মার্কিন জোটের বিরুদ্ধে ইয়েমেনিদের পাল্টা হামলা
লোহিত সাগরে ‍হুতিদের জাহাজে হামলার প্রতিবাদে ইয়েমেনে হামলা চালানো শুরু করেছে মার্কিন জোট। তবে এ জোটের বিরুদ্ধে এবার পাল্টা হামলা চালিয়েছে হুতিরা। শনিবার (১৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মার্কিন সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে অব্যাহত দুই রাত হামলার ফলে হুতিরা আবার হামলা চালাবে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন। তারা ব্রিটিশ-মার্কিন জোটের হামলার জবাবে অন্তত একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।  ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জয়েন্ট স্টাফ ডিরেক্টর অব অপারেশন লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস সাংবাদিকদের বলেন, হুতিরা একটি হামলা চালালেও জোট তাদের ১৬টি লক্ষ্যে হামলা চালিয়েছে। এসব হামলায় ১৫০-এর বেশি গোলা ছোড়া হয়েছে।  তিনি বলেন, তাদের বক্তব্য বেশ জোরালো এবং বেশ উগ্র। আমরা আশংকা করছি যে, তারা বেশ কয়েকটি হামলা চালাতে পারে। তবে আমরা আশা করব যে, তারা বাড়াবাড়ি করবে না। তারা যে কোনো কিছু করলে তার মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।  সিনেটের আর্মড সার্ভিস ও বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য টিম কাইনি বলেন, তিনি যুদ্ধের ব্যাপারে উদ্বিগ্ন। গত ২৫ বছর ধরে মধ্যপ্রাচ্যে যে কোনো সংঘাতের বিরুদ্ধে মার্কিন সেনারা গভীরভাবে সম্পৃক্ত রয়েছে।  এর আগে শুক্রবার রাতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে একের পর এক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে তাদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার কথা জানিয়েছে দেশ দুটি। তবে মার্কিন ও ব্রিটিশ হামলাকে ‘বর্বর’ বলে অভিহিত করেছে গোষ্ঠীটি। এমনকি হামলা সত্ত্বেও ইসরায়েলগামী জাহাজে আক্রমণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে হামাসের মিত্র হুতি বিদ্রোহীরা।  
১৩ জানুয়ারি, ২০২৪

ইরাকে পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর অবস্থানগুলোর ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলো। এসব হামলায় এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা নিহত না হলেও বেশ কয়েকজন আহত হয়েছে। ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সর্বশেষ এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা আহত হয়েছে। এরপর সেখানে পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার। সোমবার রাতে ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের এক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়, এতে তিন মার্কিন সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরপর প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে মার্কিন সামরিক বাহিনী ইরাকের কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে গোষ্ঠীটির ‘বেশ কিছু সদস্য’ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেন, ইরাক ও সিরিয়ায় জোট বাহিনীর ওপর হামলার জন্য সরাসরি দায়ী গোষ্ঠীগুলোকে জবাবদিহি করাতে ও তাদের ধারাবাহিক হামলার সক্ষমতা হ্রাস করতে হামলাগুলো চালানো হয়েছে। সেইসঙ্গে আগামীতে আরও হামলা চালানো হবে।
২৭ ডিসেম্বর, ২০২৩

