ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনায় ফিলিস্তিন ইস্যু
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় শেখ হাসিনা ও রাইসির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ। ইরানকে ঠেকাতে কয়েকটি শক্তিধর দেশের কর্মকাণ্ড ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট রাইসি বলেন, নিষেধাজ্ঞা ও হুমকিকে সুযোগে পরিণত করে আজ ইরান উন্নত সামর্থ্য ও সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের সঙ্গে সঙ্গে সেগুলো আমরা বিনিময়ে প্রস্তুত আছি। বৈঠকে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সরকারের পূর্ণ সমর্থনের প্রতি ইঙ্গিত করেন রাইসি। পাশাপাশি মানবিক ও ইসলামি কর্তব্য হিসেবে ফিলিস্তিনিদের সমর্থন অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি। এ সময় ব্রিকসের নতুন সদস্যপদ লাভ করায় ইরানকে অভিনন্দনর জানান শেখ হাসিনা। বিভিন্ন অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণেও আগ্রহের কথা ব্যক্ত করেন তিনি। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর মাঝে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী থাকা সত্ত্বেও এ দেশের মানুষ শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বসবাস করেন। বর্তমানে চারদিনের সফরে দক্ষিণ আফ্রিকা রয়েছেন প্রধানমন্ত্রী। এই সফর শেষে তিনি ২৬ আগস্ট জোহানেসবার্গ ত্যাগ করবেন এবং ২৭ আগস্ট সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।
২৫ আগস্ট, ২০২৩
X