নিউমার্কেট এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করল পুলিশ
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা নিউমার্কেট ও আশপাশের সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে ফুটপাত ও সড়কে অবৈধভাবে বসা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য এ অভিযান চলছে বলে জানিয়েছেন নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম। তিনি বলেন, আজকে অভিযানের পর এই সড়কে ইফতারের আগে কোনো যানজট হয়নি, চুরি-ছিনতাইও কম হয়েছে। ট্রাফিক ও ক্রাইম বিভাগ একসঙ্গে এই অভিযান চালিয়েছে। অভিযোগ আছে, পুলিশ অভিযান চালিয়ে দখলমুক্ত করে চলে যাওয়ার পর আবার একইস্থানে বসে দোকানিরা। এ বিষয়ে কমিশনার রেফাতুল বলেন, মনিটরিং বাড়ানো হয়েছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
২৭ মার্চ, ২০২৪

রমজান-ঈদ ঘিরে সচেতনতা সৃষ্টিতে মাঠে নিউমার্কেট পুলিশ
আসন্ন রমজান এবং পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে নিউমার্কেট থানা পুলিশ। নিউমার্কেট এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। এ উপলক্ষে বিভিন্ন গণপরিবহনে এবং শপিং সেন্টারের সামনে সচেতনতামূলক লেখা সংবলিত স্টিকার লাগানো হয়েছে। গতকাল সোমবার নিউমার্কেটের দিকে আসা বাস, লেগুনা এবং শপিং সেন্টারের সামনে স্টিকার লাগানোর মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ সময় ছিলেন রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলাম রিফাত, নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার জালাল মাহমুদ, ইন্সপেক্টর (অপারেশন) হালদার অর্পিত ঠাকুর, এসআই মো. সজীব মিয়া, এসআই মো. রায়হান, এসআই মো. সোহেল রানা, এসআই মো. ছবির উদ্দিন। ওসি আমিনুল ইসলাম বলেন, এলাকাটি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা। এ এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকে। জনগণও যদি একটু সতর্ক থাকে তাহলে যে কোনো ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব। নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম রিফাত বলেন, সতর্ক করতে স্টিকারগুলো লাগানো হচ্ছে। যদি কারও চোখে পড়ে তাহলে তিনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাবেন।
১৩ ফেব্রুয়ারি, ২০২৪

রোজা-ঈদ সামনে রেখে জনগণের সচেতনতায় মাঠে নিউমার্কেট পুলিশ
আসন্ন রমজান এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জনগণকে সচেতন থাকার জন্য মাঠে নেমেছে নিউমার্কেট থানা পুলিশ। সচরাচর ঈদকে ঘিরে রাজধানীর শপিং সেন্টার এলাকাগুলোতে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। বিভিন্ন সময় সাধারণ মানুষের একটু অসচেতনতার সুযোগ নিয়ে মোবাইল, টাকা-পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেজন্য নিউমার্কেট এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনগণকেও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ। এ উপলক্ষে বিভিন্ন গণপরিবহনে এবং শপিং সেন্টারের সামনে বিভিন্ন সচেতনতামূলক লেখা সম্বলিত স্টিকার লাগানো হয়েছে।  রাজধানী ঢাকা শহরের ব্যস্ততম এলাকা নিউমার্কেটে সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিভিন্ন বাস, লেগুনা এবং শপিং সেন্টারের সামনে স্টিকার লাগিয়ে সচেতনতামূলক এই কার্যক্রম শুরু করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম রিফাত, নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার জালাল মাহমুদ, ইন্সপেক্টর (অপারেশন) হালদার অর্পিত ঠাকুর, এসআই মো. সজিব মিয়া, এসআই মো. রায়হান, এসআই মো. সোহেল রানা, এসআই মো. ছবির উদ্দিন।  ঈদ উপলক্ষে শপিং করতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর নিউমার্কেট এলাকায় আসে মানুষ। এ ছাড়াও রমজান এবং ঈদ উপলক্ষে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে নিউমার্কেট এলাকায় বেড়ে যায় সাধারণ জনগণের আনাগোনা। তাই নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলামের তত্ত্বাবধানে এই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চালু করা হয়েছে। এই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ‘পকেটমার হতে সাবধান। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন’, ‘বাসে ওঠা-নামার সময় পকেট, মূল্যবান সামগ্রী সাবধানে রাখুন’ লেখা স্টিকার লাগানো হয়।  এ ছাড়াও সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নিতে নিউমার্কেট এলাকার বিভিন্ন শপিং সেন্টারে একটি অডিওক্লিপ সাউন্ড বক্সের মাধ্যমে বাজানোর ব্যবস্থা করা হয়েছে। এতে শপিং করতে আসা লোকজন কোনো কারণে অন্যমনস্ক হলেও অডিও বার্তা শুনে সতর্ক হয়ে যাবে।    এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, নিউমার্কেট এলাকাটি এই রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই এই এলাকায় লোকজন আসে। ঈদ এবং রমজানের মৌসুমে সেটি আরও বেড়ে যায়। এ জন্য এই এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকে। তবে পুলিশের পাশাপাশি জনগণও যদি একটু সতর্ক থাকে তাহলে যে কোনো ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব। এজন্যই এই সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে এই নিউমার্কেট এলাকার ছিনতাইকারী চক্রকে চিহ্নিত করা হয়েছে। বেশিরভাগ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। রমজান এবং ঈদ উপলক্ষে যেন কোনো চুরি-ছিনতাইয়ের ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।   নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম রিফাত কালবেলাকে বলেন, অনেক সময় শপিং করতে এসে ব্যস্ততায় একটু অন্যমনস্ক হয়ে যায় মানুষ। এ ছাড়াও অনেক সময় মানুষ বাসে উঠতে এবং নামতে গিয়ে তাড়াহুড়া করে। সেজন্য এই  সচেতনতামূলক লেখা সম্বলিত স্টিকারগুলো যদি কারও চোখে পরে তাহলে তখন তিনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাবেন। মার্কেটে অডিও ক্লিপের মাধ্যমে সতর্কতামূলক কথাগুলো যখন কারও কানে যাবে তখন তিনিও সতর্ক হবেন। জনগণ যদি সচেতন থাকে, তাহলে পুলিশ এবং জনগণ মিলে যে কোনো অপরাধ কমিয়ে আনা সম্ভব।
১২ ফেব্রুয়ারি, ২০২৪

