সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাবান মিয়া, রুহুন হাসান শরীফ, গোলাম মোস্তাফা রফিক, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, নির্মল ভট্টাচার্য রিংক প্রমুখ।
অনুষ্ঠানে হবিগঞ্জে কর্মরত, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পেশাগত কাজে সাংবাদিকদের হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
মন্তব্য করুন