বিএনপির অবরোধ সফলে কালীগঞ্জে মশাল মিছিল
বিএনপির ডাকা ৮ম দফায় ২৪ ঘণ্টার অবরোধ সফলে ঝিনাইদহের কালীগঞ্জে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খয়েরতলা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সদস্য আব্বাস উদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোকছুদুল মোমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক খোকা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা তপশিল বাতিল ও অবরোধ সফলে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, যদি জনগণের এক দফা দাবি এই সরকার মেনে না নিয়ে পূর্বের ন্যায় প্রহসনের ভোটারবিহীন নির্বাচন করতে চায়, তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। বাংলাদেশের জনগণ স্বচ্ছ নির্বাচন দেখতে চায়। ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এই অবৈধ তপশিল বিএনপি মানে না।
২৮ নভেম্বর, ২০২৩

বিএনপির অবরোধ সফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত ৭ম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ২য় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর কলাবাগান থেকে শুরু করে আনোয়ার খান মডার্ন হাসপাতাল পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আল মামুন, এম আরিফুর রহমান, কামরুল হুদা লুইস, এস এম রাবিদ হাসান, লিজা ইসলাম, মুন্নী ইসলাম, যুগ্ম সম্পাদক সাদেক খান, মানজিলা মাতুব্বর রীমি, সহসাধারণ সম্পাদক রেজাউল করিম সজিব, ভারপ্রাপ্ত সভাপতি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদল অরন্য ইসলাম, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আশিক, ইস্টার্ন বিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক ওসমান সরকার, ইউডা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাকিব হোসেন, নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন ইভান, গ্রিন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক হুমায়ূন ইসলাম নাহিদ, ইউল্যাব বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাব্বির, ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আহাদ হোসেন, যুগ্ম আহবয়ক আরিফুর রহমান আরিফ, ছাত্রনেতা জুলকার নাইন নাঈম, আল আমিন খান, তাওকির হোসেন, ইফতিখার হাসান টিপু, এমদাদুল হক সোহাগ, আল মাউল ইসলাম রনি, আরিয়ান ইসলাম জুয়েলসহ অর্ধ শতাধিক নেতারা।
২৭ নভেম্বর, ২০২৩

বিএনপির অবরোধ শুরু
‘একতরফা’ তপশিলের প্রতিবাদ এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় ষষ্ঠ দফায় দেশব্যাপী বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী এ অবরোধ চলবে। গত সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  ওইদিন রিজভী বলেন, বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী। আন্দোলনের ধারাবাহিকতায় গত রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করছে বিএনপি ও যুগপতের শরিকরা, যা মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায় শেষ হয়। এর আগে গত ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিনের হরতাল পালন করেছে বিএনপি ও এর মিত্ররা।
২২ নভেম্বর, ২০২৩

কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ
বিএনপি-জামায়াতে ডাকা পঞ্চম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাস্তায় টায়ার জ্বালিয়ে পালন করছেন বিএনপির নেতাকর্মী। বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের কদমতলি এলাকার এ কর্মসূচি পালন করে তারা। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোশতাক আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে সট‌কে প‌ড়ে অবরোধকারীরা। এর আগে সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কেও অবরোধের সমর্থনে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় ও অবরোধ পালনের আহবান জানান বিএনপির নেতাকর্মীরা। পুলিশ আসার আগেই বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে সটকে পড়েন। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার বিএনপির সদস্য সচিব ইসরাইল মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান পার্নেল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউর। অবরোধে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীব‌নে অবরোধে তেমন কোনো প্রভাব না পড়লেও দূর পাল্লার বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। চলাচল করছে ছোট ছোট যানবাহন।
১৫ নভেম্বর, ২০২৩

বিএনপির অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপির অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। অবরোধ মানুষ মানে না। অগ্নিসন্ত্রাস করে জনগণের আস্থা পাওয়া যাবে না। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেছেন। শনিবার (১১ নভেম্বর ) বিকেলে রংপুরের কালীগঞ্জের গোড়ল পুলিশ তদন্তকেন্দ্র উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘এক শ্রেণির মানুষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শান্তি নষ্ট করার পাঁয়তারা করছে। কেউ যাতে কোনোভাবে নির্বাচন বানচাল করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’ লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
১১ নভেম্বর, ২০২৩

