খলিলকে নিয়ে আশরাফুল আলম খোকনের ফেসবুক পোস্ট
সম্প্রতি গরুর মাংস কম দামে বিক্রি করে ব্যাপক পরিচিতি পেয়েছেন মাংস বিক্রেতা খলিলুর রহমান। রোজার প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রির ঘোষণা দেন তিনি। এতে তার দোকান ‘খলিল গোস্ত বিতানে’ ক্রেতাদের ঢল নামে। তাকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়। কেউ বলছেন, রাষ্ট্রীয় সুবিধা নিতে দাম কমিয়ে আলোচনায় থাকতে চেয়েছেন খলিল। আবার সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে নিম্নমানের মাংস দেওয়ার অভিযোগও ওঠে। ক্ষুব্ধ ক্রেতার সঙ্গে মারামারির ঘটনাও সামনে এসেছে। রাজধানীর উত্তর শাহজাহানপুরের এই মাংস ব্যবসায়ীর গতকাল রোববার একটি ফোনালাপ ফাঁস হাওয়ায় আরও সমালোচিত হয়েছেন। বিভিন্ন মহল থেকে তার এই বাধাও সৃষ্টি করার অভিযোগ রয়েছে। খলিলকে নিয়ে সোমবার (২৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ও সাংবাদিক আশরাফুল আলম খোকন। তিনি বলেন, একটা লোক কম দামে গরুর মাংস বিক্রি করছে। লোকজনও লাইন ধরে ধরে কিনছে, কারণ কেজিতে ১০০ টাকা কম। দেশব্যাপী আলোড়নও সৃষ্টি হয়েছে। এখন তাকে কীভাবে নিচে নামানো যায়, দোষত্রুটি খুঁজে বের করে ব্যবসা নষ্ট করা যায়, এজন্য একটা শ্রেণি উঠেপরে লেগেছে। এর মধ্যে ব্যবসায়ীরা তো আছেই, আরও আছে বিভিন্ন ইউটিউবার এবং কিছু মিডিয়া। খোকন বলেন, হওয়া উচিত ছিল উল্টোটা, আরও অনেককে এ কাজে উৎসাহিত করা। যাতে জনগণ উপকৃত হয়। আসলেই, সিন্ডিকেট খুব শক্তিশালী। আস্তে আস্তে ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে সবাইকে মাঠে নামাচ্ছে। হতাশা প্রকাশ তিনি বলেন, বেচারা হয়তো বেশিদিন টিকে থাকতে পারবে না। কোনোদিন দেখবেন, একটি চুরি, খুন, ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কাউকে কাবু করার সহজ রাস্তা। এদিকে ইতোমধ্যে আলোচিত মাংস বিক্রেতা খলিলুর রহমান ২০ রোজার পরে আর গরুর মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন। খলিলুর রহমান বলেন, মাংস ব্যবসায়ীদের জন্য এতকিছু করলাম, তারা এখন কেউ আমার পাশে নেই। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম এতদিন আমার কাছে থাকলেও এখন আর নেই। সরকারও আর আমার সঙ্গে নেই। ফলে আমি আর মাংস ব্যবসাই করব না। কথা দিচ্ছি, আগামী ২০ রমজানের পর আর খলিল মাংস বিতান থাকবে না। জীবনেও আর মাংস ব্যবসা করব না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান রোববার (২৪ মার্চ) বলেন, গরুর মাংস বিক্রেতা খলিল, নয়ন ও উজ্জ্বল এতদিন লোকসান দিয়ে মাংস বিক্রি করেছেন। গরুর দাম বেড়ে যাওয়ায় বর্তমানে মাংসের দামও বেড়ে গেছে। তাদের পক্ষে কম দামে আর মাংস বিক্রি করা সম্ভব নয়। এ পরিস্থিতিতে তারা কি করবেন, এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।
২৫ মার্চ, ২০২৪

ফেসবুক পোস্ট পিন করবেন যেভাবে
আমরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করি। যেখানে ব্যবহারকারীর জন্য রয়েছে নানা সুবিধা। তবে ফেসবুকের অনেক টুলস সম্পর্কে আমাদের তেমন কোনো জানা নেই।  প্রতিদিন আমরা একাধিক পোস্ট প্রকাশ করে থাকি। নতুন পোস্ট প্রকাশ করলেই আগের পোস্টগুলো নিচে চলে যায়। কিন্তু অনেকেই আগে প্রকাশ করা গুরুত্বপূর্ণ পোস্ট নিজেদের প্রোফাইলের ওপরের দিকে সব সময় প্রদর্শন করতে চান। কিন্তু পরেন না।  ফেসবুকের পোস্ট পিন সুবিধা কাজে লাগিয়ে চাইলেই নির্দিষ্ট পোস্ট নিজেদের প্রোফাইলের ওপরের দিকে সব সময় প্রদর্শন করা সম্ভব। এ জন্য জানতে হবে কিভাবে পোস্ট পিন করা হয়।  প্রোফাইলে পোস্ট পিন করার জন্য প্রথমে ফেসবুকে প্রবেশ করে প্রোফাইল অপশনে যেতে হবে। এরপর প্রোফাইলে থাকা যে পোস্টটি পিন করতে হবে সেই পোস্ট নির্দিষ্ট করে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এবার প্রদর্শিত অপশন থেকে ‘পিন পোস্ট’ নির্বাচন করলেই পোস্টটি প্রোফাইলে সবার ওপরে দেখা যাবে। চাইলে যেকোনো সময় পোস্ট আনপিনও করা যাবে। এ জন্য পিন করা পোস্টের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘আনপিন পোস্ট’ অপশন নির্বাচন করতে হবে।
