বিএসপিএ স্পোর্টস কার্নিভাল কাল শুরু
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) স্পোর্টস কার্নিভাল শুরু হচ্ছে আগামিকাল। সংগঠনের সদস্যদের মধ্যেকার এ ক্রীড়া প্রতিযোগিতার পাশে থাকছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী ওয়ালটন গ্রুপ। এবার ৭ ডিসিপ্লিনের ১০ ইভেন্টে খেলা হবে। ইভেন্টগুলো হচ্ছে— ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, দাবা, শুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। সব খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে। আগামীকাল সকাল সাড়ে ১১টায় বিএসপিএ কার্যালয়ে ক্যারম ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হবে এ আসর। প্রধান অতিথি হিসেবে স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করবেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন। প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্সআপের জন্যও। এ ছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও অর্থ পুরস্কার। গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে স্পোর্টস কার্নিভালের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম।
১৩ মে, ২০২৪

মঙ্গলবার শুরু হচ্ছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) স্পোর্টস কার্নিভাল শুরু হচ্ছে। সংগঠনের সদস্যদের মধ্যেকার এ ক্রীড়া প্রতিযোগিতার পাশে থাকছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী ওয়ালটন গ্রুপ। এবার ৭ ডিসিপ্লিনের ১০ ইভেন্টে খেলা হবে। ইভেন্টগুলো হচ্ছে— ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, দাবা, শুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। সব খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় বিএসপিএ কার্যালয়ে ক্যারম ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হবে এ আসর। প্রধান অতিথি হিসেবে স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করবেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন। প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্সআপের জন্যও। এ ছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও অর্থ পুরস্কার। রোববার (১২ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে স্পোর্টস কার্নিভালের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম।
১২ মে, ২০২৪

বিএসপিএর নেতৃত্বে রেজওয়ান-সামন
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪ এর রেজওয়ান উজ জামান রাজিব। সংস্থাটির সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত দৈনিক মানবজমিনের মো. সামন হোসেন। বুধবার (২৪ জানুয়রি) দেশের ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন এই সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ২০২৪ ও নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে হওয়া নির্বাচনে উপস্থিত ছিলেন সংগঠনটির ১৮৭ জন সদস্য। এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯ পদের ১৯ জন প্রার্থী।  ১৯ জনের কমিটিতে দুই সহসভাপতি কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর) ও সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক দেশ রুপান্তর)। যুগ্ম সম্পাদক ফয়সার মুহাম্মদ তিতুমীর (বিবিসি বাংলা) ও রেদওয়ান সুলতান শুয়েব (চ্যানেল ২৪)। অর্থ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. সামীউর রহমান (দৈনিক দেশ রুপান্তর)। দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমাদের সময়) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোরায়রা তামিম (একুশে টিভি)।  এবারের নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৯ জন কার্যনির্বাহী সদস্য। তারা হলেন- খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), তালহা বিন নজরুল (ফ্রিল্যান্সার), মো. আনোয়ার উল্লাহ (বাংলাদেশ পোস্ট), পরাগ আরমান (এটিএন বাংলা), মো. সাহাবউদ্দিন সাহাব (দৈনিক করতোয়া), রাশিদা আফজালুন নেসা (বাসস), আবু নোমান মো. উল্লাহ (অল আউট স্পোর্টস), রায়হান উদ্দিন রাসেল (দৈনিক কালবেলা) ও সজল কুমার মিত্র রিচার্ড (সময় টিভি) । বিএসপিএর আজীবন সদস্য বিমান ভট্টাচার্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের অন্য তিন সদস্য ছিলেন- মোফাখখারুল ইসলাম দিলখোশ, ইয়াহিয়া মুন্না ও জিয়াউদ্দিন সাইমুম।  
২৪ জানুয়ারি, ২০২৪

সাংবাদিকদের পুরস্কৃত করল বিএসপিএ
বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় টানা অষ্টমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো গতকাল। বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের মো. ইকরাম হোসাইন। ‘তওফিক আজিজ খান ট্রফি’র সঙ্গে ৫০ হাজার টাকা জেতেন তিনি। প্রথম রানারআপ রাহেনুর ইসলাম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মোহাম্মদ জুবাইর। বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন এবং সাবেক সভাপতি আব্দুল তৌহিদ, এএসএম রকিবুল হাসান, দুলাল মাহমুদ, মো. হাসান উল্লাহ খান রানা প্রমুখ। ২০২২ সালে এক্সক্লুসিভ রিপোর্ট বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন অলক হাসান। রানারআপ হয়েছেন মাসুদ আলম ও এ কে এম ফয়জুল ইসলাম। সিরিজ রিপোর্ট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মেহেদী হাসান নাঈম। রানারআপ হন মো. ইকরাম হোসাইন ও রাহেনুর ইসলাম। সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ জুবাইর। রানারআপ হয়েছেন ওয়াহিদ উল্লাহ বকুল এবং ডি. এম. সীমান্ত। ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মো. ইকরাম হোসাইন। রানারআপ হয়েছেন রিফাত মাসুদ এবং সাদমান সাকিব। ফিচার ও ডকুমেন্টরি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রাশেদুল ইসলাম। রানারআপ হয়েছেন বদিউজ্জামান মিলন ও রাহেনুর ইসলাম। ফিচার ও ডকুমেন্টরিতে ইলেকট্রনিক মিডিয়া বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রাজিবুল ইসলাম। রানারআপ হয়েছেন এসএম আশরাফুল আলম ও এস. কে. শাওন। ফটোগ্রাফি ক্যাটাগরিতে সেরা হয়েছেন সনি রামানি। রানারআপ হয়েছেন মীর ফরিদ এবং শামসুল হক টেংকু। অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ফিরোজ আলম, শেখ সাইফুর রহমান ও লুৎফুল হায়দার সোহাগকে সম্মাননা দেওয়া হয়।
২৬ নভেম্বর, ২০২৩
X