বিএসএমএমইউর নতুন উপাচার্য দীন মোহাম্মদ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। গতকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ। দীন মো. নূরুল হক বিদায়ী উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মার্চ। প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ ২৯ মার্চ থেকে কার্যকর হবে। উপাচার্য হিসেবে অধ্যাপক দীন মো. নূরুল হকের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক দীন মোহাম্মদ অবসরের সময় যে পদে ছিলেন, উপাচার্য পদে তিনি সেই পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তবে বিধি অনুযায়ী উপাচার্যের পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। অধ্যাপক দীন মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চক্ষু চিকিৎসক। চোখের চিকিৎসায় অবদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
১২ মার্চ, ২০২৪

বিএসএমএমইউর নতুন উপাচার্য হতে পারেন অধ্যাপক দীন মোহাম্মদ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগের দৌড়ে এগিয়ে আছেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ মার্চ। এরই মধ্যে ভিসি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগির এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। তবে আলোচনায় রয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদও। এ ছাড়া আলোচনায় রয়েছেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, স্নায়ুরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের রিজভী ও নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। অবশ্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক তার বিষয়ে আশাবাদী। তিনি গতকাল বলেন, কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাকে এ দায়িত্ব দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী আমাকে বিএসএমএমইউর উপাচার্য হিসেবে পছন্দ করলে প্রতিষ্ঠানকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করব। অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন। কিশোরগঞ্জের এ কৃতী সন্তান এলাকার লোকজনের কাছে ননী ডাক্তার নামে পরিচিত।
০৫ মার্চ, ২০২৪

বিএসএমএমইউর নতুন উপাচার্য : আলোচনায় স্বাস্থ্যের সাবেক ডিজি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য নিয়োগের গুঞ্জন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বরেণ্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে ঘিরে। বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ মার্চ। এরমধ্যেই ভিসি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর টেবিলে এ-সংক্রান্ত সারসংক্ষেপ পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি নাম শোনা যাচ্ছে- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বি‌শিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হকের। আলোচনায় রয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদও। পরের মেয়াদে তাকেও উপাচার্য হিসেবে দেখা যেতে পারে। আরও আলোচনায় রয়েছেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, স্নায়ুরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের রিজভী এবং নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হোসেনেরও কথা। শেষ পর্যন্ত কে বসেন বিএসএমএমইউর উপাচার্যের চেয়ারে এজন্য প্রজ্ঞাপনের অপেক্ষা করতে হবে। তবে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক তার বিষয়ে আশাবাদী। তিনি এই প্রতিবেদককে বলেন, কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী আমাকে বিএসএমএমইউর উপাচার্য হিসেবে পছন্দ করলে আমি প্রতিষ্ঠানকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করব।
০৪ মার্চ, ২০২৪
X