সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় তার ম্যুরাল ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় পাল্টা বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসী বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়।
মেছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ঢাকায় রয়েছি। আজকে দুপুরে খবর পেলাম ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের নেতৃত্বে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।’
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাস্টার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাতে বিএনপির লোকজন আমাদের নেতা মোহাম্মদ নাসিমের ম্যুরাল ভেঙেছে। কিন্তু তাদের অফিস ভাঙা হয়নি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা মোহাম্মদ নাসিমের ম্যুরাল ভেঙেছে। সেটা বিএনপির ওপর চাপিয়ে দলীয় কার্যলয় ভাঙচুর ও বিএনপি সমর্থকদের ধাওয়া করা হচ্ছে। আমরা প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচার চাই। যেই নাসিমের ম্যুরাল ভাঙচুর করুক আমরা তারও শাস্তি চাই।’
সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দুপক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে। দুটি ঘটনাই যারা ঘটিয়েছে ন্যক্করজনক ঘটনা। দুপক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে কেউ যদি মামলা দেয় মামলা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
মন্তব্য করুন