আমার এ নিয়ে কোনো আপত্তি নেই : পিয়া
একাধারে তিনি একজন মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী। এ ছাড়া তার আরও অনেক পরিচয় রয়েছে। তিনি হলেন পিয়া জান্নাতুল। মিডিয়ার থেকে এখন তাকে হাইকোর্টের বারান্দাতেই বেশি দেখা যায়। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হয়েছে ভাইরাল। এই বিষয়ে গণমাধ্যমেও কথা বলেছেন তিনি।    প্রিয়া বলেন, ‘বিষয়টি আমার চোখে পড়েছে। আমি দেখেছিও। অনেকেই আমার এক্সপ্রেশনের সঙ্গে গান জুড়ে দিয়ে রিলস বানাচ্ছেন, করছেন ভিডিও। তবে আমার এ নিয়ে কোনো আপত্তি নেই। আমি স্রোতেও গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি বুঝি, যারা দুই সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।’ র‌্যাম্পে মডেলিংয়ের মাধ্যমে তার যাত্রা শুরু। এরপর ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। অভিনয়ের আগে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক হয়। তার শেষ সিনেমা ছিল ‘ছিটমহল’। তবে বিনোদন জগতের বাইরে তিনি এখন আইনজীবী পেশা নিয়েই ব্যস্ত সময় পার করছেন।    
২৮ এপ্রিল, ২০২৪

দেশের ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে প্রথম নারী ‘হেড অফ প্রোডাকশন’ নায়লা
সামাজিক প্রতিবন্ধকতা ও কুসংস্কারকে তুচ্ছ করে সকল বাধা বিপত্তি পেছনে ফেলে নিজ নিজ যোগ্যতাবলে এগিয়ে যাচ্ছেন নারীরা। এখন ঘর থেকে বেরিয়ে তারা কর্মক্ষেত্রের উচ্চ আসনে। সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই নারীদের অংশীদারিত্ব রয়েছে। অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নেও। সাম্প্রতিক সময়ে দেশের নারীদের বেশ কয়েকটি তাক লাগানো সাফল্য সবার দৃষ্টি কেড়েছে। এর মধ্যে একটি হচ্ছে দেশের অন্যতম নিউজ চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনে হেড অফ প্রোডাকশন পদে নায়লা পারভীন পিয়ার পদোন্নতি লাভ।   বাংলাদেশে তিনি প্রথম নারী যিনি টেলিভিশন ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে হেড অফ প্রোডাকশনের দায়িত্ব পেয়ে ইতিহাস গড়লেন। চলতি বছরের মার্চের ৩১ তারিখ থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন। নায়লা পিয়া বলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশন তাকে নারী বলে পিছিয়ে রাখেনি। যোগ্যতা থাকলে যে একজন নারীকে দায়িত্বশীল পদের দায়িত্ব দেওয়া যায়, ইনডিপেনডেন্ট টেলিভিশন তা প্রমাণ করেছে। তিনি বলেন, নিউ মিডিয়ার যুগে টেলিভিশনের মান এবং দর্শকগ্রহণ যোগ্যতা ধরে রাখার জন্য নতুন নতুন সৃজনশীল কাজ বাড়াতে হবে। ডিজিটাল এবং টেলিভিশনের দর্শককে আমরা একভাবে দেখি। কিন্তু এ দুই মাধ্যমের দর্শক এবং চাহিদা ভিন্ন। তাই টেলিভিশন এবং ডিজিটালের দর্শকের চাহিদা অনুসারে প্রোডাকশন তৈরি করা এবং তা গ্রহণযোগ্যতা নিয়ে কাজ করতে চাই। সেই সঙ্গে কাজ করতে চাই জেন্ডার ব্যালান্স নিয়েও।  অত্যন্ত মেধাবী এবং নানা গুণের পারদর্শী নায়লা পিয়া এর আগে যমুনা টিভি এবং একুশে টিভিতে কাজ করেছিলেন। তিনি ২০০৬ সাল থেকে ১৮ বছর ধরে টেলিভিশন ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। নায়লা পিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফোকলোর বিভাগে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি রাবির থিয়েটার 'সমকাল নাট্যচক্র'র সঙ্গে জড়িত ছিলেন। শকুন্তলা, কবিসহ আরও বেশ কিছু মঞ্চ নাটকে তিনি প্রধান চরিত্রতে অভিনয় করেন। তিনি ২০০৫ সালে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অভিনয়ের জন্য গোল্ড মেডেল পেয়েছেন।
০৪ এপ্রিল, ২০২৪

