তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে এবং আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দেশজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হচ্ছে। এদিন আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের নিচতলায় স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় আইসিটি বিভাগের পক্ষ থেকে। পরবর্তীতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিনের নেতৃত্বে এতে অংশ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর অধীন আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও বিভাগের অধীন প্রকল্পসমূহের সর্বস্তরের কর্মকর্তারা।
মন্তব্য করুন