বকেয়া বেতন পাচ্ছেন নারী ক্রিকেটাররা
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে জয়ের পর আরও একটা সুখবর পেলেন জ্যোতি-ফারজানারা। দু-এক দিনের মধ্যে গত পাঁচ মাসের বকেয়া বেতন পাবেন তারা। বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটা আসলে সত্য। তবে আমি বিষয়টি জানতাম না, বেশি সময় পেরিয়ে গেছে। পাঁচ মাস আগে নতুনভাবে বেতনের তালিকা দিয়েছিলাম, এরপর বোর্ডে এপ্রুভ করার পরে হবে বেতন। আমরা তো দিয়ে দিয়েছি সব। আমাকে কেউ আসলে আর ইনফর্ম করেনি পরে।’ তিনি আরও বলেন, ‘এটা বোর্ড থেকেই পরে অ্যাকাউন্টসে পাঠানোর কথা। তবে মেয়েরা এটা নিয়ে কোনো কথা বলেনি, কোনো ইস্যু বানায়নি। তাদের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে। বোর্ডে আমার পক্ষ থেকে যা দেওয়ার সেটা আমি দিয়েছি। সিইওকে বলেছি দ্রুত এ সমস্যার সমাধান করতে। পাপন ভাইকেও জানিয়েছি, তিনি যে কোনোভাবে এটা সমাধানের নির্দেশ দিয়েছেন। আজ-কালের মধ্যেই মেয়েরা বকেয়া বেতন পেয়ে যাবে।’
১৪ নভেম্বর, ২০২৩
X