জয়ে নিজেদের প্রস্তুতি সারল বার্সেলোনা
গত ২৮ জানুয়ারি প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন জাভি। এরপর থেকে বদলে বার্সেলোনা। টানা ১৩ ম্যাচ ধরে অপরাজিত স্প্যানিশ জায়ান্টরা। সবশেষ শনিবার দিবাগত রাতে কাদিজের বিপক্ষে ১-০ গোলের জয় পায় বার্সা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হবে বার্সা। এ জন্য মূল একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দেন বার্সার কোচ। এর প্রভাব ছিল ম্যাচে। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা। ম্যাচের ৩৭ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেলিক্স। এ জয়ে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে বার্সা। আর সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফেলিক্সের প্রশংসাও করে জাভি বলেন, ‘ফেলিক্স খুবই প্রতিভাবান খেলোয়াড়। সে দারুণ একটি ম্যাচ খেলেছে।’ এ দিকে ম্যাচ জয়ের নায়ক ফেলিক্স বলেন, ‘আমরা খুবই ভালো খেলেছি। এই মাঠে খেলা সহজ নয়। কিন্তু আমরা পরিশ্রম করেছি এবং এই তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল।’ তবে ম্যাচটিতে আরও বেশি নিয়ন্ত্রণ রাখা ছিল মনে করেন ফেলিক্স, ‘আমরা প্রত্যাশার চেয়ে বেশি ভুগেছি। আমাদের আরও ভালোভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করা উচিত ছিল।’ নিজের পারফরম্যান্সের মূল্যায়নে পর্তুগিজ তারকা বলেন, ‘দলকে সাহায্য করতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। সেটা একাদশে থেকে হোক কিংবা বদলি হিসেবে নেমে হোক। তবে সব খেলোয়াড়ই শুরুর একাদশে থাকতে চায়। আমি আরও বেশি খেলতে চাই। কারণ, আমার ধারণা আমি দলকে সাহায্য করতে পারব। তবে এই সিদ্ধান্ত কোচের ওপর।’
১৪ এপ্রিল, ২০২৪

কোয়ার্টার ফাইনালে আর্সেনাল ও বার্সেলোনা
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর থেকেই ক্লাবটির পারফরম্যান্সে ভাটার টান শুরু হয়। লম্বা সময় ধরে পারফরম্যান্সের ভগ্নদশা কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা। জাভি হার্নান্দেজ কোচ হওয়ার পর বার্সা একবার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারেনি। চার বছর পর এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। মঙ্গলবার রাতে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সা ৩-১ গোলে হারিয়েছে নাপোলিকে। জয় পেয়েছে আর্সেনালও। নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে জিতেছিল তারা। কিন্তু পোর্তোর মাঠে প্রথম লেগটা আর্সেনাল হেরে এসেছিল ১-০ গোলেই। ফলে দুই লেগ মিলিয়ে ১-১ সমতা থেকে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোল পায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। বার্সেলোনা প্রথম লেগে ১-১ গোলে নাপোলির মাঠে ড্র করেছিল। মঙ্গলবার নিজেদের মাঠে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে। ফারমিনিও লোপেস, জোয়াও ক্যানসেলো এবং রবার্ট লেভানডোভস্কি গোল করেছেন। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে জিতেছে জাভির দল। যারা গত দুই মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। শেষবার কোয়ার্টারে খেলেছিল ২০১৯-২০ সালে। বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছিল। মঙ্গলবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি। অসাধারণ খেলেছেন তিনি। কুবারসি কতটা ভালো খেলেছেন, সেটা বলতে গিয়ে বার্সা অধিনায়ক সের্জিও রবার্তো বলেন, ‘কুবারসি অবিশ্বাস্য। সে সত্যিই মাঠের সেরা খেলোয়াড় ছিল। এমন বয়সে সে সব সময়ই আমাদের বিস্মিত করে যাচ্ছে। আশা করি, সে যেন সারা জীবন বার্সাতেই খেলে। বিনয়ী, প্রতিভাবান এবং কঠোর পরিশ্রমী—এটাই তো লা মাসিয়ার খেলোয়াড়দের পরিচয়।’ কুবারসির বয়স মাত্র ১৭ বছর ৫০ দিন। বার্সার জয়ের পর সের্জিও রবার্তো আরও বলেছেন, ‘অসাধারণ একটা রাত। চার বছর ধরে আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারিনি। অবশেষে আমরা যেখানে খেলার যোগ্য, সেখানেই ফিরে এসেছি। এই মুহূর্ত উপভোগ করার মতোই।’ খুশি কোচ জাভি হার্নান্দেজও। এটা তার বার্সায় শেষ মৌসুম। নাপোলিকে হারিয়ে জাভি বলেন, ‘দারুণ ম্যাচ খেললাম। অনেক সমালোচনা শুনতে হয়েছে। আজ আমরা দেখিয়ে দিয়েছি যে ইউরোপে লড়ার ক্ষমতা রয়েছে আমাদের। ইউরোপের সেরা আট দলের মধ্যে আমরা রয়েছি। সেটা উপভোগ করতেই হবে।’
১৪ মার্চ, ২০২৪

