মাদক কারবারির ছুরিকাঘাতে ২ ডিবি পুলিশ আহত
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দু'জন সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় ঘটেছে। এসময় হামলাকারী শ্রী রাজন বিশ্বাসকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মনোহরপুর-সন্তোষপুর সড়কের মাঝে ঘটনাটি ঘটেছে। আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আশাদুল ইসলাম ও মো. সাকিব। তারা দু'জনই চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত। তাঁদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  হামলাকারী রাজন বিশ্বাস ঝিনাইদহ জেলার পাবহাটি গ্রামের শ্রী দিলীপ বিশ্বাসের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর-সন্তোষপুর সড়কে মাদক বিরোধী অভিযানে পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় ফেন্সিডিল মাদক কারবারি শ্রী রাজন বিশ্বাসকে গতিরোধ করে পুলিশ। সেসময় সঙ্গে থাকা ধারালো ছুরি নিয়ে পুলিশের উপর আতর্কিত হামলা চালায় তিনি। হামলায় ডিবি পুলিশের দু'জন সদস্য আহত হন। পালানোর সময় ৪৮ বোতল ফেন্সিডিলসহ হামলাকারীকে আটক করে জেলা ডিবি পুলিশ। আহত ডিবি পুলিশের আহতদের সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অন্য পুলিশ সদস্যরা।  এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দু'জন পুলিশ সদস্য ছুরি আঘাতে আহত হয়েছে। এসময় হামলাকারী একজনকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ১
সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কয়েকজন ব্যক্তি এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছিল। দুটি মোটরসাইকেলযোগে ঘুরে ঘুরে তারা এলাকার মানুষকে হয়রানি করে। ঘটনাটি জানার পর গ্রামের মানুষ তাদের বিষয়ে সতর্ক হয়ে যায়। শনিবার পুনরায় তারা ৩-৪ জন গ্রামে ঢোকে। এ সময় এলাকাবাসী শফিকুল ইসলাম নামে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকায় ডিবি পুলিশের দারাগো পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২০ জানুয়ারি, ২০২৪

ডিবি পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগম (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছেলে হৃদয় জানায়, পুলিশ তার মাকে বুধবার সন্ধ্যায় আটক করলেও পরিবারকে জানায়নি। এমনকি তার মা অসুস্থ হওয়ার পর মাঝরাতে হাসপাতাল ভর্তি এবং মারা যাওয়ার পরও পুলিশ তাদের কিছু জানায়নি। খবর পেয়ে সকালে জেলা হাসপাতালে গেলে পুলিশ তার মায়ের লাশ দেখতে দেয়নি।  জানা গেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে নুরতাজকে ১০ কেজি গাঁজাসহ ভেলানগর থেকে আটক করেন ডিবি পুলিশের এস আই নাইমুল মোস্তাক। তাকে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাত ৩টার দিকে অসুস্থ বোধ করলে তাকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
০৮ ডিসেম্বর, ২০২৩

ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রেম, দেখা করতে এসে শ্রীঘরে
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজার সংলগ্ন এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়দানকারী কনস্টেবল পারভেজ সুমনকে আটক করেছে পুলিশ।  গতকাল সোমবার (৬ নভেম্বর) সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিবি পরিচয় দিয়ে ঘুগরাকাটি বাজারের এক হোটেল দোকান ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পারভেজ সুমন ওরফে ফরহাদ সানার সঙ্গে মোবাইলে পরিচয় হয়। নিজেকে গোয়েন্দা পুলিশ সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে কথা বলতেন সুমন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  সম্পর্কের একপর্যায়ে রোববার রাতে প্রেমিকাকে দেখতে তার বাড়ি ঘুগরাকাটি বাজারের পাশে এলে স্থানীয় জনগণ তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানায় জিজ্ঞাসাবাদে সুমন ‍নিজেকে গোয়েন্দা পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি স্বীকার করে।  এর আগেও সে বিভিন্ন সময় মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা করেছে বলে অভিযোগ রয়েছে।  কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
০৬ নভেম্বর, ২০২৩

ডিবি পুলিশ পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাই
ঢাকার সাভারে দিনদুপুরে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মো. হাবিবুর রহমান নামে এক মাদ্রাসাশিক্ষককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ওই শিক্ষককে মারধরও করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা। দিনদুপুরে ছিনতাইয়ের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এমন ঘটনায় সাভারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের রাজাশন আইচা নোয়াদ্দা এলাকার একটি শাখা সড়কে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের বরাতে পুলিশ জানায়, গতকাল দুপুরে জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে সোনালী ব্যাংক নবীনগর শাখা থেকে ৯ লাখ টাকা উত্তোলন করে সাভারের আইচা নোয়াদ্দার নিজ বাসায় যাওয়ার পথে একটি সাদা প্রাইভেটকার এসে ভুক্তভোগীকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তি বের হয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাবিবুর রহমানকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেয়। এরপর তারা ভুক্তভোগীর চোখ বেঁধে তাকে মারধর কর‍তে থাকে এবং তার কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ঘটনায় গতকাল রাতে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৪ সেপ্টেম্বর, ২০২৩

গভীর রাতে নুরের বাসায় দরজা ভেঙে ঢুকল ডিবি পুলিশ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। যারা অভিযানে এসেছিলেন তাদের মাঝে একজন মধ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালাগাল করেছে বলেও অভিযোগ করেছেন নুর।  মঙ্গলবার (১ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ফেসবুক থেকে লাইভে যান নূর। সেখানে তিনি বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। পরে নূরের বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি। ভিপি নুর তার ফেসবুক লাইভে এসে বলেন, আমার দুই মাস ও সাড়ে তিন বছরের ছোটো দুটো বাচ্চা পুলিশের এ তাণ্ডবে ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়ে।  নুর অভিযোগ করেন, রাতে আমার বাসায় মতিঝিল জোনের ডিবির ডিসি পরিচয়ে যিনি এসেছিলেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ডিএমপি কমিশনার তথা পুলিশপ্রধানকে বলব সকালে ওনার ডোপ টেস্ট করান, তিনি যে মদ্যপ ছিল তার প্রমাণ পাওয়া যাবে। এর আগে পরিমণির মামলা তদন্ত করতে পরিমণির সাথে সাকলায়েনের কাণ্ড তো সবাই দেখেছেন। তিনি বলেন, আমাদের ছাত্ররা যখন সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ তখনই প্রশাসন নানাভাবে হুমকি দিচ্ছে।  আরও পড়ুন : যুবলীগ-ছাত্রলীগ বাসে অগ্নিসংযোগ করেছে : ভিপি নুর বুয়েটের ২৪ জন ছাত্র গ্রেপ্তারের ঘটনায় আজ বিকেলে আমাদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে ছাত্র অধিকার পরিষদ। তাই আন্দোলনকে প্রভাবিত করতেই এ রাতের অন্ধকারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে গেছেন তারা।  গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায়। এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে রায়েরবাগ থেকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায়। অন্যদিকে রাত ৮টায় মোহাম্মাদপুর থেকে  ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবাকেও তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। বিন ইয়ামিন মোল্লার বাবাকে তুলে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর ভোর ৪টায় ছেড়ে দেয় ডিবি। আবু হানিফ বলেন, আমরা মনে করি চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদ কে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।  আমাদের কথা পরিষ্কার এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবুও পিছপা হবো না। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।
০২ আগস্ট, ২০২৩
X