১৩ জানুয়ারি, ২০২৪

অপুর মন্তব্যের পর বুবলীর ফেসবুক পোস্ট
ঢালিউড তারকা শবনম বুবলীকে ঘৃণা করেন বলে অকপটে জানালেন অপু বিশ্বাস। তবে শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীরকে তিনি খুব ভালোবাসেন। এমন মন্তব্য করেছেন একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে। আর এ মন্তব্য যে বুবলীও ভালোভাবে নেননি, সেটা বোঝা গেল তার একটি ফেসবুক পোস্টে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির ‘বলা না বলা’ নামের একটি অনুষ্ঠানে বিশেষ পর্বে অতিথি ছিলেন অপু বিশ্বাস। এ অনুষ্ঠানেই বুবলী প্রসঙ্গে জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন অপু। সঞ্চালক কামরুজ্জামান বাবুর বুবলী প্রসঙ্গে প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘আসলে উনাকে আমি ঘৃণা করি। এক বাক্যে এই কথাটি বললাম। উনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এ ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কী মন্তব্য, জানার সময়ও নেই। এক বাক্যে তাকে ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’ অপু বিশ্বাসের এমন মন্তব্য নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে নানা আলোচনাও তৈরি হয়েছে। সেই রেশ যেন বুবলীকেও ক্ষিপ্ত করেছে। বুধবার বিকেলে বুবলী ফেসবুকে লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়/ তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়?’ পোস্টে কারও নাম উল্লেখ না করলেও এটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ত্রিভুজ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে অপু বিশ্বাস ও শবনম বুবলী দ্বন্দ্ব অনেকদিন ধরেই শোবিজ পাড়ায় আলোচনার খোরাক জুগিয়েছে। দুই নায়িকার দ্বন্দ্বের কেন্দ্রে মূলত নায়ক শাকিব খান।
২৬ অক্টোবর, ২০২৩

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি / ফেসবুক পোস্ট সরিয়ে নিলেন সেই আ.লীগ নেতা
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে করা ফেসবুক পোস্ট মুছে দিলেন বাউফলের সেই আওয়ামী লীগ নেতা। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার ৪৮ ঘণ্টা আগে তিনি পোস্টটি সরিয়ে নেন। গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের এ সভা অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার নিজ আইডি থেকে ফেসবুকে পোস্টটি করেন। এ কারণে এরই মধ্যে জেলা আওয়ামী লীগ তাকে শোকজও করেছে। এমন সময় নিজের বহিষ্কার ঠেকাতে তিনি পোস্টটি সরিয়ে নেন। গত ৩০ সেপ্টেম্বর করা পোস্টে আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন তিনি। শোনা যাচ্ছে, হাইকমান্ডের চাপের মুখে পড়ে ওই পোস্টটি সরিয়ে নেন। ফেসবুক পোস্ট তুলে নেওয়ার পর আবদুল মোতালেব হাওলাদারের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি।
০৭ অক্টোবর, ২০২৩