পয়েন্ট হারাল বার্সেলোনা
লা লিগায় শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারতে হারতে কোনো রকমে ড্র করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভ্যালেন্সিয়া। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে হার এড়ায় তারা। রোববার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। ফলে ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকতে হচ্ছে তাদের। শনিবার জিরোনা হেরেছিল মায়োর্কার কাছে। রোববার বার্সেলোনা জিতলে তাদের পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠতে পারত। সে সুযোগ হারিয়েছে তারা। পয়েন্ট হারিয়ে হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। আমরা আক্রমণও ভালো করতে পারিনি। এই ম্যাচে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’
০৫ মার্চ, ২০২৪

এবার রিয়ালের জালে ৪ গোল দিল বার্সেলোনা
বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার নারী স্প্যানিশ সুপার কাপের ‘এল ক্লাসিকো’-তে ঠিক বিপরীত ঘটনা ঘটল। প্রতিযোগিতার সেমিফাইনালে রিয়ালের মেয়েদের ১ হালি গোলের লজ্জা দিয়েছে বার্সার মেয়েরা।  বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনার মেয়েরা। কাতালান জায়ান্টদের হয়ে জোড়া গোল করেন মারিয়ানো কালদেন্তি ও সালমা প্যারালুয়েল্লো।  দিবাগত রাতে মধুর এক প্রতিশোধ নিয়েছে বার্সেলোনা। নারীদের স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মেয়েদের হারিয়েছে কাতালানরা। প্রতিবারের মতো এবারও বার্সেলোনার বিপক্ষে জয়হীন রিয়াল নারীরা। ম্যাচের ৫২ মিনিটের মধ্যে ৪ গোলে পিছিয়ে পড়ে মাদ্রিদের দলটি।  ম্যাচের ১২ মিনিটে প্রথমবার এগিয়ে যায় বার্সেলোনা। কর্নার কিক থেকে জটলার মধ্যে বল পান মারিয়োনো কালদেন্তি। বল জালে জড়াতে কোনোরকম ভুল না করেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালমা প্যারালুয়েল্লো। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান এই স্প্যানিশ উইঙ্গার। ম্যাচের ৩৯ মিনিটের মাথায় ব্যবধান ৩-০ করেন কালদেন্তি। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কালদেন্তি।  বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া আক্রমণ চালায় রিয়ালের মেয়েরা। কিন্তু দ্বিতীয় আর্ধের শুরুতেই আবারও গোল হজম করে লস ব্ল্যাঙ্কোসরা। ৫২ মিনিটে আরও একটি গোল খেয়ে যায় তারা। সতীর্থের ক্রস থেকে শেষ গোলটি জালে জড়ান সালমা প্যারালুয়েল্লো। বাকি সময়ে গোল না হওয়ায় ৪-০ গোলে জিতে সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনার মেয়েরা। আগামী ২১ জানুয়ারি লেগানেসে নারী স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সা।  
১৮ জানুয়ারি, ২০২৪

