খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে করা ফেসবুক পোস্ট মুছে দিলেন বাউফলের সেই আওয়ামী লীগ নেতা। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার ৪৮ ঘণ্টা আগে তিনি পোস্টটি সরিয়ে নেন। গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের এ সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার নিজ আইডি থেকে ফেসবুকে পোস্টটি করেন। এ কারণে এরই মধ্যে জেলা আওয়ামী লীগ তাকে শোকজও করেছে। এমন সময় নিজের বহিষ্কার ঠেকাতে তিনি পোস্টটি সরিয়ে নেন।
গত ৩০ সেপ্টেম্বর করা পোস্টে আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন তিনি। শোনা যাচ্ছে, হাইকমান্ডের চাপের মুখে পড়ে ওই পোস্টটি সরিয়ে নেন।
ফেসবুক পোস্ট তুলে নেওয়ার পর আবদুল মোতালেব হাওলাদারের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি।