গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ, বঞ্চিত আগ্রহী প্রার্থীরা
জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়নে শিকটা এজিইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসার ল্যাব সহকারী/গবেষণাগার সহকারী পদে লোকবল নিয়োগে গোপনে বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট পদে আবেদন করা থেকে বঞ্চিত হয়েছেন এলাকার আগ্রহী প্রার্থীরা। গত ১১ মার্চ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির পত্রিকা মাদ্রাসা এলাকায় না আসায় নিয়োগের বিষয়টি জানেন না কেউ। এমনকি মাদ্রাসার নোটিশ বোর্ডেও নেই নিয়োগ বিজ্ঞপ্তির খবর। এর মধ্যেই আবেদনের সময়সীমা শেষ হওয়ায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানিয়েছেন ওই এলাকার শিক্ষিত ও যোগ্য বেকার যুবকরা। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার সভাপতির বউকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে গোপনে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  স্থানীয় শিক্ষিত যুবকদের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ দৈনিক আন্ডারগ্রাউন্ড ও দৈনিক মুক্ত সকাল পত্রিকায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে ল্যাব সহকারী/গবেষণাগার সহকারী পদে একজনের আবেদন চাওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকাগুলো এ এলাকায় না চলায় লোকবল নিয়োগের খবর এলাকার কেউ জানতে পারেনি। স্থানীয় কারও চোখেও পড়েনি। এমনকি স্থানীয় কোনো পত্রিকায় প্রকাশ হয়নি এ নিয়োগ বিজ্ঞপ্তিটি। মাদ্রাসার নোটিশবোর্ডেও এ-সংক্রান্ত কোনো তথ্য নেই। এ ছাড়া মাদ্রাসার অধিকাংশ শিক্ষকরা নিয়োগ বিষয়ে কিছুই জানেন না। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সব নিয়োগ গোপনে করেছেন সুপার আব্দুল কাইয়ুম। এসব নিয়োগ তার আত্মীয়স্বজন ও মনোনীত প্রার্থীকে দেওয়া হয়েছে। এমপিওভুক্ত এ মাদ্রাসায় নিয়োগ ও উন্নয়ন কর্মকাণ্ডের কোনো তথ্য অবগত নন এলাকাবাসী। সুপারের নিজের স্বার্থ হাসিলের জন্য এলাকাবাসীকে ফাঁকি দিয়ে চালাচ্ছেন মাদ্রাসার সার্বিক কর্মকাণ্ড। এ ছাড়া এলাকার সুধী সমাজের আপত্তি উপেক্ষা করে মাদ্রাসার লাখ লাখ টাকা সহজেই আত্মসাৎ করতে সুপারের পকেটের লোকজন দিয়ে বারবার ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর।  স্থানীয়রা জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় শিকটা এজিইউ আ. গফুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসা। গত ২৫ মার্চ মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে বা মাদ্রাসার আশপাশের কোনো বিলবোর্ডেও টাঙ্গানো ছিল না। মাদ্রাসায় নিয়োগ পেতে আগ্রহী স্থানীয় প্রার্থীদের অনেকেই জানান, মাদ্রাসায় কখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় তা আমরা জানি না। যখন নিয়োগ চূড়ান্ত হয়ে লোকবল ওই মাদ্রাসায় যোগদান করেন আমরা তখন জানতে পারি, মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগেও যে চারজন কর্মচারী নিয়োগ হয়েছে তাও অতি গোপনে ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাসা সুপারের যোগসাজশে সম্পন্ন হয়েছে। তার পকেটের লোক ছাড়া এ বিষয়টি এলাকাবাসীও জানেন না। ইতোমধ্যেই মাদ্রাসার উন্নয়নের নামে লাখ লাখ টাকা সুপার আত্মসাৎ করেছেন। সুষ্ঠু তদন্ত করলেই থলের বিড়াল বের হয়ে আসবে বলেও মন্তব্য করেছেন অনেকেই। অভিযোগ প্রসঙ্গে মাদ্রাসার সুপার মো. আব্দুল কাইয়ুম জানান, সমস্ত বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় ও স্থানীয় একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোন কোন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোনো পত্রিকার নাম মনে করে বলতে পারেননি। মাদ্রাসার নোটিশবোর্ডে নিয়োগসংক্রান্ত কোনো তথ্য টানানো হয়েছিল কী- এ প্রশ্নে তিনি হ্যাঁ জবাব দিয়েছেন। তবে তিনি ম্যানেজিং কমিটির লোকজন এ বিষয়ে জানেন বলে তিনি জানিয়েছেন। মাদ্রাসার সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. মোর্শেদুল জানান, যথাযথ নিয়ম অনুসরণ করেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিজের বউকে ওই পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তিটি গোপন করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ আমার বউও আবেদন করেছে। করতে পারবে না এমনতো কোনো বাধ্যবাধকতা নাই। নিয়োগ পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে-ই নিয়োগ পাবে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল ইসলাম বলেন, ওই মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আমার কিছু জানা নেই। এ-সংক্রান্ত কোনো অভিযোগও পাইনি। আপনি সুপারের সঙ্গে কথা বলেন।
৩১ মার্চ, ২০২৪