আত্মগোপনে থেকে গাড়ি পোড়ানোই বিএনপির অবরোধ
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতারা আত্মগোপনে থেকে কর্মী ও সন্ত্রাসীদের টাকা দিয়ে গাড়ি পোড়ানো, মানুষের ওপর হামলা করাই তাদের অবরোধ কর্মসূচি। এগুলো রাজনৈতিক দলের কাজ না, সন্ত্রাসী সংগঠনের কাজ।’ গতকাল শুক্রবার রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সরকার সন্ত্রাসী, দুষ্কৃতকারীকে ধরতে বদ্ধপরিকর। জনগণকেও আহ্বান জানাব—তারা দেশ, জাতি, সমাজের শত্রু। তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।’ আগামীকাল থেকে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ নিয়ে প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘দুনিয়ার অন্য কোথাও কেউ হরতাল-অবরোধের নামে গাড়ি-ঘোড়া পোড়ায় না। আমরা যখন বিরোধী দলে ছিলাম কখনো গাড়ি-ঘোড়া পোড়াইনি, বড়জোর রিকশার চাকার বাতাস বের করে দিতাম। তবে বিএনপির অবরোধ কর্মসূচি এরই মধ্যে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবারও রাস্তায় ট্রাফিক জ্যাম হয়েছে।’ হাছান মাহমুদ বলেন, ‘২৮ অক্টোবর দেশে চূড়ান্ত অস্থিরতা তৈরি করতে না পেরে সেই একই মহল এখন গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যারা শ্রমিক নয়, কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে না, যাদের গাড়ি-ঘোড়া আছে, বড় ব্যাংক ব্যালান্স আছে, ঢাকায় সুন্দর ফ্ল্যাট আছে, তারাই শ্রমিক নেতা এবং অস্থিরতার পাঁয়তারার হোতা। তাদের কেউ কেউ শ্রমিকদের বেতন ২৫ হাজার টাকা দাবি করেছে। অথচ বিশ্ববিদ্যালয় থেকে পাস করে সরকারি বা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরিতে ঢোকে তারাও ২০ হাজার টাকার মতো বেতন পায়। বাস্তবতার নিরিখে এ দাবি আসলে গ্রহণযোগ্য নয়। এর আগে ওনাব নেতাদের সঙ্গে আলোচনায় নিবন্ধিত অনলাইনসহ মূলধারার গণমাধ্যমকে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
১১ নভেম্বর, ২০২৩

নেতারা আত্মগোপনে থেকে কর্মীদের দিয়ে গাড়ি পোড়ানোই বিএনপির অবরোধ : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা নিজেরা আত্মগোপনে থেকে কর্মী ও সন্ত্রাসীদের টাকা দিয়ে গাড়ি পোড়ানো, মানুষের ওপর হামলা করাই তাদের অবরোধ কর্মসূচি। এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ না, সন্ত্রাসী সংগঠনের কাজ। আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সরকার সব সন্ত্রাসী, দুষ্কৃতকারীকে ধরার জন্য বদ্ধপরিকর। পাশাপাশি জনগণকেও আহ্বান জানাব- এরা দেশ, জাতি, সমাজের শত্রু, মানুষের শত্রু, এরা হিংস্র হায়েনার চেয়েও খারাপ। তাই এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ নিয়ে তিনি বলেন, দুনিয়ার অন্য কোথাও কেউ হরতাল-অবরোধের নামে গাড়ি-ঘোড়া পোড়ায় না। আমরা যখন বিরোধীদলে ছিলাম কখনো গাড়ি-ঘোড়া পোড়াইনি, বড়জোর রিকশার চাকার বাতাস বের করে দিতাম। তবে বিএনপির অবরোধ কর্মসূচি ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। গতকালও (বৃহস্পতিবার) রাস্তায় ট্রাফিক জ্যাম হয়েছে। মানুষ অবরোধ পালন করছে না, বরং ভয়ের ভাবটাও কেটে যাচ্ছে। এ সময় পোশাকশ্রমিকদের বেতন ৫৬ শতাংশ বৃদ্ধি করে মাসিক ১২ হাজার ৫০০ টাকা করার পরও বহিরাগতদের দিয়ে এই খাতে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে উল্লেখ মন্ত্রী বলেন, ২৮ অক্টোবর দেশে চূড়ান্ত অস্থিরতা তৈরি করতে না পেরে সেই একই মহল এখন গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যারা শ্রমিক নয়, কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে না, যাদের গাড়ি-ঘোড়া আছে, বড় ব্যাংক ব্যালান্স আছে, ঢাকায় সুন্দর ফ্ল্যাট আছে, তারাই ‘শ্রমিক নেতা’ এবং অস্থিরতার পাঁয়তারার হোতা। তিনি বলেন, এদের কেউ কেউ শ্রমিকদের বেতন ২৫ হাজার টাকা দাবি করেছে। অথচ বিশ্ববিদ্যালয় থেকে পাস করে সরকারি বা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরিতে ঢুকে তারাও ২০ হাজার টাকার মতো বেতন পায়। অর্থাৎ বাস্তবতার নিরিখে এই দাবি আসলে গ্রহণযোগ্য নয়। গার্মেন্টস ইন্ডাস্ট্রিকেও তো বাঁচিয়ে রাখতে হবে, নাহলে বেতন কোথা থেকে দেবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, সে কারণে মালিক, শ্রমিক সবপক্ষের বসার পর প্রধানমন্ত্রী ১২,৫০০ টাকা এবং প্রতি বছর ৫ শতাংশ বেতন বৃদ্ধি নির্ধারণ করে দিয়েছেন। এরপর বেশিরভাগ শ্রমিকই সন্তুষ্ট হয়ে কাজে ফিরে গেছেন। কিন্তু কিছু কিছু জায়গায় বাইরের লোক গিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পুলিশ ভিডিও ফুটেজ দেখে অনেককে শনাক্ত করছে। সাংবাদিকদের অনুরোধ জানাই, শ্রমিকের বাইরে যারা আছে তাদের নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করার জন্য, কারণ এই বহিরাগতদের নাশকতারও পরিকল্পনা রয়েছে।
১০ নভেম্বর, ২০২৩

