দলীয় আমির ডা. শফিকুর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জ সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল নয়টার দিকে জেলার বিশ্বরোড এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
সদর উপজেলার আমির মাওলানা নজরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সদর উপজেলার বিশ্বরোডের খিলপাড়া থেকে শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, সদর উপজেলা নায়েবে আমীর নুরুদ্দিন, সাধারণ সম্পাদক বুরহানউদ্দিন সুমন, জেলা ছাত্র শিবিরের (উত্তর) সভাপতি মাহির ফয়সাল, শহর শাখার সহকারী সাধারণ সম্পাদক আবু নসর নায়েম, জামায়াত নেতা মাওলানা আবু হানিফ, আবদুল ওয়াহাব, আবদুর রহমান, সাবেক ছাত্রনেতা মুস্তাকিম বিল্লাহ, মাহফুজুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন