ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : সংসদ সদস্য কল্পনা

শৈলকুপার কুশাবাড়িয়ায় খানপাড়ায় যোগদান অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীর জামান কল্পনা। ছবি : কালবেলা
শৈলকুপার কুশাবাড়িয়ায় খানপাড়ায় যোগদান অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীর জামান কল্পনা। ছবি : কালবেলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনা বলেছেন, আওয়ামী লীগের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কেউ ভাঙন ধরাতে আঘাত করলে আমরা বসে থাকব না। আমরা সকলে মিলে কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (২৬ এপ্রিল) শৈলকুপার কুশাবাড়িয়ায় খানপাড়ায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পারভীন জামান কল্পনা আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী অল্পতে খুশি হন। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঠিক করে আওয়ামী লীগটা করতে হবে। আজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান- সবাই ভাই ভাই। আজ যারা মূর্তি ভাঙে তারা কোনোদিন আওয়ামী লীগের নেতা হতে পারবে না। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালামত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ঢাকার মিরপুরের কিছু অংশ স্বাধীন হয়েছিল ১০ জানুয়ারি। তেমনি শৈলকুপার অনেক এলাকায় শান্তি ফিরে আসলেও কিছু এলাকায় এখনো শান্তি ফিরে আসেনি। তাই সবাই ঐক্যবদ্ধভাবে শৈলকুপার শান্তি ফিরিয়ে আনতে কাজ করতে হবে, সঠিক তথ্য তুলে ধরতে হবে। মুখ খুলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ যেমন সাহসের সঙ্গে যোগদানের মাধ্যমে সঠিক রাজনীতির পথে যুক্ত হলেন, তেমনিভাবে আগামীতে সঠিক পথে চলতে পারলে একটি শান্তিপূর্ণ উন্নয়নের শৈলকুপা গড়ে তোলা সম্ভব হবে। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের এমপি পারভীন জামান কল্পনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে সামনে রেখে আমরা নতুন শৈলকুপা গড়তে এগিয়ে যেতে চাই।

শৈলকুপার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশোবাড়িয়া গ্রামের খান পাড়ায় ২০০ ঘর আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম দুলালের পক্ষে যোগদান করেন। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজি আশরাফুল আজম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, ৮নং ধলাহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাদ আলী মেম্বারসহ উপজেলা ও অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানকে আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে দেওয়া হবে না : সেলিমুজ্জামান

জাপানে বিএনপির রাষ্ট্রবিনির্মাণের ৩১ দফা প্রচারণা

জুবায়েদ হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

এল ক্লাসিকোর আগে কষ্টের জয়ে শীর্ষে রিয়াল

জবি ছাত্রদল নেতা খুন : বংশাল থানা অবরোধ

ঢাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি 

বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে : মিডিয়া সেল 

বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে : এসএম জাহাঙ্গীর

অ্যানফিল্ডে এক দশকের অভিশাপ ভাঙল ম্যানচেস্টার ইউনাইটেড

রূপনগরে আগুন / ডিএনএ শনাক্তের পর ১৬ মরদেহ পেলেন স্বজনেরা

১০

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক 

১১

সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : বাসস চেয়ারম্যান

১২

রোমাঞ্চকর জয়ে ভারতকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

১৩

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

১৪

‘আগুন লাগার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে’

১৫

কিডনি রোগীদের জন্য যে ১০ খাবার নিষেধ

১৬

গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা 

১৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

আ.লীগের কেন্দ্রীয় ১ নেতা গ্রেপ্তার

১৯

হোটেলে নাশতা খেয়ে শিশুসহ ৬ জন অজ্ঞান

২০
X