আবারও মেসির সতীর্থ হচ্ছেন কুতিনহো
মার্কিন ফুটবল ক্লাব ইন্টার মায়ামিকে বলা হচ্ছে মিনি বার্সেলোনা। লিওনেল মেসি থেকে শুরু করে বার্সার বড় বড় সাবেক তারকারা এখন মায়ামির জার্সিতে। যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন অধিনায়ক আসার পর তার সাবেক দুই বার্সা সতীর্থ সার্জিও বুসকেটস ও জর্দি আলবা যোগ দিয়েছেন। বেশকিছু ম্যাচও একসঙ্গে খেলেছেন তারা। গত ডিসেম্বরে মেসি, বুসকেতস, আলবাদের সঙ্গী হন বার্সার আরেক সাবেক ফুটবলার লুইস সুয়ারেজ।  এবার ফিলিপে কুতিনহো মেজর লিগ সকারের (এমএলএস) যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’। গত সেপ্টেম্বর লোনে প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা থেকে কাতারি ক্লাব আল দুহাইলে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তবে আল দুহাইল চাইলে কুতিনহোকে কিনেও নিতে পারত। কিন্তু ক্লাবটিতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি ব্রাজিলের এই অ্যাটাকিং মিডফিল্ডার।  আল দুহাইলে নজর কাড়তে না পারায় ধারের মেয়াদ শেষে কুতিনহোকে অ্যাস্টন ভিলায় ফিরে যেতে বলা হয়। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৩-২৪ মৌসুমে চমক দেখিয়ে চলা (বর্তমানে পয়েন্ট তালিকার দুইয়ে আছে) ভিলার কোচ উনাই এমেরির পরিকল্পনায় তিনি আর নেই।  কুতিনহোকে নিয়ে আপাতত আলোচনায় আছে এমএলএসের দুটি ক্লাবের নাম-ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তবে মায়ামিতে সাবেক বার্সা সতীর্থ মেসি-সুয়ারেজরা থাকায় সেখানেই কুতিনহোর যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে মায়ামি কুতিনহোকে অ্যাস্টন ভিলার কাছ থেকে ধারে নেবে নাকি একেবারে কিনে নেবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি স্প্যানিশ সংবাদমাধ্যমটি।  
১০ জানুয়ারি, ২০২৪

তিন ম্যাচ জয়হীন বার্সেলোনা
টানা তিন ম্যাচ জয়হীন রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। জিরোনা ও রয়েল এন্টওয়ার্পের বিপক্ষে হারের পর এবার ড্র করেছে কাতালোনিয়ার দলটি। ভ্যালেন্সিয়ার মাঠে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারল না জাভি হার্নান্দেজের শিষ্যরা।  শনিবার (১৬ ডিসেম্বর) রাতে লা লিগার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। একের পর এক পয়েন্ট হারিয়ে রীতিমতো ধুঁকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে নেমে গেছে বার্সা।  ভালেন্সিয়ার মেস্তেলায় ৬৪ শতাংশ বল দখলের পাশাপাশি গোলপোস্টে ৮টি শট রাখে বার্সেলোনা। কিন্তু জালের দেখা পায় কেবল একটি শট। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হারায় ভ্যালেন্সিয়া। ১৮তম মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া রবার্ট লেভানডস্কির শট ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলকিপার। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় বার্সেলোনা। ৫৫ মিনিটে ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নেন রাফিনিয়া। দারুণ দক্ষতায় দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা জোয়াও ফেলিক্সকে পাস দেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ঠান্ডা মাথায় বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু লিড ধরে রাখতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৭০ মিনিটে মিডফিল্ডার হুগো গুইলামনের গোলে ১-১ সমতায় ফেরে ভ্যালেন্সিয়ার। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দুদল।   চ্যাম্পিয়ন্স লিগের পরে লা লিগায় জয় না পাওয়ায় বেশ চাপে রয়েছেন জাভি হার্নান্দেজ। বর্তমানে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জিরোনা। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ ও ৩৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ।  
১৭ ডিসেম্বর, ২০২৩