মেঘনা পেট্রোলিয়ামে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১২ ক্যাটাগরিতে মোট ২২ জনকে নিয়োগ দেবে। আবেদন ০৪ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী ১৮ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন। চাকরির ধরন : স্থায়ী  পদ ও পদসংখ্যা : নিচে ইমেজে দেখুন। কর্মস্থল : চট্টগ্রাম আবেদন ফি : ৬৬৯ টাকা আবেদন শুরু : ০৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় : ১৮ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩০ মার্চ, ২০২৪

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। বিভিন্ন শূন্য পদে একাদিক লোকবল নিয়োগ করা হবে প্রতিষ্ঠানটি। ২৭ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পদের সংখ্যা : ০৩টি লোকবল নিয়োগ : ০৯ জন পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা : ০৩টি বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ০১টি বেতন : ৯,৩০০-২২,৪৯০  টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম : অফিস সহায়ক পদসংখ্যা : ০৫টি বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন : অস্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন ফি : ১ থেকে ২নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৩নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। বিস্তারিত : https://mochta.gov.bd/  আবেদনের শেষ সময় : ১৬ এপ্রিল ২০২৪
২৬ মার্চ, ২০২৪

সেনাবাহিনীতে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে বেসামরিক ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী মিশনের নাম : অপারেশন কুয়েত পুনর্গঠন (ওকেপি)-১০ (সিগন্যাল অ্যান্ড আইটি) কন্টিনজেন্টের সদস্য। চাকরির ধরন : অস্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ উভয়ই বেতন : ২,০০,০০০- ২,৬০,০০০ টাকা কর্মস্থল : কুয়েত আবেদন যেভাবে করতে হবে : আগ্রহী প্রার্থীরা  এ লিংকের মাধ্যমে আবেদনপত্র ও নিয়োগ সম্পর্কে জানতে পারবেন। আবেদনের ঠিকানা : সেনাসদর, জিএস শাখা (আইটি পরিদপ্তর), ঢাকা সেনানিবাস। আবেদন ফি : প্রাইভেট ফান্ড, আইটি পরিদপ্তর, দি ট্রাস্ট লিমিটেডের অনুকূলে ১০০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ দুপুর ১২টা পর্যন্ত।  
১৩ ফেব্রুয়ারি, ২০২৪

