সমন্বিত সংযোগ ও অনলাইন সেবাপ্রদানকারী আন্তর্জাতিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেড বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাংলালিংক-এর সাথে সম্মিলিতভাবে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক এ তথ্য জানায়।
ভিওন-এর পূর্ণ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বাংলালিংক। প্রতিষ্ঠানটি জানায়, লাইসেন্সের অনুমতি দেওয়া হলে বাংলালিংকের কার্যক্রম ফিনটেকে সম্প্রসারিত হবে, যার ফলে ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটি ভিওন-এর দক্ষতাকে কাজে লাগিয়ে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা দিতে পারবে। বর্তমানে ভিওন গ্রুপ ৬টি দেশে মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতি মাসে ২ কোটি ৬০ লাখ সক্রিয় গ্রাহককে ফিন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে। কিছু দেশে প্রতিষ্ঠানটি ডিজিটাল লোন সার্ভিসও প্রদান করছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্প ও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ডিজিটালাইজেশন বাংলাদেশের জনগণের জন্য বিপুল সম্ভাবনা নিয়ে আসবে। বাংলালিংক এই যাত্রার প্রথম পর্যায়ে দেশের জনগণকে সেবা দেওয়ার বিশেষ সুযোগ পেয়েছে। এখন আমরা ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত। এই পদক্ষেপের জন্য আমরা বাংলালিংকের ও আমাদের গ্রুপ পর্যায়ের দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগাব।’
ভিওন-এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লো বলেছেন, ‘ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি বাংলালিংকের আগ্রহ ডিজিটাল ক্ষমতায়নের প্রতি ভিওন’র প্রতিশ্রুতিকে বিশেষভাবে প্রতিফলিত করে। এটি ভিওন’র ডিজিটাল অপারেটর কৌশলের একটি মূল ভিত্তি, যা আমাদের সব মার্কেটে চালু রয়েছে। বাংলালিংককে এর উদ্ভাবন, ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কার্যক্রমকে সহযোগিতা করার মতো দক্ষতা আমাদের রয়েছে। ফিন্যান্সিয়াল সার্ভিসের জন্য এই পদক্ষেপের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রবৃদ্ধির লক্ষ্যকে ত্বরান্বিত করতে চাই। দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক বর্তমানে ৪.২ কোটিরও বেশি গ্রাহককে ডিজিটাল সেবা প্রদান করছে।’
মন্তব্য করুন