অচেনা প্রতিপক্ষের কাছে হারল বার্সেলোনা
যারা ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত খোঁজখবর রাখেন তাদের কাছেও রয়েল আ্যন্টওয়ার্প নামটা হয়তো অজানা। বেলজিয়ামের এই ক্লাবটির কাছে চ্যাম্পিয়নস লিগে হারের স্বাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিযোগতায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-২ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের দল।   বুধবার (১৩ ডিসেম্বর) রাতে অ্যান্টওয়ার্পের ঘরের মাঠ বোসইলস্টাডিওনে ৩-২ গোলে হেরেছে বার্সা। এই হারের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রেখেছে কাতালান জায়ান্টরা।  টুর্নামেন্টের শেষ ষোলো আগেই নিশ্চিত ছিলো বার্সার। তাই অ্যান্টওয়ার্পের বিপক্ষে অপেক্ষাকৃত তরুণ ফুটবলারদের বাজিয়ে দেখেন কোচ জাভি হার্নান্দেজ। তবে এদিন তার ট্যাকটিস কাজে লাগেনি। উল্টো অচেনা প্রতিপক্ষের কাছে ৩-২ গোলে হারের লজ্জায় পড়েছে বার্সেলোনা। যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো খেলবে বার্সেলোনা। খবরের শিরোনাম হতে পারত সেটিই। তবে অখ্যাত এই ক্লাবের কাছে হেরে এখন সেই শিরোনাম ঢাকা পড়ে গেল। এই হারে বার্সার শেষকিছু ম্যাচের পারফর্ম্যান্স নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।  ঘরের মাঠে ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় অ্যান্টওয়ার্প। তবে বার্সাকে ৩৫ মিনিটে সমতায় ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটের সময়ে আবারো এগিয়ে যায় অ্যান্টওয়ার্প। দারুণ এক গোল করেন জেনসেন। নির্ধারিত সময়েও লিড ধরে লাখে স্বাগতিকরা। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে বার্সাকে সমতায় ফেরান তরুণ ফুটবলার মার্ক গুইয়ু। কিন্তু পরের মিনিটে গোল করে বার্সার বিপক্ষে ৩-২ গোলের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে অ্যান্টওয়ার্প।  
১৪ ডিসেম্বর, ২০২৩

ফেলিক্সের গোলে অ্যাথলেটিকোকে হারাল বার্সেলোনা
স্প্যানিশ লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটিতে জোয়াও ফেলিক্সের অসাধারণ চিপ শটে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালান জায়ান্টরা। এ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। রোববার (৩ ডিসেম্বর) রাতে অলিম্পিক লুইজ কোম্পানি স্টেডিয়ামে ১-০ গোলে জয় পেয়েছে বার্সা। ম্যাচের ব্যবধান গড়ে দেন অ্যাথলেটিকো মাদ্রিদের ‘ঘরের ছেলে’ জোয়াও ফেলিক্স। গত গ্রীষ্মে অ্যাথলেটিকো থেকে এক মৌসুমের জন্য লোনে বার্সেলোনায় আসেন পর্তুগিজ ফরোয়ার্ড ফেলিক্স। চারটি মৌসুম ডিয়াগো সিমিওনের অধীনে খেললেও নিজেকে হারিয়ে খুঁজছিলেন এ তরুণ। তবে বার্সেলোনায় আসার পর থেকেই নিজেকে মেলে ধরেছেন ফেলিক্স। ম্যাচের ২৮ মিনিটের মাথায় রাফিনিয়ার পাস থেকে দুর্দান্ত চিপ শটে  গোলটি করেন ২৪ বছর বয়সী তারকা। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে জাভির দল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কাতালান জায়ান্টরা। পুরো ম্যাচে চারবার সিমিওনের শিষ্যরা গোলপোস্টে শট নিলেও ইনাকি পেনার কল্যাণে বেঁচে যায় বার্সা। চোটের কারণে গোলকিপার টের স্টেগানের জায়গায় দায়িত্ব সামলান পেনা। ১৫ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার চারে নেমে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে রয়েছে বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এফসি জিরোনা।
০৪ ডিসেম্বর, ২০২৩

