ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার (নাজেসাস) ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের সভাপতি দীপঙ্কর লাহিড়ীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আশিকুর রহমান শ্রাবণের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান, নাটোর জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ডিআইজি একেএম নাফিউল ইসলাম, ডিউজে সভাপতি সাজ্জাদ আলম খান তপু বিএফইউজে কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আনোয়ার হোসেন রিপন, দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাজেসাস সহসভাপতি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, কোষাধ্যক্ষ আলতাফ হোসাইন, প্রচার সম্পাদক মাহি মাহফুজ, নির্বাহী সদস্য মাহমুদুল হক খোকন ও সমিতির অন্য সদস্যরা।
০২ এপ্রিল, ২০২৪

নাটোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান
নাটোর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে ঘুষ দাবি ও দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান শুরু করেন দুদকের কর্মকর্তারা। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্যের খবর প্রচার হয়। সেখানে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনায় চিত্রের খবর তুলে ধরা হয়। দুদক রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক মো. আমির হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের নানা অভিযোগ শুনেন এবং কিছু কাগজপত্র জব্দ করে নিয়ে যান। পরে সেগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই দুদক কর্মকর্তা।
০৯ ফেব্রুয়ারি, ২০২৪

হঠাৎ নাটোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান
নাটোর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নাটোর বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন দুদকের কর্মকর্তারা।  বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে ঘুষ দাবি এবং দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগে এ অভিযান করা হয়। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্যের খবর প্রচার হয়। সেখানে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনায় চিত্র উঠে আসে। এরপর আজ দুদকের কর্মকর্তারা নাটোর বিআরটিএ অফিসে এর সত্যতা যাচাইয়ে যান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক মো. আমির হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের সময় সেবাগ্রহীতাদের নানা অভিযোগ শুনেন এবং কিছু কাগজপত্র তারা জব্দ করে নিয়ে যান। পরে জব্দ করা কাগজ এবং অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসাইন।
০৮ ফেব্রুয়ারি, ২০২৪

নাটোর থেকে অপহৃত কলেজছাত্রী বগুড়ায় উদ্ধার, গ্রেপ্তার ১
নাটোরের বড়াইগ্রাম থেকে অপহৃত এক কলেজছাত্রীকে বগুড়ার নন্দীগ্রাম থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মূল অপহরণকারী সাধন মণ্ডল সকালকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫) সদস্যরা। র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোর রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন ভাটরা ইউনিয়নের কালিয়াগারী গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি অপারেশন দল। র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার অভিযানে নেতৃত্ব দেন। সাধন মণ্ডল সকাল বড়াইগ্রামের চনণ্ডিপুর গ্রামের শ্রী শক্তি মণ্ডলের ছেলে। র‌্যাব-৫ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কলেজছাত্রী বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে লেখাপড়া করে। কলেজে যাওয়ার পথে আসামি সাধন ওই ছাত্রীকে উত্ত্যক্তসহ প্রেম নিবেদন করত। গত ৬ ডিসেম্বর সকালে ওই ছাত্রী কলেজ শেষে বাড়িতে ফিরে না গেলে তার স্বজনরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তারা জানতে পারেন যে, বেলা অনুমান ১১টার দিকে কলেজ গেটের সামনে থেকে আসামি সাধন ভিকটিমকে ফুসলিয়ে সুকৌশলে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশা করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।  পরে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা অপহরণ মামলার আসামি সাধনসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধারের জন্য র‌্যাব-৫ বরাবর অভিযোগপত্র দেন।  পরে গোয়েন্দা নজরদারি ও তদন্তের মাধ্যমে র‌্যাব সদস্যরা মূল অভিযুক্তকে আটক করে থানায় হস্তান্তর করেন। 
১০ জানুয়ারি, ২০২৪

যুবলীগ নেতার কবজি কর্তন / নাটোর আ.লীগের সাধারণ সম্পাদকের জামিন
নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীর কবজি বিচ্ছিন্ন করার মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম জামিন মঞ্জুরের এ আদেশ দেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল সেন্টুসহ মোট চারজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালত শরিফুল ইসলাম রমজান, সৈয়দ মোস্তাক আলী মুকুল এবং সেন্টুর জামিন আবেদন মঞ্জুর করলেও যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আসামিদের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। উল্লেখ্য, গত ২৩ জুলাই নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন আলীর ওপর হামলা চালিয়ে ডান হাতের কবজি কেটে ফেলে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত মিঠুনের ভাই স্বপ্ন বাদশা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১০ জনের নামে মামলা করেন।
২৮ জুলাই, ২০২৩
X