স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম
ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে নজরুল ইসলাম দুলাল বলেন, দলীয় মনোনয়ন না পেলেও এলাকার মানুষের চাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিলাম। গতকাল তিনজনসহ মোট চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুনিয়া আফরিন ও নজরুল ইসলাম দুলাল। সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
১৭ ঘণ্টা আগে

ঝিনাইদহ-১ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম দুলাল
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল।  শুক্রবার (১০ মে) শেষ দিনে দুপুর ১২টার দিকে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদান শেষে নজরুল ইসলাম দুলাল বলেন, এলাকার মানুষের চাওয়ার প্রেক্ষিতে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। এর আগে  সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর আসনটিতে উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।  এ আসনে এখন পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী এবং স্বতন্ত্র হিসেবে নজরুল ইসলাম দুলাল।
১০ মে, ২০২৪

অর্ধযুগে পা রাখল নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব
‘ঐক্যে মোরা, সত্যের পথে’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পাচঁ বছর পূর্ণ ও ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। বৃহস্পতিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কেটে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।  এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, প্রেস ক্লাবের সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়া ও সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান। এরপর দুপুরে আনন্দ শোভাযাত্রা ও বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) শেখ মো. শহীদুল ইসলাম।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি এবং নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার। ২০১৯ সালের ৯ মে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
১০ মে, ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২য় গবেষণা মেলা শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলছে দুই দিনব্যাপী দ্বিতীয় গবেষণা মেলা ২০২৪। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে অনুষ্ঠিত হচ্ছে গবেষণা মেলা। বুধবার (৮ মে) বিকেলে গবেষণা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মার্জিয়া আক্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান এবং বিভিন্ন অনুষদের ডিনরা। ৮ ও ৯ মে দুইদিনব্যাপী গবেষণা মেলায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ ৩২টি স্টলের মাধ্যমে তাদের গবেষণা কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলসহ বিভিন্ন ইন্সটিটিউটসমূহ তাদের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা প্রকাশ করবে। গবেষণা মেলার সমাপনী আয়োজনে অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট গবেষক, বিজ্ঞানী ও বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। 
০৯ মে, ২০২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য বিশ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে হাসান শিশির। ‘ঝিরি পথ পেরিয়ে’ নামের যে চলচ্চিত্রটির জন্য অনুদান পেয়েছেন, সেটার চিত্রনাট্যও লিখেছেন তিনি। ইংরেজি বিভাগে পড়াশোনা করলেও চলচ্চিত্র নির্মাণ ও বোঝাপড়ার দিকে তুলনামূলক ঝোঁক ছিল, বেশি ছিল শিশিরের। সেই সময় তুলনামূলক নতুন এই বিশ্ববিদ্যালয়টির চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে নিয়ে গড়ে তুলেন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। শিশিরের ভাষায়, আমরা যে সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখনো বেশ ঘরোয়া পরিবেশ বিরাজ করছিল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে। তবে যেহেতু বেশিরভাগ শিক্ষার্থীই ক্যাম্পাসে স্থায়ীভাবে থাকেন না, তাই ক্লাস-পরবর্তী সময়েই একটা শূন্যতা বশ করে ফেলত ক্যাম্পাসে। আমাদের ক্লাবের উদ্দেশ্য ছিল চলচ্চিত্র ও আলোকচিত্র শিল্পকে উপজীব্য করে নিজেদের আরও পরিশীলিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা। ক্লাবটি যাত্রা শুরু বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালুর সাত বছর আগে; ২০০৯ সালে। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি নিয়মিতভাবে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন শুরু করে। কখনো থিয়েটার ডিপার্টমেন্টের স্টুডিও থিয়েটার হলে কিংবা কখনো ইংরেজি বিভাগের বারান্দায়। প্রতি সপ্তাহের মঙ্গলবার বা বৃহস্পতিবারে চলতো ক্লাসিক্যাল সব চলচ্চিত্র প্রদর্শনীর এমন আয়োজন। এরপর ২০১৬ সালে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় শর্টফিল্ম ফেস্টিভালের আয়োজন করে ক্লাবটি। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা শর্টফিল্ম নির্মাণের সঙ্গে যুক্ত, তারা আয়োজনটিতে অংশগ্রহণ করেন। দেশ ও দেশের বাইরে মিলিয়ে শতাধিক শর্টফিল্ম জমা পড়ে এবং প্রদর্শনী করা হয় ৫৪টি চলচ্চিত্র। পরে ফিল্ম অ্যাপ্রিশিয়েশন কোর্স চালু করা হয় ক্লাব থেকে। ২০১৭ সালের নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে প্রথমবারের ফিচার ফিল্ম তৈরি করে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি; ১০ মিনিটের এই ফিল্মটি সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সঙ্গে যৌথ আয়োজনে সংগঠনটি ক্যাম্পাসে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ উৎসবে একাত্তরের মা জননী (পূর্ণদৈর্ঘ্য), একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি (প্রামাণ্যচিত্র), ভুবন মাঝি (পূর্ণদৈর্ঘ্য) ও সেই রাতের কথা বলতে এসেছি (প্রামাণ্যচিত্র) এবং আগামী ১৪ ডিসেম্বর তারিখ দেখানো হবে স্টপ জেনোসাইড (প্রামাণ্যচিত্র), অনিল বাগচীর একদিন (পূর্ণদৈর্ঘ্য), বধ্যভূমিতে একদিন (প্রামাণ্যচিত্র) ও বিশ্বসভায় বাংলাদেশ (প্রামাণ্যচিত্র) প্রদর্শন করা হয়। তারা ইউনাইটেড ন্যাশনস, বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল, দ্য ডেইলি স্টার-সেলিব্রেটিং লাইফ, উইম্যান পিস ক্যাফেসহ বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নির্মাণবিষয়ক ওয়ার্কশপ আয়োজন করে থাকে। ১৪ বছরের ব্যবধানে শিশির ছাড়াও ক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য চলচ্চিত্র নির্মাণ, শর্টফিল্ম নির্মাণ, বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ী, বিদেশে ফিল্ম নিয়ে উচ্চশিক্ষাসহ চলচ্চিত্রের নানাক্ষেত্রে অবদান রাখছে। শিশির নিজে ফিল্ম স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এবং দক্ষিণ কোরিয়ায় বর্তমানে কাজ করছেন বাংলা ভাষার সিনেমা নিয়ে। ক্লাবের সাবেক সদস্য সাব্বির আহমেদ আবির আলোকচিত্র নিয়ে পড়াশোনা করছেন ভারতের হায়াদ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে। ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাদ আহমেদ ফুয়াদ সেকেন্ড রানার্সআপ হয়েছেন তারেক মাসুদ শর্ট ফিল্ম কম্পিটিশন-২০২০ এ। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সভাপতি জি এম মেহেদী হাসান জানান, ক্লাবের প্রতিটি সদস্যদের ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিতে পারদর্শী করে তোলা। আন্তর্জাতিক কোলাব্রেশন। এবং ত্রিশাল তথা ময়মনসিংহ অঞ্চলকে ক্যামেরার লেন্স দিয়ে পুরো বিশ্বকে দেখানো।
০৫ মে, ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউল ও লোকগানের কর্মশালা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব সংস্কৃতিতে বাংলাদেশের বাউল ও লোকদর্শন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী বাউল ও লোকগানের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। সোম ও মঙ্গলবার (২৯ ও ৩০ এপ্রিল) দুই দিনব্যাপী আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মসূচি ও রাতে ভাব গানের আসরের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে কর্মশালাটি বাস্তবায়ন করে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা।  নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর কর্মশালাটির উদ্বোধন করেন। তিনি বলেন, আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সংকট হচ্ছে প্রশান্তির সংকট। মানুষের ভেতরে শান্তি নেই, বাকি সব আছে। বাউলরা সেই প্রশান্তিই খোঁজে। তারা মনের প্রশান্তি খুঁজে দেয়। আজকে পাশ্চাত্য যে অভিঘাত তা থেকে বাউল সাধকরা আমাদের মুক্তি দিতে পারে। তাদের যে দর্শন এই দর্শনকে দেখবার জন্য, উপলব্ধি করবার জন্য বিদেশ থেকে লোক আসছে। এই বাউল আমাদের নিজস্ব সম্পদ। যে সম্পদ দিয়ে আমরা সারা বিশ্বে পরিচিত হতে পারি। সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. শহীদুল ইসলাম। গানের দর্শন নিয়ে আলোচনা করেন সংগীত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. জাহিদুল কবীর, লেখক-গবেষক রুবেল সাইদুল আলম ও মো. তাজউদ্দিন। সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার বলেন, বাউল শফি মন্ডল একজন গুণী মানুষ। অনেক শিল্পী ওনার গান শুনে বড় হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। আমাদের সংগীত বিভাগের শিক্ষার্থীরা ওনার কাছ থেকে সরাসরি গান শেখার সুযোগ পেয়েছে। আমি মনে করি, ছাত্রছাত্রীদের জন্য এটা বড় প্রাপ্তি। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সমৃদ্ধ হয়েছে, একইসঙ্গে আমাদের বিভাগও সমৃদ্ধ হয়েছে।  দুই পর্বের অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে ভাব গানের আসরটি পরিবেশিত হয় বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে। এ সময় সংগীত পরিবেশন করেন বাউল শফি মন্ডল, অধ্যাপক ড. জাহিদুল কবির, রুবেল সাইদুল আলম, সরদার হীরক রাজা, প্রকৌশলী মোহাম্মদ খাইরুজ্জামান সবুজ, দিতি সরকার, মিজানুর রহমান ভুট্টো এবং সংগীত বিভাগের শিক্ষার্থীরা।
০১ মে, ২০২৪

রবীন্দ্র ও নজরুল পুরস্কার পাচ্ছেন তিন অধ্যাপক
রবীন্দ্র-সাহিত্যের গবেষণা ও নজরুল-সাহিত্যের গবেষণায় অবদান রাখায় রবীন্দ্র ও নজরুল পুরস্কার পাচ্ছেন তিন অধ্যাপক। মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক সমীর কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক ভীষ্মদেব চৌধুরীকে এবং রবীন্দ্রসংগীত-চর্চায় অবদানের জন্য অধ্যাপক লাইসা আহমদ লিসাকে রবীন্দ্র পুরস্কার ২০২৪-এ ভূষিত করেছে। আগামী ২৫শে বৈশাখ ১৪৩১/৮ মে ২০২৪ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র পুরস্কার ২০২৪ প্রদান করা হবে। এতে আরও বলা হয়, বাংলা একাডেমি নজরুল-সাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক রাজিয়া সুলতানাকে নজরুল পুরস্কার ২০২৪-এ ভূষিত করেছে। আগামী ৯ জ্যৈষ্ঠ ১৪৩১/২৩ মে ২০২৪ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল পুরস্কার ২০২৪ প্রদান করা হবে।
৩০ এপ্রিল, ২০২৪

হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষের জন্য বড় সুযোগ : প্রতিমন্ত্রী
হোমিওপ্যাথিক চিকিৎসা গরিব কিংবা সাধারণ মানুষের জন্য বিশাল একটি সুযোগ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এটি আল্লাহর প্রদত্ত সুযোগ। আপনারা এই সুযোগ গ্রহণ করে গরিব মানুষের সেবার করার মানসিকতা নিয়ে কাজ করবেন। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন, পাশাপাশি আপনারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে নগরের হোটেল সৈকতের পারকি হলে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসায় যা কিছু হয়েছে, এই সরকার করেছে। আপনাদের আরও যদি দাবি থেকে এগুলো আমাকে দিন, আমি প্রধানমন্ত্রীকে বলব। হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি যে আমার বিশ্বাস ও আস্থা রয়েছে, তা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি। আমি নিজেও এই চিকিৎসা গ্রহণ করি। চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, হোমিওপ্যাথিক বইগুলো আপনাদের ভালো করে পড়তে হবে। এ ব্যাপারে ব্যাপক জ্ঞান রাখতে হবে। মাঝেমধ্যে দেখা যায় গ্রামগঞ্জে অনেকে অল্পস্বল্প লেখাপড়া করে চিকিৎসা করে, তারা হয়তো অনেক সময় সঠিকভাবে চিকিৎসা করতে পারেন না। যার কারণে পুরো হোমিওপ্যাথিক চিকিৎসার ওপর প্রভাব পড়ে। তাই এ বিষয়ে আপনাদের আরও সচেতন হতে হবে। সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য এমএ লতিফ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য দিলোয়ারা ইউসুফ। এতে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদ চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী, বিডিডিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ মো. ইফতেখার উদ্দিন, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের কন্ট্রোলার অব এক্সামিন মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানু. অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এসএএম রেজাউর রহিম, হোমিও হিতৈষী লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী প্রমুখ।
