চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম তপশিল ঘোষণা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৩টায় সভাটি অনুষ্ঠিত হয়। পরে মো. জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। মো. জাহাংগীর বলেন, এ ধাপে দুই উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। আর বাকি ৫৩ উপজেলায় ব্যালটে। এর আগে উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের তপশিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় আর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলার ভোট গ্রহণ করা হবে ২১ মে। আর তৃতীয় ধাপের ১১২টি উপজেলার নির্বাচন আগামী ২৯ মে হবে।
২৩ এপ্রিল, ২০২৪

১৬১ উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা
দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ইসির কমিশন সভা শেষে সচিব মো. জাহাংগীর আলম এ তপশিল ঘোষণা করেন। তপশিল অনুযায়ী, ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের এ নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, প্রথম ধাপের নির্বাচনের মতো দ্বিতীয় ধাপেও প্রার্থীরা মনোনয়নপত্র অনলাইনে জমা দেবেন। একই সঙ্গে প্রার্থীদের জামানত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। তিনি আরও বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ৯টি জেলায় ইভিএম ব্যবহার করা হবে।
০২ এপ্রিল, ২০২৪

ঝিনাইদহ-১ ও উপজেলা নির্বাচনের তপশিল আজ
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন এবং প্রথম ধাপের ১৫৩ উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল আজ ঘোষণা করা হতে পারে। সকালে নির্বাচন কমিশনের কমিশন সভায় এ তপশিল চূড়ান্ত হবে। গতকাল নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। তিনি বলেন, সকালে কমিশন সভা রয়েছে। সভা শেষে উপজেলা পরিষদের প্রথম ধাপের তপশিল ঘোষণা করা হতে পারে। কমিশন সভার আলোচ্যসূচিতে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনও রয়েছে। ফলে এ সভার পর এ আসনের উপনির্বাচনের তপশিলও ঘোষণা হতে পারে বলে ইসি সূত্র বলছে। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই ইন্তেকাল করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো—সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা, হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল, কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, লাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম, চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর, ফেনীর পরশুরাম ও ফুলগাজী, নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর, চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, কক্সবাজার সদর ও মহেশখালী, খাগড়াছড়ির মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি, রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গা, রাঙামাটির রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল, বান্দরবান সদর, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম।
২১ মার্চ, ২০২৪

সিটি করপোরেশনসহ ২৩৩টি নির্বাচনের তপশিল ঘোষণা
ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন এবং ৫টি পৌরসভার নির্বাচনসহ ২৩৩টি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তারিখ ঘোষণা করেন।  তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে।  ভোট হবে আগামী ৯ মার্চ।  তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নির্দেশে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। বাকি যে ভোট আছে সেখানে ব্যালট পেপারের মাধ্যমে গ্রহণ করা হবে। 
২৪ জানুয়ারি, ২০২৪

উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণার সময় জানাল ইসি 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার ১০ দিনের মধ্যেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের উপজেলা পরিষদের তপশিল জানুয়ারির শেষ সপ্তাহে ঘোষণা হতে পারে বলে জানিয়েছে ইসি।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারও পাঁচ থেকে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, মার্চে রোজা শুরু ও এপ্রিলে ঈদের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। প্রথম ধাপের নির্বাচনের বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত চূড়ান্ত করবে ইসি। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, উপজেলা নির্বাচনের বিষয়ে কমিশন থেকে এখনো কিছু বলা হয়নি। তবে সচিবালয়ের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। প্রথম ধাপে নির্বাচন করা যায় এমন অন্তত ১০০ উপজেলার তালিকা প্রস্তুত রয়েছে। চলতি মাসের শেষের দিকে উপজেলার প্রথম ধাপের নির্বাচনের তফসিল হতে পারে। তবে তফসিল ও ভোট কখন হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমিশন। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। ২০১৯ সালের ১০ মার্চ নির্বাচন শুরু হয়ে পাঁচ ধাপে জুনে গিয়ে শেষ হয়। আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর নির্বাচন করতে হয় মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী ইতিমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে।
১৬ জানুয়ারি, ২০২৪