শান্তি সমাবেশে বিএনপি হামলা করলে পাল্টা হামলা : ওবায়দুল কাদের
২৮ অক্টোবর মহাসমাবেশ সামনে রেখে বিএনপি প্রতিশোধ নিতে চায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা শান্তি সমাবেশ করব। তারা আক্রমণ করতে আসলে চুপচাপ বসে থাকব না। শান্তির সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পালটা হামলা করবে।  কাদের বলেন, তাদের সমাবেশস্থলে আক্রমণ করব না। অতীতেও করি নাই। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর সেতু ভবনে ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ৭১ এর চেতনা ধারণ করে না। তারা ১৯৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের চেতনা ধারণ করে। তারা প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়। কাদের বলেন, ভায়োলেন্স আনসার ইজ নট সাইলেন্স। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, তারা (বিএনপি) যেভাবে কথা বলে তার মানে তারা প্রতিরোধের নামে সহিংসতায় যেতে চায়। বিএনপি বলে ১৯৭১ সালের চেতনা ধারণ করার কথা কিন্তু তারা সেটি করে না। কাদের বলেন, নির্বাচন নিয়ে কোনো চাপ পাচ্ছি না। আমি কোনো চাপের কথা জানি না। চাপ কেন হবে। অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে চাপের কিছু নেই। কাদের বলেন, বাংলাদেশে সবসময় আতঙ্ক থাকে। রাজনীতিতে এমন ভয়, আতঙ্ক থাকেই। এর মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানেল নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন। এরপর আনোয়ারা প্রান্তে জনসভায় অংশ নিবেন। উদ্বোধনের পরের দিন সকাল ৬টা থেকে টানেলে গাড়ি চলাচল শুরু হবে। গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির নৈশভোজে সরকারের ভূমিমন্ত্রী থাকার বিষয়ে জানা নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। তিনি বলেন, এটা অফিসিয়ালি না। আমার জানা নেই। কাদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত ২৯ অক্টোবর তার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। কিন্তু আমরা এখনো সময় দিই নাই। আমরা যেহেতু রাজনৈতিক দল করি এই ব্যাপারে ওপর মহলের সিদ্ধান্ত লাগে। অনুমতি লাগে।
২৬ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জে নাসিমের ম্যুরাল ভাঙচুর, বিএনপি অফিসে পাল্টা হামলা
সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় তার ম্যুরাল ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় পাল্টা বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসী বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়। মেছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ঢাকায় রয়েছি। আজকে দুপুরে খবর পেলাম ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের নেতৃত্বে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।’ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাস্টার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাতে বিএনপির লোকজন আমাদের নেতা মোহাম্মদ নাসিমের ম্যুরাল ভেঙেছে। কিন্তু তাদের অফিস ভাঙা হয়নি।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা মোহাম্মদ নাসিমের ম্যুরাল ভেঙেছে। সেটা বিএনপির ওপর চাপিয়ে দলীয় কার্যলয় ভাঙচুর ও বিএনপি সমর্থকদের ধাওয়া করা হচ্ছে। আমরা প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচার চাই। যেই নাসিমের ম্যুরাল  ভাঙচুর করুক আমরা তারও শাস্তি চাই।’ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দুপক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে। দুটি ঘটনাই যারা ঘটিয়েছে ন্যক্করজনক ঘটনা। দুপক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে কেউ যদি মামলা দেয় মামলা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
১৬ অক্টোবর, ২০২৩

ইউক্রেন কতদিন পাল্টা হামলা চালাতে পারবে, জানালেন মার্কিন সেনাপ্রধান
সামনে শীতকাল আসছে। ঠান্ডা আবহাওয়ার কারণে রাশিয়ার অধিকৃত অঞ্চল পুনর্দখলে ইউক্রেনের পাল্টা হামলা বাধার মুখে পড়বে। ফলে পাল্টা আক্রমণ চালাতে মাত্র ৩০ দিনের মতো সময় পাবে কিয়েভ। আজ রোববার (১০ সেপ্টেম্বর) বিবিসির সানডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলে। মার্কিন সেনাপ্রধান বলেন, ইউক্রেনের পাল্টা হামলা প্রত্যাশার চেয়ে ধীরে এগিয়েছে। তবে এখনো তুমুল লড়াই চলছে। ইউক্রেনীয়রা ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে। তাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে। সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন। তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি। তারা যা অর্জনের চেষ্টা করছে তার জন্য লড়াই বন্ধ করে দেয়নি। গত গ্রীষ্মে রাশিয়ার অধিকৃত এলাকা পুনর্দখলে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেন। তবে তাদের এ হামলা প্রত্যাশার চেয়ে কম সাফল্য পেয়েছে। যদিও ইউক্রেনীয় জেনারেলদের দাবি, দেশের দক্ষিণে রাশিয়ার অপ্রতিরোধ্য সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা তারা ভেদ করেছে। জেনারেল মিলে বলেন, আমি এই যুদ্ধের একেবারে গোড়ার দিকে বলেছিলাম, এই যুদ্ধ হবে দীর্ঘ অথচ কঠিন। এতে বহু মানুষ প্রাণ হারাবে। আর ঠিক এমনটাই হচ্ছে। একই সাক্ষাৎকারে যুক্তরাজ্যের সেনাপ্রধান স্যার টনি রাডাকিন বলেছেন, এই যুদ্ধে ইউক্রেন জিতছে। রাশিয়া হারছে। কারণ রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে বশ করে নিজেদের নিয়ন্ত্রণে আনা। এমনটা কখনো হয়নি এবং হবেও না। তাই এ যুদ্ধে ইউক্রেন জয়ী হবে।
১০ সেপ্টেম্বর, ২০২৩
X