যেখানে দুর্নীতি সেখানেই ফেসবুক লাইভ করতে বললেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যেখানে দুর্নীতি হবে সেখানেই ফেসবুক  লাইভের মাধ্যমে প্রতিবাদ করবেন। রাস্তার উন্নয়ন কাজে যদি দুর্নীতি হয় তাহলে স্থানীয় এমপিকে বলবেন, রাস্তার উন্নয়ন কাজে কাটিং কাটিং চলতেছে। তাতে যদি কাজ না হয় তখন আমাকে জানাবেন। আমি নিজে প্রতিবাদ করব।  শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার সুমন আরও বলেন, আমার একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। সবাইকে একত্রিত হয়ে দুর্নীতিকে বিদায় করতে হবে। খেলা শেষে তিনি বলেন, আমি এমপি হয়েছি চুনারুঘাট ও মাধবপুরের মানুষের ভোটে। পাঁচ বছরের জন্য আমাকে নির্বাচিত করা হলেও আজীবন ফুটবলের জন্য আমি সারা দেশে কাজ করব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলার ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা, খেলার পৃষ্ঠপোষক মাহবুব উদ্দিন সাচ্চু প্রমুখ। মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত থেকে মাহবুব উদ্দিন সাচ্চু ও ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যকার খেলাটি উপভোগ করেন। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
২৭ জানুয়ারি, ২০২৪

ডা. সংযুক্তার ফেসবুক লাইভ অনৈতিক
অপারেশন থিয়েটার থেকে ফেসবুক লাইভে এসে রোগীদের নিয়ে নানা প্রচার-প্রচারণা সম্পূর্ণ অনৈতিক বলে জানিয়েছে বিএমডিসির শৃঙ্খলা কমিটি। তারা বলছেন, ডা. সংযুক্তা সম্পূর্ণ অনৈতিক কাজ করেছেন। তিনি সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারেন না। গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয়ে সংগঠনের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী এসব কথা বলেন। ডা. এহতেশামুল বলেন, কোনো চিকিৎসকই রোগীর কনসার্ন ছাড়া তার ভিডিও প্রকাশ করতে পারেন না। এ ক্ষেত্রে সংযুক্তা সাহা যা করেছেন, তা সম্পূর্ণ অনৈতিক। ডা. সংযুক্তা সাহার নিবন্ধন নবায়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহতেশামুল হক বলেন, ডা. সংযুক্তা সাহা নিবন্ধন নবায়নের জন্য আবেদন করেছেন। তবে আবেদনের বিষয়ে এখনই সিদ্ধান্ত নয়। তার নিবন্ধন নবায়নের বিষয়টি ‘আপ হেল্ড’ করে রাখা হয়েছে। যদিও বিএমডিসি ওয়েবসাইটে ডা. সংযুক্ত সাহার নিবন্ধন আপডেট দেখাচ্ছে। তিনি আরও বলেন, ডাক্তার সংযুক্তা সাহার নিবন্ধন নেই বিষয়টি এমন নয়। তিনি বিএমডিসির নিবন্ধন করেছিলেন; কিন্তু ২০১০ সালের পর নবায়ন করেননি। তিনি নবায়নের জন্য অতি সম্প্রতি দু-এক দিনের মধ্যে আবেদন করেছেন। আমরা তার আবেদন বর্তমানে স্থগিত করে রেখেছি। আমরা দেখব, এ বিষয়ে আমাদের আইনে কী রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। সভার সিদ্ধান্ত প্রসঙ্গে বিএমএ মহাসচিব বলেন, গত ১৮ জুন সেন্ট্রাল হাসপাতালে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য উঠে এসেছে, সেগুলো আমরা বিএমডিসির নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করতে চাই। নির্বাহী কমিটি যদি সেই বিষয়ে কোনো করণীয় প্রয়োজন মনে করে, তাহলে তারা সেটা করবে।
২৪ জুন, ২০২৩
X