বিএনপির অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। অবরোধ মানুষ মানে না। অগ্নিসন্ত্রাস করে জনগণের আস্থা পাওয়া যাবে না। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেছেন। শনিবার (১১ নভেম্বর ) বিকেলে রংপুরের কালীগঞ্জের গোড়ল পুলিশ তদন্তকেন্দ্র উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘এক শ্রেণির মানুষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শান্তি নষ্ট করার পাঁয়তারা করছে। কেউ যাতে কোনোভাবে নির্বাচন বানচাল করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন