পুলিশের বাধায় পণ্ড ১২ দলের বিক্ষোভ সমাবেশ
পুলিশের বাধায় পণ্ড হয়েছে ১২ দলীয় জোটের ডাকা বিক্ষোভ সমাবেশ। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য নেতাকর্মীরা দাঁড়ালে বাধা দেয় পুলিশ। সরেজমিন দেখা যায়, সকাল ১১টার দিকে জোটের নেতাকর্মীরা সমাবেশের জন্য প্রেস ক্লাবের সামনের ফুটপাতে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ এসে তাদের ব্যানার ছিনিয়ে নেয় এবং জোট নেতাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পুলিশের কর্মকর্তা জোট নেতাদের বলেন, ‘আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কর্মসূচি করতে পারেন। এখানে আমাদের তরফ থেকে কোনো বাধা নেই। কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কর্মসূচি করতে দিতে পারি না।’ পরে নেতারা সেখান থেকে চলে গিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি পল্টন মোড় অভিমুখে মেহেরবা প্লাজার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে, হুমকি দিয়েছে। আজকে মানুষের কথা বলার কোনো অধিকার নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। সংকট উত্তরণে এই সরকারকে বিদায়ে চলমান আন্দোলন আরও বেগবান করতে হবে। জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বক্তব্য দেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, জাতীয় পার্টির (জাফর) আহসান হাবীব লিংকন, লেবার পার্টির ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ প্রমুখ।
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

সিপিবির দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ২ ও ৩ ফেব্রুয়ারি
আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়, ‘ডামি’ নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, খেলাপি ঋণ ও বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধার, দুর্নীতি-লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, ক্ষেতমজুরসহ সবার কাজের নিশ্চয়তা, বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধসহ দেশের অর্থনৈতিক ও জনজীবনের সংকট দূর করার দাবিতে আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি বিক্ষোভ-সমাবেশ করা হবে। এক বিবৃতিতে দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সব জেলা ও উপজেলায় সভা-সমাবেশের মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
২৯ জানুয়ারি, ২০২৪

ভোটের দিন বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রোববার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। শনিবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এ ঘোষণা দেন। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গতকাল (শুক্রবার) রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। আমরা আগেই বলেছি, এ রকম নানা নাশকতার ঘটনা ঘটছে। এ নাশকতাগুলো কারা ঘটাচ্ছে সেগুলো খুঁজে বের করতে হবে। নাশকতাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। সরকার নানা রকম ষড়যন্ত্র করছে এবং তার দায় বিরোধী দলের আন্দোলনের ওপর চাপিয়ে দিচ্ছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক বলেন, এ সরকারের পদত্যাগ এবং একটা বিশ্বাসযোগ্য নির্বাচন, মানুষের ভোটের অধিকারের দাবি ইতোমধ্যে একটি গণদাবিতে পরিণত হয়েছে। আগামীকাল মানুষ ভোট দিতে যাবে না। মানুষ এ ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করবে। সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
০৬ জানুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ এবং লিফলেট বিতরণ করেছে বিএনপি।  শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বড় বাজার ও এসএস রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিপির সদস্য জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  সাইদুর রহমান বাচ্চু বলেন, ৭ তারিখে এ সরকারের অবৈধ নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। নির্বাচন বাতিলের জন্য আমরা হরতাল অবরোধ করেছি। কিন্তু সরকার নাশকতা তৈরি করে বিএনপির নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছি। জনগণ আগ্রহ সহকারে আমাদের লিফলেট নিচ্ছে। ৭ তারিখের নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এ সময় জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিক সরকার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  পরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া ও চর হরিপুর বাজারে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতারা।
৩০ ডিসেম্বর, ২০২৩

হেফাজতের কাল বিক্ষোভ সমাবেশ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আগামীকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম। গতকাল বুধবার ঢাকার মিরপুরে জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্বশীলদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের নায়েবে আমির বাহাউদ্দীন জাকারিয়া। হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, হেফাজত নেতাকর্মীদের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং শিক্ষাব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিলের দাবিতে এ সমাবেশ করা হবে। সভায় ছিলেন মাহফুজুল হক, মুহিউদ্দিন রাব্বানী, আবদুর রব ইউসুফী, নাজমুল হাসান কাসেমী, জুনাইদ আল হাবিব, মনজুরুল ইসলাম আফেন্দী, আব্দুল কুদ্দুস মানিকনগর, জালাল উদ্দিন আহমদ, আজিজুল হক ইসলামাবাদী, ফজলুল করিম কাসেমী, মনির হোসাইন কাসেমী, লোকমান মাজহারী, মাসউদুল করীম, জাকির হোসাইন কাসেমী প্রমুখ।
০৭ ডিসেম্বর, ২০২৩

