মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং বিভাগে চাকরি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল ব্যাংকিং বিভাগ ইউনিট প্রধান পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। পদের নাম : ইউনিট প্রধান। বিভাগ : ডিজিটাল ব্যাংকিং। পদসংখ্যা : নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা : কমপক্ষে ৮ বছর। চাকরির ধরন : ফুলটাইম। কর্মক্ষেত্র : অফিসে। প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা : সর্বোচ্চ ৪৫ বছর। কর্মস্থল : ঢাকা। বেতন : আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী। আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ১১ জানুয়ারি ২০২৪  
০২ জানুয়ারি, ২০২৪

প্রচলিত পদ্ধতিতে কাগজপত্র যাচাই সময় সাপেক্ষ / ডিজিটাল ব্যাংকিং ঋণের ঝুঁকি কমাবে: গভর্নর
পেপারলেস সেবার মাধ্যমে ডিজিটাল ব্যাংক আর্থিক খাতের ঝুঁকি কমাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, প্রচলিত ব্যাংকিংয়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে কাগজপত্র যাচাই করা সময় সাপেক্ষ, অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণও। ডিজিটাল ব্যাংকে ক্রেডিট রেটিং ভার্চুয়াল হবে। তাই সেখানে কোনো ঝুঁকি থাকবে না। ডিজিটাল লেনদেনই গ্রাহকের আর্থিক সক্ষমতার প্রমাণ বিবেচিত হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের ‘ব্যাংকিং অ্যান্ড প্রফেশনাল সার্ভিস-এনহ্যান্সিং একসেস’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন গভর্নর। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) সহযোগিতায় প্রথমবারের মতো এ সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম উদ্বোধন করেছেন। গভর্নর বলেন, দেশের ব্যাংক খাতের উন্নয়নে করপোরেট সুশাসন বাস্তবায়ন খুবই জরুরি। সেটা প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানকে নিজে থেকে শুরু করতে হবে। কারণ গ্রাহকরা ঝামেলামুক্ত সেবা প্রত্যাশা করেন। ব্যাংক খাতের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, সাধারণ প্রথাগত ঋণের ক্ষেত্রে বাংলাদেশে অনেক কাগজপত্র দিতে হয়। সে ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়। আমরা ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছি। ডিজিটাল ব্যাংক গঠনে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৫২টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে ব্যাংক, ফিনটেক ফার্মসহ মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান আছে। ডিজিটাল ব্যাংকিং চালু হলে কাগজপত্র ছাড়াই ঋণ নিতে পারবেন গ্রাহক। এ ক্ষেত্রে গ্রামের মানুষের সুবিধা হবে বেশি। কারণ সেখানে কোনো কাগজ ছাড়া ঋণ নিতে পারেন তারা। গভর্নর বলেন, আমরা ১০-১১ বছর আগে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছিলাম। সেটি শুধু অর্থ স্থানান্তরের জন্য। কিন্তু নতুন করে ডিজিটাল ব্যাংক এলে অনেক ব্যাংকের বাইরে থাকা মানুষও ব্যাংকিং সেবার আওতায় আসবেন। ইতোমধ্যে প্রাপ্ত বয়স্কদের আমরা ব্যাংকিংয়ের আওতায় এনেছি। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত অন্য উন্নয়নশীল দেশগুলোর আর্থিক খাত উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে আরও ‘নলেজ শেয়ারিং’ করার প্রস্তাব দেন গভর্নর। তিনি বলেন, নলেজ শেয়ারিং ও প্রবলেম শেয়ারিং এখন এ দেশগুলোর বাণিজ্য সম্প্রসারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। নলেজ শেয়ারিংয়ের বিকল্প নেই। আগামী দিনের ডিজিটাল অর্থনীতির প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে ব্যাংকগুলোকে। এ ক্ষেত্রে কমনওয়েলথের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মরিশাস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার বলেন, বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তির জন্য এখন ‘ব্যাংকিং এজএ সার্ভিস’ ধারণার প্রসার হয়েছে। এ ক্ষেত্রে স্টার্টআপ এবং অন্যান্য প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে গ্রাহকের পরিচয় যাচাই করে সেবা দেওয়া হচ্ছে। আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। আলোচনায় আরও ছিলেন পিডব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মামুন রশীদ, ক্রাউন এজেন্ট ব্যাংকের কর্মকর্তা স্টিভেন মার্শেল, চার্লটনের পার্টনার জুলিয়া চার্লটন, ব্যাংক ট্রাস্টের নির্বাহী পরিচালক আইসিল কাগলায়ান। বিডা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেডআই ফাউন্ডেশন সম্মেলনের অংশীদার। দুদিনের এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ১৩ মন্ত্রীসহ ৩০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিয়েছেন। কমনওয়েলথ নামে পরিচিত কমনওয়েলথ অব নেশনস ৫৬ সদস্য রাষ্ট্রের একটি আন্তর্জাতিক সংস্থা।
১৫ সেপ্টেম্বর, ২০২৩

ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের আবেদন করেছে বাংলালিংক
সমন্বিত সংযোগ ও অনলাইন সেবাপ্রদানকারী আন্তর্জাতিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেড বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাংলালিংক-এর সাথে সম্মিলিতভাবে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করার ঘোষণা দিয়েছে।  বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক এ তথ্য জানায়।  ভিওন-এর পূর্ণ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বাংলালিংক। প্রতিষ্ঠানটি জানায়, লাইসেন্সের অনুমতি দেওয়া হলে বাংলালিংকের কার্যক্রম ফিনটেকে সম্প্রসারিত হবে, যার ফলে ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটি ভিওন-এর দক্ষতাকে কাজে লাগিয়ে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা দিতে পারবে। বর্তমানে ভিওন গ্রুপ ৬টি দেশে মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতি মাসে ২ কোটি ৬০ লাখ সক্রিয় গ্রাহককে ফিন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে। কিছু দেশে প্রতিষ্ঠানটি ডিজিটাল লোন সার্ভিসও প্রদান করছে বলে জানায় প্রতিষ্ঠানটি।   এ ব্যাপারে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্প ও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ডিজিটালাইজেশন বাংলাদেশের জনগণের জন্য বিপুল সম্ভাবনা নিয়ে আসবে। বাংলালিংক এই যাত্রার প্রথম পর্যায়ে দেশের জনগণকে সেবা দেওয়ার বিশেষ সুযোগ পেয়েছে। এখন আমরা ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত। এই পদক্ষেপের জন্য আমরা বাংলালিংকের ও আমাদের গ্রুপ পর্যায়ের দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগাব।’  ভিওন-এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লো বলেছেন, ‘ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি বাংলালিংকের আগ্রহ ডিজিটাল ক্ষমতায়নের প্রতি ভিওন’র প্রতিশ্রুতিকে বিশেষভাবে প্রতিফলিত করে। এটি ভিওন’র ডিজিটাল অপারেটর কৌশলের একটি মূল ভিত্তি, যা আমাদের সব মার্কেটে চালু রয়েছে। বাংলালিংককে এর উদ্ভাবন, ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কার্যক্রমকে সহযোগিতা করার মতো দক্ষতা আমাদের রয়েছে। ফিন্যান্সিয়াল সার্ভিসের জন্য এই পদক্ষেপের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রবৃদ্ধির লক্ষ্যকে ত্বরান্বিত করতে চাই। দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক বর্তমানে ৪.২ কোটিরও বেশি গ্রাহককে ডিজিটাল সেবা প্রদান করছে।’
১৭ আগস্ট, ২০২৩
X