দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তীর্থযাত্রী বহন করা বাসটি সেতু থেকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।  বাসটি খাদে পড়ার পর মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। এতে চালকসহ বাসের ৪৫ যাত্রীই নিহত হন। তবে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেঁচে ফেরে ৮ বছর বয়সী একটি শিশু।   স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ইয়াহু নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। লিম্পোপো প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসটি মাতলাকালা ব্রিজ থেকে ছিটকে পড়ে ৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। এরপর আগুনে ফেটে যায়। প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী দেশ বতসোয়ানার রাজধানী গাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মরিয়া শহরে ইস্টার সানডের একটি অনুষ্ঠানে যাচ্ছিল। এ সময় মাতলাকালা পর্বত গিরিপথে সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মর্মান্তিক বাস দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে আপনাদের প্রতি আমাদের প্রার্থনা রয়েছে। পরিবহনমন্ত্রী আরও বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহগুলো তাদের দেশে ফিরিয়ে দিতে সহায়তা করবে এবং দুর্ঘটনার বিষয়টি উপযুক্ত তদন্ত করবে।  তিনি বলেন, আমরা সব সময় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চালকদের গাড়ি চালাতে বলছি। বিশেষ করে ইস্টার সানডে উপলক্ষে সপ্তাহের শেষ দিনগুলোতে সড়কে বেশি যানবাহন থাকায় দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করে যাচ্ছি।
২৯ মার্চ, ২০২৪

ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৬ তীর্থযাত্রী নিহত
ইরাকে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন।  শনিবার (২ সেপ্টেম্বর) সকালে ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নিহতদের বেশিরভাগ ইরানের নাগরিক।  সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তরাঞ্চলের সালাউদ্দিন প্রদেশে দুটি সড়কের সংযোগস্থলে এক দুর্ঘটনায় তারা হতাহত হন। হতাহতদের বেশিরভাগ মিয়া ধর্মাবলম্বী। তারা কারবালায় আরবাইন উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। আরবাইন শিয়াদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব।  প্রদেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা খালেদ বুরহানের বরাতে ইরনা জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  সংবাদমাধ্যম এএফপি মেডিকেল অফিসারের বরাতে জানিয়েছে, দুটি মিনিবাসের সংঘর্ষে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওই মেডিকেল অফিসার বলেন, দুর্ঘটনার সময়ে একটি বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।  শুক্রবার ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের আরবাইন উৎসবে ২৬ লাখ তীর্থযাত্রী অংশ নিতে পারেন। এ তীর্থযাত্রীদের বিশাল অংশ ইরাকের নাগরিক। তারা ইতোমধ্যে সড়ক ও বিমানপথে আসতে শুরু করেছেন।  এর আগে আশুরায় কারবালার মাঠে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাতি ইমাম হোসাইন ও আব্বাস (রা.)-এর মাজারের কাছে বিস্ফোরণে তারা নিহত হন।  স্থানীয়রা জানান, বিস্ফোরণে নিহত আটজনের মধ্যে ছয়জনই ইরাকের নাগরিক।
০২ সেপ্টেম্বর, ২০২৩
X