অবরোধের বিরুদ্ধে রাজশাহী জেলা আ.লীগের বিক্ষোভ সমাবেশ
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল, অবরোধের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার পুঠিয়া উপজেলার তারাপুর বাজারে এই কর্মসূচি পালন করা হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।  শান্তির সমাবেশে আব্দুল ওয়াদুদ বলেন, যারা হরতাল-অবরোধ দিয়ে দেশের অর্থনীতির ক্ষতি করছে, তারা আসলে বাংলাদেশের ভালো চায় না। বিএনপি-জামায়াত শান্তিপূর্ণ কর্মসূচির নামে যেভাবে অগ্নিসন্ত্রাস করছে, তা বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। ইতোমধ্যেই বাংলাদেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবে। শান্তি সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, সদস্য মো. গোলাম ফারুক, মো. রবিউল ইসলাম রবি, জেলা যুবলীগের পরিবেশবিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মিঠু, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নয়ন, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলীউজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফয়েজ আমিন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জুয়েল, পুঠিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মুক্তা, সাধারণ সম্পাদক রুবেল, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি মো. ইবাদুল্লাহ প্রমুখ। 
০৬ নভেম্বর, ২০২৩

সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৩০ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাবান মিয়া, রুহুন হাসান শরীফ, গোলাম মোস্তাফা রফিক, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, নির্মল ভট্টাচার্য রিংক প্রমুখ।  অনুষ্ঠানে হবিগঞ্জে কর্মরত, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পেশাগত কাজে সাংবাদিকদের হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।   
৩০ অক্টোবর, ২০২৩

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
দলীয় আমির ডা. শফিকুর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জ সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল নয়টার দিকে জেলার বিশ্বরোড এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। সদর উপজেলার আমির মাওলানা নজরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সদর উপজেলার বিশ্বরোডের খিলপাড়া থেকে শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, সদর উপজেলা নায়েবে আমীর নুরুদ্দিন, সাধারণ সম্পাদক বুরহানউদ্দিন সুমন, জেলা ছাত্র শিবিরের (উত্তর) সভাপতি মাহির ফয়সাল, শহর শাখার সহকারী সাধারণ সম্পাদক আবু নসর নায়েম, জামায়াত নেতা মাওলানা আবু হানিফ, আবদুল ওয়াহাব, আবদুর রহমান, সাবেক ছাত্রনেতা মুস্তাকিম বিল্লাহ, মাহফুজুর রহমান প্রমুখ।
০৫ অক্টোবর, ২০২৩

