নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগম (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে হৃদয় জানায়, পুলিশ তার মাকে বুধবার সন্ধ্যায় আটক করলেও পরিবারকে জানায়নি। এমনকি তার মা অসুস্থ হওয়ার পর মাঝরাতে হাসপাতাল ভর্তি এবং মারা যাওয়ার পরও পুলিশ তাদের কিছু জানায়নি। খবর পেয়ে সকালে জেলা হাসপাতালে গেলে পুলিশ তার মায়ের লাশ দেখতে দেয়নি।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে নুরতাজকে ১০ কেজি গাঁজাসহ ভেলানগর থেকে আটক করেন ডিবি পুলিশের এস আই নাইমুল মোস্তাক। তাকে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাত ৩টার দিকে অসুস্থ বোধ করলে তাকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।