মানবিক পিয়া
মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। উপস্থাপক হিসেবেও ছিল তার পরিচিতি। মিডিয়াতে নিয়মিত কাজ করতে দেখা যেত তাকে। তবে এখন আর বিনোদন জগতে নয়, হাইকোর্টের বারান্দায় নিয়মিত দেখা যায় তাকে। আইন পেশা নিয়েই তিনি এখন বেশি ব্যস্ত থাকছেন। মানবিক ও সামাজিক কাজের জন্য মাঝেমধ্যেই হচ্ছেন সংবাদের শিরোনাম। আগামী এক মাস হাইকোর্ট বন্ধ থাকবে। সে হিসাবে ২১ মার্চ ছিল বন্ধের আগে হাইকোর্টে পিয়ার শেষ দিন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ আর এখানে আসবেন না। এদিন কর্মক্ষেত্রে ঢোকার পথে পিয়ার সামনে পরে হাইকোর্টের পরিচিত একটি কুকুর। যার নাম ‘লায়ন’। বন্ধের এক মাস হাইকোর্টে মানুষের আনাগোনা কম হওয়ায় রাস্তার এই প্রাণীগুলোর খাবার সংকটের আশঙ্কা রয়েছে। তাই লায়নকে নিজের বাসায় নিয়ে গেছেন এই অভিনেত্রী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে কুকুরটির সঙ্গে বেশকিছু ছবিও দেন পিয়া। ছবিতে দেখা যায় কুকুরটিকে কোলে নিয়ে আছেন তিনি। এরপর ক্যাপশনে লেখেন, ‘আজকে কোর্টে ঢোকার সময় লায়নকে দেখলাম। শুনলাম গতকালই অর ভাই গাড়িচাপায় মারা গেছে। তারপর থেকে ও চুপচাপ। আগামী এক মাস হাইকোর্ট বন্ধ থাকবে, কোর্টে লোকজন একেবারে কম থাকবে, ক্যান্টিন বন্ধ থাকবে, লোক একবারে কম থাকবে। তাই বেশিরভাগ কুকুর-বিড়ালের খাবার থাকবে না। ভাবলাম লায়নকে আমার বাসায় নিয়ে যাই। আমার মটু-পাতলুর সঙ্গেই এবার থেকে থাকবে।’ পিয়ার এমন মানবিকতা সবারই নজর কাড়ছে। ছবিটি শেয়ার করার পর অনেকেই তাকে জানিয়েছেন ভালোবাসা। ২০১৭ সালে ‘মিস বাংলাদেশ’ শিরোপাজয়ী পিয়া আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকার ‘লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ’ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। ২০১২ সালে পরিচালক রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর তাকে বেশ কিছু সিনেমা, নাটক ও সংগীতচিত্রে দেখা গেছে। এ ছাড়া ২০১৩ সালে ‘ইন্ডানিয়ানা প্রিন্সেস মুম্বাইতে’ সেরা সুন্দরীর মুকুট ওঠে তার মাথায়। বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর (ভারত সংস্করণ) প্রচ্ছদ মডেলদের সঙ্গেও জায়গা করে নেন তিনি।
২৩ মার্চ, ২০২৪

বিয়ের পরদিনই হাসপাতালে পিয়া চক্রবর্তী
বিয়ের রাত পার হতেই হাসপাতালে ছুটতে হলো পিয়া চক্রবর্তীকে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন ভারতের পশ্চিমবঙ্গের এই সংগীতশিল্পী। বিয়ের পরের দিনেই হঠাৎ কী হয়েছে তার? ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, দীর্ঘদিন ধরে কিডনিতে পাথরের সমস্যা রয়েছে পিয়ার। এ নিয়ে বেশ ভুগতে হয়েছে তাকে। একাধিকবার চিকিৎসকের কাছেও গিয়েছেন। আরও জানা যায়, চিকিৎসকের পরামর্শ মতোই মঙ্গলবার (২৮ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পিয়া। সেখানেই তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সোমবার সকাল থেকেই পরমব্রত ও পিয়ার বিয়ে নিয়ে চর্চা ছিল। দুপুরে রেজিস্ট্রি করে বিয়ে সারেন দুজনে। সেই সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সামাজিকমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন পরমব্রত। এরপর রাতে ভবানিপুরে পরমব্রত ও পিয়ার রিসেপশন হয়। সেখানেও বিশেষ আড়ম্বর ছিল না। আত্মীয় ও বন্ধুরাই বেশি উপস্থিত ছিলেন। তারকাদের মধ্যে ঋতব্রত মুখোপাধ্যায়কে দেখা গেছে মাত্র। এদিকে, এর আগে কলকাতার নন্দিত সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়ার ছয় বছরের সংসার ছিল। সেই সংসারে ভাঙনের ঝড় আসে ২০২১ সালে। দুজনেই সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। তখনই গুঞ্জন ওঠে, পিয়ার সঙ্গে পরমব্রতের প্রেম রয়েছে। কেউ কেউ এমনটাও বলেন, সেই প্রেমের কারণেই অনুপমের সঙ্গে পিয়ার সংসার ভেঙেছে। তবে তখন পিয়া-পরম দুজনেই সাফ জানিয়েছিলেন, তারা কেবলই বন্ধু। কিন্তু দুই বছর পর সেই গুঞ্জনই সত্যি হলো। প্রেমের স্বীকারোক্তি নয়, সোজা মালাবদল করছেন পিয়া ও পরমব্রত।
২৮ নভেম্বর, ২০২৩
X