পদে আছেন তবুও কমিটি বিলুপ্তি চেয়ে ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে মেনশন করে জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করার দাবি জানান তিনি। ফেসবুকে নয়ন লিখেছেন, ‘আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির মাধ্যমে জেলা ছাত্রলীগের প্রাণ ফিরিয়ে আনতে হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে অনুরোধ করব আপনারা কিশোরগঞ্জ এসে সম্মেলনের মাধ্যমে আমাদের নতুন কমিটি উপহার দিবেন।’  এর আগে গত ৬ সেপ্টেম্বর নয়ন লিখেছেন, ‘অভিভাবকহীন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ, মামা-ভাগ্নে মিলে নিজেদের ব্যক্তিস্বার্থে তাদের চরিত্রের পাশাপাশি সংগঠনের চরিত্রকে নিলামে তুলে দিচ্ছে।’ ফেসবুকে কমিটি বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়ে স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এজাজুল ইসলাম লিখেছেন, ‘অনেক শখ করে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর সামনে থেকে দেখতে চেয়েছিলাম। আমাদের কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকের জন্য এটা হলো না, ওনারা আসছেই প্রোগ্রাম শেষে। আমাদের কিশোরগঞ্জ জেলা কমিটির ব্যর্থতা এটা। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নতুন কমিটি দিয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগকে শক্তিশালী করার জন্য আকুল আবেদন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক শেখ ইনান ভাইয়ের কাছে।’  কেউ কেউ লিখেছেন, ‘মেয়াদ উত্তীর্ণ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন প্রগতিশীল নেতৃত্ব ফিরিয়ে আনার দাবি জানাই।’ এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন বলেন, ‘২০২০ সালের ১০ ফেব্রুয়ারি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত তিন সদস্যের একটি কমিটি প্রকাশ করে। ওই কমিটিতে আনোয়ার হোসেন মোল্লাকে সভাপতি, মোহাম্মদ ফয়েজ উমান খানকে সাধারণ সম্পাদক ও লুৎফর রহমান নয়ন (নিজ) সাংগঠনিক সম্পাদক করা হয়। ওই কমিটি এক বছরের জন্য অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। সেখানে নির্দেশনা ছিল এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। বর্তমানে ওই কমিটির মেয়াদ সাড়ে তিন বছরেরও বেশি হয়ে গিয়েছে। বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এখন পর্যন্ত কোনো কর্মী সমাবেশ বা বর্ধিত সভা করতে পারেনি। সকল উপজেলায় ও ইউনিটে সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে। সামনে সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলে আসছেন ছাত্রলীগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান কমিটির এমন কর্মকাণ্ডে ছাত্রলীগের নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আমি লুৎফর রহমান নয়ন সাংগঠনিক সম্পাদক হিসেবে এই দায় এড়াতে পারি না। আর সেই কারণেই কমিটি বিলুপ্ত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছি।’ নয়ন আরও বলেন, ‘বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ভাই লীগ নিয়ে ব্যস্ত, এইটা পকেট কমিটি অনুমোদিত হয়েছে। সংগঠনের কোনো কার্যক্রম নেই। আগামী সংসদ নির্বাচনে এই কমিটি দিয়ে নির্বাচন পরিচালনা করা সম্ভব না। কারণ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়েছে। আশা করছি জেলা, উপজেলাসহ প্রতিটি ইউনিটের কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সংগঠনের কেউ দায়িত্বে থাকা অবস্থায় সাংগঠনিকভাবে এমন কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে পারে কি না এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলা হবে।’
০৯ সেপ্টেম্বর, ২০২৩
X