২৭ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : সংসদ সদস্য কল্পনা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনা বলেছেন, আওয়ামী লীগের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কেউ ভাঙন ধরাতে আঘাত করলে আমরা বসে থাকব না। আমরা সকলে মিলে কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (২৬ এপ্রিল) শৈলকুপার কুশাবাড়িয়ায় খানপাড়ায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পারভীন জামান কল্পনা আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী অল্পতে খুশি হন। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঠিক করে আওয়ামী লীগটা করতে হবে। আজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান- সবাই ভাই ভাই। আজ যারা মূর্তি ভাঙে তারা কোনোদিন আওয়ামী লীগের নেতা হতে পারবে না। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালামত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ঢাকার মিরপুরের কিছু অংশ স্বাধীন হয়েছিল ১০ জানুয়ারি। তেমনি শৈলকুপার অনেক এলাকায় শান্তি ফিরে আসলেও কিছু এলাকায় এখনো শান্তি ফিরে আসেনি। তাই সবাই ঐক্যবদ্ধভাবে শৈলকুপার শান্তি ফিরিয়ে আনতে কাজ করতে হবে, সঠিক তথ্য তুলে ধরতে হবে। মুখ খুলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ যেমন সাহসের সঙ্গে যোগদানের মাধ্যমে সঠিক রাজনীতির পথে যুক্ত হলেন, তেমনিভাবে আগামীতে সঠিক পথে চলতে পারলে একটি শান্তিপূর্ণ  উন্নয়নের শৈলকুপা গড়ে তোলা সম্ভব হবে। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের এমপি পারভীন জামান কল্পনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে সামনে রেখে আমরা নতুন শৈলকুপা গড়তে এগিয়ে যেতে চাই। শৈলকুপার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশোবাড়িয়া গ্রামের খান পাড়ায় ২০০ ঘর আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম দুলালের পক্ষে যোগদান করেন। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজি আশরাফুল আজম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, ৮নং ধলাহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাদ আলী মেম্বারসহ উপজেলা ও অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 
২৬ এপ্রিল, ২০২৪

উপনির্বাচনকে সামনে রেখে ফের উত্তপ্ত শৈলকুপা
আসন্ন শৈলকুপা উপজেলা নির্বাচনক ও সংসদ উপনির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হতে চলেছে শৈলকুপা। ভোটকে কেন্দ্র করেই চলে সামাজিক দলে যোগদান ও দল ভাঙ্গাগড়ার খেলা। এরই সূত্র ধরে সংঘর্ষ ও অতর্কিত হামলার ঘটনা যেন নিত্য দিনের সঙ্গী।  ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে উপজেলা পরিষদের ৪র্থ ধাপের ৫৫টি উপজেলার নির্বাচনও ওইদিন অনুষ্ঠিত হবে। এ নিয়ে উত্তপ্ত হতে শুরু করেছে শৈলকুপা। কারও সামাজিক দল ছেড়ে অন্য কোনো দলে যোগদান করলেই এ নিয়ে শুরু হয় উত্তেজনা।  এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে আবু সাঈদ বিশ্বাস (৪৫) নামের একজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। আহত আবু সাঈদ বিশ্বাস শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশবাড়িয়া গ্রামের মৃত তফসের আলী বিশ্বাসের ছেলে।  জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুশবাড়িয়া মুনসুর খার মোড়ে আতিয়ার খার ওষুধের দোকানে বসা ছিল আবু সাঈদ। এ সময় অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে ফেলে রেখে পালিয়ে যায় প্রতিপক্ষরা। আহত আবু সাঈদ বিশ্বাস উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক ও জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের নির্বাচনী প্রচারে অংশ নেন। তিনি কুশবাড়িয়া গ্রামের সামাজিক মাতব্বর জাকির খা ও মোস্তাফিজুর রহমান মোস্তাকের কর্মী বলে জানা যায়। তার নেতৃত্বে আগামীকাল সামাজিক দলে বেশ কিছু লোকজন যোগাযোগ করার কথা ছিল। হামলাকারীরা ধলহরচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের লোকজন ও চেয়ারম্যান প্রার্থী শামীম মোল্লার সমর্থক বলে জানা যায়। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, বিকেল ৫টা ১০ মিনিটের দিকে কুশবাড়িয়া গ্রামের মনসুর খার মোড়া এ ঘটনার পর তিনি  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৫ এপ্রিল, ২০২৪
X