মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। উপস্থাপক হিসেবেও ছিল তার পরিচিতি। মিডিয়াতে নিয়মিত কাজ করতে দেখা যেত তাকে। তবে এখন আর বিনোদন জগতে নয়, হাইকোর্টের বারান্দায় নিয়মিত দেখা যায় তাকে। আইন পেশা নিয়েই তিনি এখন বেশি ব্যস্ত থাকছেন। মানবিক ও সামাজিক কাজের জন্য মাঝেমধ্যেই হচ্ছেন সংবাদের শিরোনাম।
আগামী এক মাস হাইকোর্ট বন্ধ থাকবে। সে হিসাবে ২১ মার্চ ছিল বন্ধের আগে হাইকোর্টে পিয়ার শেষ দিন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ আর এখানে আসবেন না। এদিন কর্মক্ষেত্রে ঢোকার পথে পিয়ার সামনে পরে হাইকোর্টের পরিচিত একটি কুকুর। যার নাম ‘লায়ন’। বন্ধের এক মাস হাইকোর্টে মানুষের আনাগোনা কম হওয়ায় রাস্তার এই প্রাণীগুলোর খাবার সংকটের আশঙ্কা রয়েছে। তাই লায়নকে নিজের বাসায় নিয়ে গেছেন এই অভিনেত্রী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে কুকুরটির সঙ্গে বেশকিছু ছবিও দেন পিয়া। ছবিতে দেখা যায় কুকুরটিকে কোলে নিয়ে আছেন তিনি। এরপর ক্যাপশনে লেখেন, ‘আজকে কোর্টে ঢোকার সময় লায়নকে দেখলাম। শুনলাম গতকালই অর ভাই গাড়িচাপায় মারা গেছে। তারপর থেকে ও চুপচাপ। আগামী এক মাস হাইকোর্ট বন্ধ থাকবে, কোর্টে লোকজন একেবারে কম থাকবে, ক্যান্টিন বন্ধ থাকবে, লোক একবারে কম থাকবে। তাই বেশিরভাগ কুকুর-বিড়ালের খাবার থাকবে না। ভাবলাম লায়নকে আমার বাসায় নিয়ে যাই। আমার মটু-পাতলুর সঙ্গেই এবার থেকে থাকবে।’
পিয়ার এমন মানবিকতা সবারই নজর কাড়ছে। ছবিটি শেয়ার করার পর অনেকেই তাকে জানিয়েছেন ভালোবাসা।
২০১৭ সালে ‘মিস বাংলাদেশ’ শিরোপাজয়ী পিয়া আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকার ‘লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ’ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন।
২০১২ সালে পরিচালক রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর তাকে বেশ কিছু সিনেমা, নাটক ও সংগীতচিত্রে দেখা গেছে।
এ ছাড়া ২০১৩ সালে ‘ইন্ডানিয়ানা প্রিন্সেস মুম্বাইতে’ সেরা সুন্দরীর মুকুট ওঠে তার মাথায়। বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর (ভারত সংস্করণ) প্রচ্ছদ মডেলদের সঙ্গেও জায়গা করে নেন তিনি।