ভুটানে বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণে চুক্তি সই
শিগগির ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশের দূতাবাস ভবন নির্মাণের কাজ চালু হচ্ছে। গত সোমবার বাংলাদেশ দূতাবাস এবং নির্মাণকারী প্রতিষ্ঠান বজ্র বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে ভবন নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভুটান সরকার নিজ নিজ রাজধানীতে পরস্পরের দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ করেছে। থিম্পুর সুপ্রিম কোর্টের পাশে নতুন কূটনৈতিক এলাকা হেজো-সামতেলিংয়ে ভুটান সরকার বাংলাদেশের জন্য ১ দশমিক ৫ একর জমি দিয়েছে। ওই জমিতে নিজস্ব দূতাবাস ভবন নির্মাণের জন্য ২০১৭ সালের ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগোয়েল ওয়াংসুক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গতকাল বাংলাদেশ দূতাবাস ও বজ্র বিল্ডার্সের মধ্যে ভবন নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি সই হয়।
২৯ নভেম্বর, ২০২৩

ভুটানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণ চুক্তি সই
শিগগিরই ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণকাজ চালু হচ্ছে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ দূতাবাস এবং নির্মাণকারী প্রতিষ্ঠান ‘বজ্র বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’র সঙ্গে নিজস্ব ভবন নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভুটান সরকার নিজ নিজ রাজধানীতে পরস্পরের দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ করেছে। থিম্পুর সুপ্রিম কোর্টের পাশে নতুন কূটনৈতিক এলাকা হেজো-সামতেলিং এ ভুটান সরকার বাংলাদেশের জন্য ১ দশমিক ৫ একর জমি দিয়েছে। ওই জমিতে নিজস্ব দূতাবাস ভবন নির্মাণের জন্য ২০১৭ সালের ১৯ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগোয়েল ওয়াংসুক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় ভবন নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভুটানের নির্মাণকারী প্রতিষ্ঠান ‘বজ্র বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ নির্বাচিত হয়। সোমবার বাংলাদেশ দূতাবাস এবং বজ্র বিল্ডার্সের মধ্যে ভবন নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি সই হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় এবং বজ্র বিল্ডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জামশো। থিম্পুতে বাংলাদেশ ভবন নির্মাণ প্রকল্পটির সময় ধরা হয়েছে ১৮ মাস। এতে ১ দশমিক ৫ একর জমিতে দূতাবাস ভবন, রাষ্ট্রদূতের বাসভবন, স্টাফ কোয়ার্টার্স ও মাল্টিপারপাস হলো মোট ৪টি ভবন নির্মাণ এবং আনুষঙ্গিক কার্যাবলি সম্পাদিত হবে।
২৮ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ দূতাবাস
মালয়েশিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার গোলাম সারোয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের জন্য জীবন দেওয়া সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।  আরও পড়ুন : দেশ পুনর্গঠনে বঙ্গমাতা অনন্য ভূমিকা রেখে গেছেন : প্রধানমন্ত্রী এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাস প্রধান ফারহানা চৌধুরী ও শ্রম কাউন্সিলর সুমন কুমার দাস। অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জীবনীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় হাইকমিশনার মো. গোলাম সারোয়ার তার বক্তব্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে বাঙালি নারীদের মুক্তির পথ দেখানোর আর্দশ নারী হিসাবে আখ্যা দেন।  তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, সামাজিক ও বিশ্ব নেতা হওয়ার পিছনে বঙ্গমাতার ভূমিকা অনেক। একজন মা হিসেবে তিনি ছিলেন অনেক দায়িত্বশীল। সন্তানদের বিলাসী জীবন কাটানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তার সন্তানদের মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতো করে মানুষ করেন।  আরও পড়ুন : বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রামের নেপথ্যের প্রেরণাদানকারী বঙ্গমাতা : কাদের এ সময় মিনিস্টার শ্রম মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর তারিকুল ইসলাম, ভিসা কাউন্সিলর জি এম রাসেল রানা, পাসপোর্ট কাউন্সিলর কিয়ামুদ্দিন শ্রম কাউন্সিলর শরিফুল ইসলাম, শ্রম ১ম সেক্রেটারি জাহিদুর রহমানসহ দূতাবাসের কর্মকর্তা ও মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
০৮ আগস্ট, ২০২৩

সৌদির প্রবাসীদের জন্য নতুন সেবা চালু করল বাংলাদেশ দূতাবাস
সৌদি আরবের দাম্মাম শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান শুরু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) থে‌কে এ সেবা প্রদান শুরু হয়েছে। প্রথম দিনেই কয়েকশ বাংলাদেশি সেবা নিয়েছেন বলে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। আরও পড়ুন: অর্থমন্ত্রীর কাছে দূতাবাসের বিরুদ্ধে অভিযোগের পাহাড় মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণত অভিবাসীদের পাসপোর্ট রি-ইস্যু, ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হয়। এ ছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হুরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা দেওয়া হয়। এসময় অভিবাসীদের সুবিধার জন্য প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয় ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয়। দূতাবাসে সেবা গ্রহণ করতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদির আইন কানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। তাছড়া বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন সেবা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা অভিবাসীদের কাছে প্রচার করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা, বন্ড করাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। এসময় সেবা দেন দূতাবাসের বিভিন্ন উইং-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা। উল্লেখ্য, কনস্যুলার সেবা শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত দেওয়া হবে।
২৯ জুলাই, ২০২৩
X