বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার নারী স্প্যানিশ সুপার কাপের ‘এল ক্লাসিকো’-তে ঠিক বিপরীত ঘটনা ঘটল। প্রতিযোগিতার সেমিফাইনালে রিয়ালের মেয়েদের ১ হালি গোলের লজ্জা দিয়েছে বার্সার মেয়েরা।
বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনার মেয়েরা। কাতালান জায়ান্টদের হয়ে জোড়া গোল করেন মারিয়ানো কালদেন্তি ও সালমা প্যারালুয়েল্লো।
দিবাগত রাতে মধুর এক প্রতিশোধ নিয়েছে বার্সেলোনা। নারীদের স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মেয়েদের হারিয়েছে কাতালানরা। প্রতিবারের মতো এবারও বার্সেলোনার বিপক্ষে জয়হীন রিয়াল নারীরা। ম্যাচের ৫২ মিনিটের মধ্যে ৪ গোলে পিছিয়ে পড়ে মাদ্রিদের দলটি।
ম্যাচের ১২ মিনিটে প্রথমবার এগিয়ে যায় বার্সেলোনা। কর্নার কিক থেকে জটলার মধ্যে বল পান মারিয়োনো কালদেন্তি। বল জালে জড়াতে কোনোরকম ভুল না করেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালমা প্যারালুয়েল্লো। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান এই স্প্যানিশ উইঙ্গার। ম্যাচের ৩৯ মিনিটের মাথায় ব্যবধান ৩-০ করেন কালদেন্তি। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কালদেন্তি।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া আক্রমণ চালায় রিয়ালের মেয়েরা। কিন্তু দ্বিতীয় আর্ধের শুরুতেই আবারও গোল হজম করে লস ব্ল্যাঙ্কোসরা। ৫২ মিনিটে আরও একটি গোল খেয়ে যায় তারা। সতীর্থের ক্রস থেকে শেষ গোলটি জালে জড়ান সালমা প্যারালুয়েল্লো। বাকি সময়ে গোল না হওয়ায় ৪-০ গোলে জিতে সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনার মেয়েরা।
আগামী ২১ জানুয়ারি লেগানেসে নারী স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সা।
মন্তব্য করুন