সরকারি চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি : থানায় জিডি
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে প্রতারকচক্র। বিষয়টি নজরে আসামাত্র থানায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে লিখিত জিডি করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে থানায় এ লিখিত জিডি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে এ প্রসঙ্গে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, কয়েকদিন যাবৎ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চাঁদপুরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম Jobs In Chandpur নামে একটি facebook page থেকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। একটি প্রতারক চক্র জনগণকে বিভ্রান্ত করে অর্থ আত্মসাতের হীন উদ্দেশ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এমতাবস্থায় বিষয়টি নজরে এলে আমরা থানায় লিখিতভাবে সাধারণ ডায়রি করেছি। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় ওসি শেখ মুহসীন আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চাঁদপুরের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি সাধারণ ডায়রি হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার পরপরই বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
২৪ জানুয়ারি, ২০২৪

রিটার্ন প্রস্তুতকারী নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত
আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনপত্র আহ্বান করে জাতীয় রাজস্ব বোর্ডের কর (বিসিএস) একাডেমির দেওয়া বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায় ও আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। গত বছরের ১৪ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কর (বিসিএস) একাডেমি এ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা-২০২৩ প্রণীত হয়েছে। বিধিমালা অনুযায়ী যেসব করদাতা প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করবেন, তাদের রিটার্ন প্রস্তুত ও দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন প্রস্তুতকারীর তালিকা করবে। আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে তালিকাভুক্তির জন্য যোগ্যতাসম্পন্ন আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আবেদন আহ্বান করা হয়। এরপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণদের আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ওই বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট বিধির বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষে মহাসচিব মো. খোরশেদ আলম এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক মো. তৌহিদ উজ্জামান খান রিট করেন। ২০২৩ সালের আয়কর আইনের বিধান বলে ওই বিধিমালাটি করা হয় বলে জানিয়েছেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। তিনি বলেন, আইনে আয়কর রিটার্ন প্রস্তুতকারী নামে কিছু নেই। অথচ গত বছরের ২৬ জুন জারি করা ওই বিধিমালায় ‘আয়কর রিটার্ন প্রস্তুতকারী’ উল্লেখ রয়েছে, যা আইনসম্মত নয়। এমনকি আয়কর প্রস্তুতকারীদের প্রণোদনা দেওয়ার কথাও আইনে নেই, মূলত এমন যুক্তিতে রিটটি করা হয়। এ আইনজীবী আরও বলেন, হাইকোর্ট ওই বিজ্ঞপ্তির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন। অর্থাৎ আয়কর রিটার্ন প্রস্তুতকারীদের তালিকা নিবন্ধনের প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। ফলে আইনজীবীসহ যে কেউই আগের মতো আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
১৭ জানুয়ারি, ২০২৪

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত আট ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের আইটি খাতে নবম ও দশম গ্রেডে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৬টি পদে ৫০৮ জন নিয়োগ দেওয়া হবে। ১৫ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।  প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ব্যাংক  পদসংখ্যা : ০৬টি  লোকবল নিয়োগ : ৫০৮ জন পদের নাম : সিনিয়র অফিসার (আইটি) পদসংখ্যা : ১৩৫ টি  ব্যাংক : সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড) শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।  পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি), সহকারী ইঞ্জিনিয়ার (আইটি), অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদসংখ্যা : ৬৫টি  ব্যাংক : সোনালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড) শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।  পদের নাম : অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার পদসংখ্যা : ৬৩ টি  ব্যাংক : সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা  (৯ম গ্রেড) শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।  পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদসংখ্যা : ১০ টি  ব্যাংক : সোনালী ব্যাংক বেতন :  ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড) শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।  পদের নাম : অফিসার (আইটি) পদসংখ্যা : ২৩৩ টি  ব্যাংক : সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড) শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।  পদের নাম : ডেটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার পদসংখ্যা : ০২টি  ব্যাংক : ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।  চাকরির ধরন : সরকারি  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের রকেটের মাধ্যমে জমা দিতে হবে।  আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৪
১৬ জানুয়ারি, ২০২৪