দেশের বিভিন্ন জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় জেলা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটক সব নেতাকর্মীকে মুক্তিদান, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির মো. আব্দুল করিমের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম ও মো. ফয়সাল কবির, ছাত্রশিবির জেলা সেক্রেটারি ওমর সানি, শহর জামায়াত সেক্রেটারী মো. আবু এইচ আকন্দ প্রমুখ। কুড়িগ্রাম কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে মিছিলটি শহরের কলাপাড়া মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাওলানা মোশাররফ হোসেন লোকমান, সদরের নায়েবে আমির মো. নুরুদ্দিন, সেক্রেটারি বুরহানউদ্দিন সুমন, সদরের কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুর রহমান, শহরের ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া, মাওলানা আবদুল কাইয়ুম, ইসলামী ছাত্রশিবির জেলা উত্তরের সেক্রেটারি শাহরিয়ার মাহমুদ শাকিল এবং জেলা দক্ষিণের সেক্রেটারি মাহবুবুর রহমান ফকির প্রমুখ। চাপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারি, জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক আবু বকর, জেলে নায়েবে আমির মাওলানা আব্দুস সবুরসহ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া জেলা কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াতসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মুহা. মোবারক হোসাইন, জেলা প্রচার সেক্রেটারি কাজী সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা সম্পাদক জুনায়েদ হাসান, জেলা অফিস সেক্রেটারি রাজিফুল হাসান বাপ্পি ও জেলা শিবির সভাপতি গোলাম সারওয়ার প্রমুখ। কুমিল্লা জেলা উত্তর কুমিল্লা উত্তর জেলা জামায়াত নেতা অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা এলাকায় বিক্ষোভ মিছিল হয়। পটুয়াখালী জেলা কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াতসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির অধ্যাপক মো. শাহ আলম। নাটোর জেলা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা নায়বে আমির অধ্যাপক ইউনুস আলীর নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, শহর আমির মাওলানা রাসেদুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাজেদুর রহমান। নোয়াখালী বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এবং আলেম - ওলামাসহ সব রাজবন্দিদের মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল জেলা শহর মাইজদীতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খন্দকার বিএসসি বিএডের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা নিজাম উদ্দিন ফারুক।  বিক্ষোভ মিছিল ও সমাবেশ আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অন্যতম নেতা জনাব ইসমাইল হোসেন মানিক, ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি ইমরান বিন মর্তুজা, শহর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউছুপ, শ্রমিক নেতা মাওলানা মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ মায়াজ, মাওলানা মোহাম্মদ আইয়ুব, এড আবদুল্লাহ আল রাকিব, দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মেম্বার প্রমুখ। ভোলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে আজ ২৫ সেপ্টেম্বর সকাল ৯টায় ভোলা সদর রোডে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সেক্রেটারি কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মো. হারুনুর রশিদ।  সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মনির। রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক জিয়াউল মোরশেদ চৌধুরী ভোলা সদর উপজেলা আমির মাও. কামাল হোসেন জেলা বাইতুল মাল সম্পাদক মো. বেলায়েত হোসেন। ভোলা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার। ভোলা পৌরসভার সেক্রেটারি মো. রুহুল আমিন। সদর উপজেলা সহকারী সেক্রেটারি আবুজাহান কবির ও জনাব মাওলানা আব্দুল বারী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি নাহিদ হাসান সেক্রেটারি মো. হাসনাইনসহ সদর উপজেলা ও ভোলা পৌরসভার নেতারা। মিছিল শেষে সদর রোডে এক প্রতিবাদ সভায় মিলিত হন। সভায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মো. হারুনুর রশিদ। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জামায়াত নেতারা বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে চরম দলন ও পীড়নের পথ বেছে নিয়েছে। জামায়াত নেতাদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছেন। তাদের নির্মতার হিটলার, মুসোলনিকেও হার মানিয়েছে। এ সরকারের শাসনামলে কথিত বিচারের নামে প্রহসনের মাধ্যমে ৫ জন শীর্ষ নেতাকে বিচারিক হত্যা, ৬ জনকে কারাগারে রেখে একের পর হত্যার পরও তাদের জিঘাংসা বন্ধ হয়নি বরং তারা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদেরকে বছরের পর বছর আটকে রেখেছে এবং সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বায়বীয় মামলা দিয়ে ইতিহাসের বর্বরতম নির্যাতন চালাচ্ছে। নেতাকর্মীরা আদালত থেকে জামিন লাভ করলেও সরকার তাদের মুক্তি দিচ্ছে না বরং মিথ্যা ও সাজানো মামলায় নেতাকর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করা হচ্ছে। আমরা অবিলম্বে এ সব জুলুম বন্ধের আহ্বান জানাই।  জামায়াত নেতারা বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থা, বিচার ও প্রশাসনিক প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ অবস্থায় জাতির মুক্তির জন্য জুলুমবাজ সরকারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। দেশ ও জাতিকে বাঁচাতে এ সরকারের পতনের বিকল্প নেই।  জামায়াত নেতারা, অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনরায় চালু করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
২৫ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীতে বিক্ষোভ সমাবেশ জামায়াতের
দলের আমির শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে গতকাল সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামী। একই দাবিতে আজ দেশের সব মহানগরে বিক্ষোভ-সমাবেশ হওয়ার কথা। ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর পান্থপথ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। জামায়াতের অভিযোগ, মিছিল শেষে সমাবেশে অতর্কিত হামলা, লাঠিচার্জ ও গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২৩
X