ভারতের সঙ্গে বিরোধ / পর্যটন খাত নিয়ে অন্ধকার দেখছে মালদ্বীপ
ভারতের সঙ্গে বিরোধের জের ধরে প্রধান বৈদেশিক অর্থ উপার্জনকারী পর্যটন খাত নিয়ে অন্ধকার দেখছে ভারত মহাসাগরে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহম্মদ মু্ইজ্জুর ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতি থেকে সরে আসা এবং সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রীর আপত্তিকর মন্তব্যের কারণে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, যার বেশ প্রভাব পড়েছে দ্বীপরাষ্ট্র পর্যটন শিল্পে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কট মালদ্বীপ’-এর ঢেউ উঠেছে। বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে মালদ্বীপ ভ্রমণ বাতিল করছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার অনলাইনের। ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কট মালদ্বীপ’-এর ঠেলা সামলাতে হিমশিম খাচ্ছে ভারতের দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরের ওপরে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র। আগে থেকেই মালদ্বীপে ঘুরতে যাওয়ার বিমান-হোটেলে টিকিট বুক করে রাখার পরও তা বাতিল করে চলেছেন একের পর এক ভারতীয়। ক্রমে সেই সংখ্যা বেড়েই চলেছে। ভারতের এক জনপ্রিয় ভ্রমণ সংস্থাও মালদ্বীপ যাওয়ার বিমানের সব টিকিট বুকিং বাতিল করে দিয়েছে এরই মধ্যে। ওই সংস্থার মালিক জানিয়েছেন, দেশের প্রতি আনুগত্য এবং সহানুভূতি থেকে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। যারা বুকিং বাতিল করছেন, তাদের দাবি, টাকা যাচ্ছে যাক। আগে দেশ। দেশের অপমান কোনোভাবে মেনে নেওয়া যাবে না বলেও কেউ কেউ মত প্রকাশ করেছেন। মালদ্বীপের তিন মন্ত্রী ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার পর থেকে কমপক্ষে ১৪ হাজার হোটেল এবং প্রায় চার হাজার বিমানের টিকিট বাতিল করেছেন ভারতীয়রা, যা মালদ্বীপের পর্যটন এবং অর্থনীতিতে বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একজন ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি ফেব্রুয়ারিতে মালদ্বীপে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলাম। আমি তা বাতিল করে ভারতের কোনো জায়গায় ঘুরতে যাব ভাবছি। যারা আমার দেশকে ঘৃণা করে, সেই দেশে আমি আমার টাকা নষ্ট করব না।’
১০ জানুয়ারি, ২০২৪
X