আবারও পয়েন্ট খোয়াল বার্সেলোনা
আজকের ম্যাচে জয়লাভ করলেই কাতালান জায়ান্ট বার্সেলোনার সামনে সুযোগ ছিল অন্তত এক দিনের জন্য হলেও পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠা। তবে আজ লা লিগায় রায়ো ভায়েকানোর মাঠ থেকে কোনোমতে হার ঠেকিয়ে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে জাভি হার্নান্দেজের শিস্যরা। শনিবার (২৫ নভেম্বর) স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোর সাথে ১-১ গোলে ড্র করেছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। রায়ো ভায়োকানোর মাঠ এস্তাদিও দে ভালেসাসে মিডফিল্ডার উনাই লোপেজেরর গোল প্রথমার্ধেই এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে গিয়ে ডিফেন্ডার ফ্লোরিয়ানোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে কাতালানরা।  ঘরের মাঠে শুরুটা ভালো করে ভায়োকানো। প্রথম ১০ মিনিটে দুবার বার্সেলোনা গোলকিপার টের স্টেগেনের চোটে দলে জায়গা পাওয়া ইনাকি পেনার পরীক্ষা নেয় তারা। তবে তাদের প্রচেষ্টা  ব্যর্থ হয়।  প্রতিপক্ষের আক্রমণের ঝাপটা সামলে দুটি ভালো সুযোগ তৈরি করে বার্সেলোনা। তবে পেদ্রি ও লামিনে ইয়ামালের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন স্বাগতিক গোলরক্ষক।   ম্যাচের ৩৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। লোপেজের করা ফ্রিকিক থেকে বল জালে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হন ট্রেসো। তবে ফিরতি শটে জাল খুঁজে নিতে ভুল করেননি লোপেজ। এগিয়ে যাওয়ার পর রক্ষণে সতর্কতা বাড়ায় ভায়েকানো। যে কারণে বেশ কয়েকটি চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় বার্সা।  বিরতির পর বেশ কয়েকটি সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। তবে ৮২তম মিনিটে ভাগ্যের ছোঁয়ায় ম্যাচে ফেরে বার্সা। আত্মঘাতী গোলে সমতায় ফেরে পেদ্রি-লেভানডভস্কিরা। বার্সা ডিফেন্ডার বালদের বাড়ানো বলের লক্ষ্য ছিল লেভানডভস্কি। তবে পোলিশ স্ট্রাইকার বল স্পর্শ করার আগেই প্রতিপক্ষ ডিফেন্ডার ফ্লোরিয়ান ভুলে সেটি নিজেদের জালে পাঠিয়ে দেয়। পরবর্তীতে আর কোনো গোল না হলে সমতায় থেকে মাঠ ছাড়তে হয়ে জাভির শিস্যদের। এই ড্রয়ে ১৪ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩২। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। ১৯ পয়েন্ট নিয়ে ভায়েকানোর অবস্থান ৮ নম্বরে।
২৫ নভেম্বর, ২০২৩

বর্ণবাদ ইস্যু তদন্ত করবে বার্সেলোনা
এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হারা ম্যাচে বর্ণবাদী আচরণ সংক্রান্ত ইস্যু তদন্ত করবে বার্সেলোনা। ধারণা করা হচ্ছে, বরাবরের মতো বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এক বিবৃতিতে কাতালান ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে। স্পেনের মিডিয়ায় প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক বার্সেলোনা সমর্থক ‘বানর’ বলে ডাকাডাকি করছিলেন। এ সময় কলার খোসাসদৃশ কিছু একটা ছুড়ে মারতেও দেখা গেছে। বিষয়টিকে তদন্তের আতশিকাচের নিচে আনতে যাচ্ছে বার্সেলোনা। ‘বার্সেলোনা ফুটবল ক্লাব সবসময় ফুটবল, খেলাধুলার মূল্যবোধ রক্ষা এবং প্রতিপক্ষের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গির বিষয়ে সজাগ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে কোনো ধরনের বর্ণবাদী আচরণের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হবে’—সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছে বার্সেলোনা।
৩০ অক্টোবর, ২০২৩
X