প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
রাজধানীর গুলশানে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমতা শিকদার (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক জাহিদ নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকেল ৩টার দিকে গুলশান-২ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মমতা শিকদার ইউনাইটেড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। আর আহত জাহিদ ওই হাসপাতালের কর্মকর্তা। ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি অটোরিকশা চালক মো. সবুজ সংবাদমাধ্যমকে জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ওই নারী ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মোটরসাইকেল চালকও আহত হন। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে আমার অটোরিকশায় দিয়ে মেডিকেলে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই নারী আর বেঁচে নেই। আহত জাহিদের বরাতে অটোরিকশা চালক আরও জানান, জাহিদ ইউনাইটেড হাসপাতালের কর্মকর্তা এবং নিহত মমতা শিকদার ওই হাসপাতালেরই সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
১১ এপ্রিল, ২০২৪

ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার পুকুরে
ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার পুকুরে পড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল এলাকার পশ্চিম ভালুকা লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি বৃহস্পতিবার শ্যামগঞ্জ স্টেশন থেকে যাত্রাবিরতি দিয়ে গৌরীপুর রেলওয়ে স্টেশনে আসছিল। পথে ট্রেনটি বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যাল এলাকার পশ্চিম ভালুকা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেট কার লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে প্রাইভেট কার থেকে চালককে বের করেন। এই ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা আলি বলেন, ‘এই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এলে প্রাইভেট কারটি রাস্তা পার হওয়ার চেষ্টা চালায়।’ গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মির্জা মোহাম্মদ মুক্তা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাইভেট কারটি খাদে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
১৬ নভেম্বর, ২০২৩

ভ্যানকে ধাক্কা দিয়ে প্রাইভেট কার পুকুরে
নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত অটোভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশের পুকুরে ছিটকে পড়ে প্রাইভেট কার। এ ঘটনায় দুই চালক আহত হয়েছেন। এদের মধ্যে ভ্যানচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে পেছন থেকে ধাক্কা মেরে পুকুরে পড়ে যায়। এতে ভ্যান ও প্রাইভেটকার চালক দুজনই আহত হন।  গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল মোল্লা জানান, ঘটনার পর থেকে প্রাইভেট কার চালক পলাতক রয়েছেন। প্রাইভেট কারটি উদ্ধারে কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৭ নভেম্বর, ২০২৩
X