নিউমার্কেট এলাকায় ঢাবি ছাত্রদলের লিফলেট বিতরণ
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করায় ভোটারসহ সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে আজ বুধবার বিকেলে ঢাকা নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হল, কুয়েত-মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজকল্যাণ ইন্সটিটিউট হয়ে বিডিআর-৩ নম্বর গেট হয়ে পুনরায় শাহনেওয়াজ হলের সামনে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ১ নম্বর সহসভাপতি মো. হাসান, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মো. মাসুম বিল্লাহ (এফএইচ), মাছুম বিল্লাহ (এফআর.) রাজু আহমেদ, শফিকুল ইসলাম, মাহবুব আলম শাহিন, স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান হায়াত, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন পলাশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক রায়হানুল ইসলাম বাবু, মাস্টার’দা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাকিম আল-মামুন পিয়াল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান মিশু, কবি জসিমউদদীন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক জোসেফ আল-জোবায়ের, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান রুমি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের কর্মী শামসুল হক আনান প্রমুখ। এ সময় ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, বরং নির্বাচনের নামে বানরের পিঠা ভাগ-বাটোয়ারার আয়োজন করা হয়েছিল। প্রহসনের নির্বাচন বর্জন করায় কোটি কোটি তরুণ ভোটারদের বিশেষ ধন্যবাদ। 
১০ জানুয়ারি, ২০২৪

নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে বাসে আগুন
রাজধানীর নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রায় একই সময়ে এসব বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট কাজ করছে।  ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। একদফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৪ নভেম্বর) ভোর ৬টা বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে।
০৪ নভেম্বর, ২০২৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না
কেনাকাটাসহ দৈনন্দিন নানা কাজে রাজধানীতে প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। কিন্তু পরিকল্পনা করে বাসা থেকে বের হলেও অনেক সময় পড়তে হয় বিপত্তিতে। কোথাও জরুরি কোনো কাজে গিয়ে দেখলেন সেখানকার কার্যক্রম বন্ধ, তখন পড়তে হয় বিড়ম্বনায়; বরং নষ্ট হয় মূল্যবান সময়। তাই পরিকল্পনা অনুযায়ী বাইরে বের হওয়ার আগে দেখে নিন মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মনিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া। যেসব মার্কেট বন্ধ থাকবে বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র‌্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।  
২৪ অক্টোবর, ২০২৩

ছবিতে তলিয়ে যাওয়া নিউমার্কেট এলাকা
বৃহস্পতিবার রাতে কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর প্রধান সড়কগুলো। এতে যানবাহন চলাচলে দেখা দেয় সমস্যা, দুর্ভোগে পড়েন নগরবাসী। দুই সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম জলাবদ্ধতা নিরসনে চেষ্টা করে গেলেও আজ শুক্রবার বিকেল পর্যন্ত বেশকিছু এলাকায় কোমর সমান পানি দেখা গেছে।  এতে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভোগান্তি সাড়ে ১৫ ঘণ্টা পর এখনো কাটেনি নগরবাসীর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। ছবিতে এক নজরে দেখে নিন জলাবদ্ধতার কারণে রাজধানীর নিউমার্কেট এলাকার দুর্ভোগ-
২২ সেপ্টেম্বর, ২০২৩
X