বিএনপির অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ
বিএনপির ডাকা তৃতীয় দফায় দেশব্যাপী অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে মিছিল শুরু করেন তারা।  মিছিলটি জাবির মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেইটে গিয়ে শেষ হয়। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায় ও দেশব্যাপী চলমান গণগ্রেপ্তার বন্ধ ও রাজবন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত ও সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব। এ ছাড়া জাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক,  ছাত্রদল নেতা সেলিম রেজা, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, জুবায়ের আল মাহমুদ, নাইমুল হাছান কৌশিক, রেজাউল আমিন, সোহানুর রহমান সুইট, রাজু হাসান রাজন, এম আর মুরাদ, নিশাত আব্দুল্লাহ, জিল্লু, মেহেদী, মাসুম ও মুজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, দেশনায়ক তারেক রহমানের আহ্বানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিস্ট সরকারের পতনের অবরোধে ছাত্রদল রাজপথে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না, দেশ ও দেশের মানুষের প্রয়োজনে রাজপথে রক্ত দিব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরে যাবো। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা মাঠে আছি। ভোটচোর সরকারের পতন ও মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল অতীতের ন্যায় রাজপথে থাকবে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, জনগণের ভোটাধিকার হরনকারী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির এক দফা দাবি আদায়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে ছাত্রসমাজ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্ররা ঘরে ফিরবে না। আমরা সবাইকে এই আন্দোলনে অংশগ্রহনের আহবান জানাই। এর আগে, একই দাবিতে সকাল সাড়ে আটটায় সাভারের রেডিও কলোনি এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
০৮ নভেম্বর, ২০২৩

কালীগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।  রোববার (৫ নভেম্বর) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় ও সদর উপজেলার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর এলাকা বড়বাড়িতে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে ও সড়কে বসে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহাসড়ক দিয়ে চলাচলকারী গাড়ি আটকে যায়।   কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক জানান, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফার দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কে অবরোধ করেছি, ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কর্মসূচি কালীগঞ্জে যথাযথভাবে পালন করা হবে। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ করির বলেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের বিষয়টি শুনেছি। পুলিশ সড়কে সতর্ক অবস্থায় রয়েছে । অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
০৫ নভেম্বর, ২০২৩

অপকর্ম করতেই ফের বিএনপির অবরোধ
বিএনপি অপকর্ম করতেই ফের অবরোধ কর্মসূচি দিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা। তাদের কিছু ভাড়া করা লোক আছে, দলের ভেতরে ট্রেনিংপ্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে, যাদের দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে। এসব অপকর্ম করার জন্য অবরোধ ডাকা হয়েছে। গতকাল শুক্রবার জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির বিশ্বস্ত ঠিকানা মন্তব্য করে তিনি বলেন, জাতির প্রধান দুশমন বিএনপি। দলটি যত খুশি অবরোধ করুক, তাতে সরকারের কিছু আসে যায় না। দিনটি উপলক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, শাহজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর সকাল ৮টায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে ওবায়দুল কাদের যান বনানী কবরস্থানে। সেখানে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে আওয়ামী লীগের পক্ষ থেকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। দিবসটি উপলক্ষে বনানী কবরস্থানে চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। জেলহত্যা দিবস স্মরণে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদলের নেতৃত্বে বিপুলসংখ্যক আইনজীবী নেতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তারাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটিতে রাজশাহীতে কামারুজ্জামানের কবরেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতিহা পাঠ, মিলাদ ও মোনাজাতেও অংশ নেন দলের নেতাকর্মীরা। সকালে কামারুজ্জামানের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন কামারুজ্জামানের পুত্র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। দিবসটিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। দিনের কর্মসূচির শুরুতে ভোরে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের বিভিন্ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়; উত্তোলন করা হয় কালো পতাকা।
০৪ নভেম্বর, ২০২৩
X