যারা ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত খোঁজখবর রাখেন তাদের কাছেও রয়েল আ্যন্টওয়ার্প নামটা হয়তো অজানা। বেলজিয়ামের এই ক্লাবটির কাছে চ্যাম্পিয়নস লিগে হারের স্বাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিযোগতায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-২ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের দল।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে অ্যান্টওয়ার্পের ঘরের মাঠ বোসইলস্টাডিওনে ৩-২ গোলে হেরেছে বার্সা। এই হারের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রেখেছে কাতালান জায়ান্টরা।
টুর্নামেন্টের শেষ ষোলো আগেই নিশ্চিত ছিলো বার্সার। তাই অ্যান্টওয়ার্পের বিপক্ষে অপেক্ষাকৃত তরুণ ফুটবলারদের বাজিয়ে দেখেন কোচ জাভি হার্নান্দেজ। তবে এদিন তার ট্যাকটিস কাজে লাগেনি। উল্টো অচেনা প্রতিপক্ষের কাছে ৩-২ গোলে হারের লজ্জায় পড়েছে বার্সেলোনা। যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো খেলবে বার্সেলোনা। খবরের শিরোনাম হতে পারত সেটিই। তবে অখ্যাত এই ক্লাবের কাছে হেরে এখন সেই শিরোনাম ঢাকা পড়ে গেল। এই হারে বার্সার শেষকিছু ম্যাচের পারফর্ম্যান্স নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
ঘরের মাঠে ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় অ্যান্টওয়ার্প। তবে বার্সাকে ৩৫ মিনিটে সমতায় ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটের সময়ে আবারো এগিয়ে যায় অ্যান্টওয়ার্প। দারুণ এক গোল করেন জেনসেন। নির্ধারিত সময়েও লিড ধরে লাখে স্বাগতিকরা। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে বার্সাকে সমতায় ফেরান তরুণ ফুটবলার মার্ক গুইয়ু। কিন্তু পরের মিনিটে গোল করে বার্সার বিপক্ষে ৩-২ গোলের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে অ্যান্টওয়ার্প।
মন্তব্য করুন