অবিলম্বে নির্বাচনের তপশিল বাতিল করতে হবে : বাম গণতান্ত্রিক জোট
একতরফা নির্বাচনী তপশিল বাতিল, সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ল কলেজের সামনে থেকে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসানের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সনজয় কান্ত দাশের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডা. হরিধন দাশ, সিপিবি জেলা অ্যাডভোকেট নিরঞ্জন দাশ খোকন, বাসদ জেলা সদস্য মাছুমা খানম প্রমুখ। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করে বলেন, প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করার অভিযোগে জনগণ এদের ক্ষমা করবে না। দেশ এক সংকটের মধ্যে আছে। তামাশার নির্বাচন সংগঠিত হলে এই সংকট আরও বাড়বে। বিদেশি আধিপত্য দেশকে নতুন সংকটে ফেলতে চাইবে। এর দায় সরকারকেই নিতে হবে। নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, হচ্ছে আওয়ামী লীগ ও তার ভাগবাটোয়ারার সহযোগীদের নির্বাচন। এখানে ‘ইলেকশন’ নয়, হবে ‘সিলেকশন’। নেতৃবৃন্দ অবিলম্বে নির্বাচনী তপশিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নতুন নির্বাচনী তপশিল ঘোষণার দাবি জানান।
১৭ ডিসেম্বর, ২০২৩

একতরফা নির্বাচনের তপশিল বাতিল করতে হবে : খেলাফত মজলিস
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, চলমান সংঘাতের হাত থেকে দেশকে বাঁচাতে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। এজন্য ঘোষিত একতরফা তপশিল বাতিল করতে হবে।  শনিবার (১৮ নভেম্বর) দলের কার্যালযে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জেল-জুলুম, হামলা-মামলা আর পেশিশক্তির খেলা বন্ধ করতে হবে। অবিলম্বে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার বন্ধসহ কারাবন্দি বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।  তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির পর পুনঃতপশিল ঘোষণা করতে হবে। ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারিভাবে সহযোগিতা করাসহ দ্রব্যমূল্য কমাতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে।  খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান চৌধুরী, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক আহমদ আসলাম, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুববিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, ডা. মোহাম্মদ আসাদুল্লাহ, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, জিল্লুর রহমান, বোরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা আফতাব উদ্দিন, হাজি নুর হোসেন, মাওলানা আবু সালমান, সিরাজুল ইসলাম, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবদুল হান্নান, মাওলানা নেহাল আহমদ, মাওলানা নুরুল হক, আবুল হোসাইন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।
১৮ নভেম্বর, ২০২৩

নির্বাচনের তপশিল প্রত্যাখান ড্যাবের
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল সরকারের সুস্পষ্ট ও পূর্ব পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে বলে তা প্রত্যাখান করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তপশিল স্থগিতের দাবি জানিয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম বুধবার এক বিবৃতিতে বলেছেন, বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে এবং নির্বাচনের পরিবেশ না থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তপশিল ঘোষণা আমরা প্রত্যাখ্যান করে তা স্থগিতের আহ্বান জানাচ্ছি। ড্যাবের নেতৃদ্বয় বলেন, দীর্ঘ সময় অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ রুপে বিনষ্ট করে দিয়েছে এবং বিরোধী দলগুলোকে এমনকি পেশাজীবীদের গুম, খুন, মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতনসহ রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন অজুহাত তৈরি করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান ও অন্যান্য নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে বিরোধীদের দমনের চূড়ান্ত নজির স্থাপন করে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করে আবারও ক্ষমতায় আসার সব ব্যবস্থা করেছে। সে কারণেই সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের দাবি আমলে না নিয়ে তপশিল ঘোষণা করায় দেশে সংঘাতময় পরিবেশ তৈরি হচ্ছে। এমনকি লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই সোনার বাংলাদেশ আজ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। তারা আরও বলেন, সরকারের সুস্পষ্ট ও পূর্বপরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষিত নির্বাচনের তপশিল সম্পূর্ণ রূপে প্রত্যাখ্যান করছে ও স্থগিতের দাবি জানাচ্ছে এবং অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের মুক্তি দেওয়ার মাধ্যমে ও সরকারের এজেন্ডা বাস্তবায়ন থেকে সরে এসে দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।
১৬ নভেম্বর, ২০২৩

নির্বাচনের তপশিল ঘোষণা না করতে স্মারকলিপি দিল লেবার পার্টি
বর্তমান রাজনৈতিক সংকট বিবেচনায় নিয়ে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনে স্মারক লিপি দিয়েছে লেবার পার্টি।  মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ইসি সচিবের কাছে ৬ দফা দাবিতে স্মারকলিপি দেন সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় তপশিল নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ইসি ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি ইসিতে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে বন্ধ করা হয়েছে।  সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসি ভবনের সামনে চার টিমের পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, যা আগে ছিল না। এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে। ইসির ঘোষণা অনুযায়ী নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তপশিল ঘোষণার একটা সম্ভাবনা আছে। তপশিল ঘোষণাকে কেন্দ্র করেও ইসির নিরাপত্তা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এর আগে সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, নভেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। ডিসেম্বরের শেষ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৪ নভেম্বর, ২০২৩
X