বছরের শুরুতেই বড় নিয়োগ বিজ্ঞপ্তি দিল বাংলাদেশ রেলওয়ে
চাকরিপ্রার্থীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে দুটি ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। দুই ক্যাটাগরিতে মোট ৫৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে, ৫৫১ জনের মধ্যে সহকারী স্টেশন মাস্টার পদে ৪১৭ এবং সহকারী লোকোমোটিভ মাস্টার পদে ১৩৪ জন নেওয়া হবে। সহকারী স্টেশন মাস্টার পদটি ১৫তম গ্রেডের। এ পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে থেকে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সব জেলার প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। সহকারী লোকোমোটিভ মাস্টার পদটি ১৭তম গ্রেডের। আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা বাদে সব জেলার প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। অনলাইনে এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন শুরু হবে ১৮ জানুয়ারি এবং শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। প্রার্থীর বয়স- ১৮ জানুয়ারি তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। রেলওয়ের ক্যাডারবহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা অনুসারে, ১৪ থেকে ২০ গ্রেডে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদের ৪০ শতাংশ পোষ্যদের জন্য সংরক্ষিত থাকবে। বাংলাদেশ রেলওয়েতে স্থায়ী পদে কমপক্ষে ২০ বছর চাকরি করেছেন, এমন কর্মরত ও অবসরপ্রাপ্ত, জীবিত বা মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তান পোষ্য কোটার প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্তপূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় বিভাগীয় প্রার্থীর ঘরে টিক চিহ্ন দিতে হবে। এই শর্ত অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি দেখাতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপিসহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত আবেদন ফরমসহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে।
১০ জানুয়ারি, ২০২৪

যোগ্য প্রার্থী না পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল
যোগ্য প্রার্থী না পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ বিজ্ঞপ্তি নং-২১/২০২১ এর সূত্রে গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, প্রিলিমিনারি পরীক্ষায় যে কাট মার্কস নির্ধারণ করা হয়েছিল সেই নম্বর কেউ পায়নি। তাই নিয়োগটি বাতিল করা হয়েছে। এ পদে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১ সালে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শূন্য পদের সংখ্যা ছিল ১৪। এর বিপরীতে প্রায় ৫ হাজার প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এইচআরডি-১) হুসনে আরা শিখা বলেন, বাংলাদেশ ব্যাংকে প্রতিটি পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার আগে একটা নির্দিষ্ট কাট মার্কস নির্ধারণ করা হয়। ওই নম্বর পেলে প্রার্থীরা পাস করেছেন বলে বিবেচনা করা হয়। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের প্রিলিমিনারি পরীক্ষায় যে কাট মার্কস নির্ধারণ করা হয়েছিল সেই নম্বর কেউ পাননি। অর্থাৎ কেউ পাস করেননি। তাই নিয়োগটি বাতিল করা হয়েছে। এ পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
১১ ডিসেম্বর, ২০২৩

হেলিকপ্টার গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি
হেলিকপ্টার গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীর হেলিকপ্টার। আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : প্রবাসীর হেলিকপ্টার চাকরির ধরন : ফুলটাইম বেতন : বেসিক ১৫,০০০/- (পনেরো হাজার টাকা)  সুযোগ সুবিধা : ইনসেনটিভ, বার্ষিক বোনাস, যাতায়াত ও মোবাইল বিল দেওয়া হবে।   যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। শুদ্ধ বাংলা উচ্চারণ ও বাংলা টাইপিং দক্ষতা থাকতে হবে।  কর্মস্থল : প্রধান কার্যালয়, প্রবাসীর হেলিকপ্টার, এমজি টাওয়ার (৭ম তলা), ৩৮৯/বি ডিআইটি রোড, পশ্চিম রামপুরা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আবেদন পদ্ধতি : ই-মেইল অথবা সরাসরি অফিসের ঠিকানায় আবেদন প্রেরণ করতে পারবেন।  আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর ২০২৩ ই-মেইল : [email protected] অফিশিয়াল ওয়েবসাইট : www.probashirhelicopter.com
২২ নভেম্বর, ২০২৩
X