভিড় হয়ে যায়। পরে নিচ থেকেই প্ল্যাটফর্মে ওঠার জন্য নিষেধ করা হয়। 
২৩ জানুয়ারি, ২০২৪
X