বার কাউন্সিলে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বার কাউন্সিলের ওয়েব সাইটে এ ফল প্রকাশ করা হয়।   লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। আর উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পাবেন। এর আগে গত ১৭ নভেম্বর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ২২৯ জন। ২৩ ডিসেম্বর আইনজীবী হিসেবে সনদের অন্তর্ভুক্তির জন্য লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল। গত ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় পরীক্ষা।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

ইকরা ইসলামিক অ্যাকাডেমি মিলানের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
শিক্ষার্থীদের জন্য নতুন বছরে প্রধানমন্ত্রীর উপহারের নতুন বই বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সনদ প্রদানসহ পুরস্কার বিতরণ করেছে ইকরা ইসলামিক অ্যাকাডেমি। ইতালির মিলানের ভিয়া পাদভা মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সাব্বির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস কনসাল এ এস এম তাজ উল ইসলাম। সভাপতির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের প্রধান মাওলানা গাউসুর রহমান। অ্যাকাডেমির কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল হাফেজ কারি মৌলভি রবিউল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন, মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, একাডেমির কোষাধ্যক্ষ জুলহাস উদ্দিন আহমেদ, রুহুল আমিন রাহুলসহ অনেকে। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কনসাল জেনারেল এম জে এইচ জাবেদকে অ্যাকাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামী সংগীত ও কুরআন থেকে তেলাওয়াত করেন।
০৮ ফেব্রুয়ারি, ২০২৪

রাতেই ডিগ্রি ২য় বর্ষের ফলাফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টায় এ ফলাফল প্রকাশিত হবে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সারা দেশে ৭০২টি কেন্দ্রে ১ হাজার ৮৯৭টি কলেজের সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ৩৩১ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৯৪.৮ শতাংশ। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে।  
২৭ নভেম্বর, ২০২৩
X