বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসন। রোববার (১৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  আনিসুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম(বার), সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, ঢাকা মহানগর ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শফিকুর রহমান শহীদ। আনিসুর রহমান বলেন, আজকের দিনটি গুরুত্বপূর্ণ, আমাদের দেশকে আধুনিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুধাবন করতে হবে, শিশুদের দেশকে ভালোবেসে বঙ্গবন্ধুর নির্লোভ চেতনাকে ধারণ করতে হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন অফিস প্রধান, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও শিশু- কিশোররা উপস্থিত ছিলেন।
১৭ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিসৌধে ঢাবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতও করা হয়। সে সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। জানা যায়, গতকাল সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাস থেকে গোপালগঞ্জের উদ্দেশে যাত্রা করেন ড. মাকসুদ কামাল। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। গত ৪ নভেম্বর ঢাবি উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক মাকসুদ কামাল।
১১ নভেম্বর, ২০২৩

আইসিটি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে এবং আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।  আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দেশজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হচ্ছে। এদিন আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের নিচতলায় স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় আইসিটি বিভাগের পক্ষ থেকে। পরবর্তীতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।  আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিনের নেতৃত্বে এতে অংশ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর অধীন আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও বিভাগের অধীন প্রকল্পসমূহের সর্বস্তরের কর্মকর্তারা।    
১৫ আগস্ট, ২০২৩
X