এস আলম গ্রুপে চাকরি, আবেদনের শেষ সময় ২৩ মে
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংস্থা এস আলম গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইলেক্ট্রিক্যাল বিভাগ ‘ডেপুটি ম্যানেজার/ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রাহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ২৩ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : এস আলম গ্রুপ পদ ও বিভাগের নাম : ডেপুটি ম্যানেজার/ম্যানেজার, ইলেক্ট্রিক্যাল (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্ট) আবেদনের বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : চট্টগ্রাম বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ০৮-১০ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৪ মে, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম কর্মক্ষেত্র : অফিস প্রার্থীর ধরন : শুধু পুরুষ আবেদনের শেষ তারিখ : ২৩ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিশ্ববিদ্যলয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএসসি) ডিগ্রি অন্যান্য যোগ্যতা : বৈদ্যুতিক সিস্টেম, প্রকল্প বাস্তবায়নে বৈদ্যুতিক নকশা পরিকল্পনা, বিভিন্ন কারখানায় পিএলসি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সমস্যা সমাধানে দক্ষতা থাকতে হবে। অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : এস আলম ভবন, ২১১৯ আসাদগঞ্জ, চট্টগ্রাম
১৮ মে, ২০২৪

অনিয়মের বেড়াজালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়
প্রশাসনিক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বিজ্ঞপ্তির এমন শর্ত ভঙ্গ করে জাল সনদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হল সুপারভাইজর সোহেল রানার বিরুদ্ধে। তথ্য-উপাত্তের ভিত্তিতে ইউজিসির কাছে অভিযোগও প্রমাণিত হয়েছে। ‘হল সুপারভাইজর’ পদে নিয়োগটি ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণপূর্বক যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটকে চিঠি ইস্যু করেছে ইউজিসি। জানা যায়, ২০২১ সালের ৮ নভেম্বর কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পদের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের জন্য ‘হল সুপারভাইজর’ পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। প্রকাশিত বিজ্ঞাপনে পদটির জন্য আবেদনকারীদের অন্যান্য যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা হিসেবে, (ক) সরকারি/ আধা সরকারি/ স্বায়িত্বশাসিত/ শিক্ষা প্রশাসনে প্রশাসনিক কাজে প্রশাসনিক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতার বলা হয়। ওই নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গত বছর বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেটে সোহেল রানা নামে এক ব্যক্তি ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম আলিম মাদ্রাসা থেকে কমম্পিউটার অপারেটর কাম হিসাব রক্ষক (খণ্ডকালীন) কাজের অভিজ্ঞতার সনদ দাখিল করে এ পদে নিয়োগ পান। আবেদনকারীদের সকল সনদ যাচাইয়ের পর যে তালিকা হয়, রেজিস্ট্রার দপ্তর থেকে সে তালিকা সংগ্রহ করেন জাহানারা মুক্তা নামে অপর এক আবেদনকারী। তাতে দেখা যায়, সোহেল রানা ২ বছর ১ মাসের অভিজ্ঞতার সনদ দাখিল করেছিলেন। তার মন্তব্যের কোঠায়, ‘আবেদনের (ক) শর্ত পূরণ করেননি’ মর্মে উল্লেখ ছিল। তা সত্ত্বেও সোহেল রানার নিয়োগ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা নামক একটি মেয়েদের হলের জন্য একজন পুরুষকে হল সুপারভাইজর করে নিয়োগ দেওয়াসহ নানা অসঙ্গতি নিয়ে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মুক্তা।  হল সুপারভাইজর পদে নিয়োগপ্রাপ্ত সোহেল রানা এখন রেজিস্ট্রার দপ্তরের আইন কর্মকর্তার সহকারী হিসেবে কাজ করছেন বলে একটি বিশ্বস্ত সূত্র জানায়। এদিকে এই নিয়োগের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য ও মাদরাসা অধ্যক্ষের একটি ভিডিও বার্তাসহ, শিক্ষামন্ত্রী ও ইউজিসির উপ-পরিচালক বরাবর নিয়োগ জালিয়াতির লিখিত অভিযোগ করেন একই পদে আবেদনকারী অপর চাকরিপ্রার্থী কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী জাহানারা মুক্তা। অভিযোগের অনুলিপি দেওয়া হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের বিভিন্ন দপ্তরে। অভিজ্ঞতা সনদটি যাচাইয়ের জন্য গত ২৯ ফেব্রুয়ারি গুজিয়াম আলিম মাদ্রাসার অধ্যক্ষকে চিঠি দেন কমিশন। মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের দেওয়া জবাবে ইউজিসির বিশ্লেষণে প্রতীয়মান হয়েছে, প্রকাশিত বিজ্ঞাপণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ‘হল সুপারভাইজর’ পদে নিয়োগটি ত্রুটিপূর্ণ। গত ১৭ এপ্রিল পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, ‘সম্পূর্ণ ব্যক্তিগত খাত হতে সম্মানি দেওয়া হয় এমন খণ্ডকালীন কাজের অভিজ্ঞতার সনদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত/স্থায়ী পদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়ার সুযোগ আছে কিনা সেটি বিবেচ্য। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিন্ডিকেটে বিষয়টি উপস্থাপন করে সিদ্ধান্ত গ্রহণপূর্বক যথাযথ ব্যবস্থা নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং কমিশনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’ ওই নিয়োগের পরপরই একজন গণমাধ্যমকর্মীর ধারণ করা একটি ভিডিও রেকর্ড এসেছে কালবেলার হাতে। এতে দেখা যায়, ওই গণমাধ্যমকর্মী গুজিয়াম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনকে প্রশ্ন করেন, ‘সোহেল রানা নামে কোনো ব্যক্তি এই প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর কাম হিসাবরক্ষক কর্মরত ছিলেন কিনা, এমন প্রশ্নে অধ্যক্ষ বলেন, এ নামে কেউ নেই, ছিলেন না।’ এ বিষয়ে জানতে চাইলে এবার সুর পাল্টে অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি তো (সোহেল রানা) এখানে পার্টটাইম কাজ করতেন। নাম প্রকাশে একাধিক শিক্ষক-কর্মকর্তা বলেন, নিয়োগপ্রাপ্ত ওই সোহেল রানার শিক্ষাজীবনে এইচএসসি পাস করেছেন জিপিএ ২.৮০ পেয়ে এবং বেসরকারি ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে সিজিপিএ ২.৮৬ পেয়ে স্মাতক পাস করেন। অথচ তার চেয়ে অনেক ফল অর্জন করা আবেদনকারীরাও কেন বাদ পড়েছেন, তার পেছনে রহস্যজনক কারণ আছে। নামপ্রকাশে অনিচ্ছুক ইউজিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, কমিশনের কাছে তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয়েছে। যেহেতু নিয়োগকারী কর্তৃপক্ষ সিন্ডিকেট, তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিন্ডিকেটকেই নিয়োগ বাতিল করতে হবে।   অভিযোগকারী জাহানারা মুক্তা বলেন, অবৈধপন্থা অবলম্বন করে অর্থের বিনিময়ে জাল সনদে সোহেল রানাকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এজন্যই বিভিন্ন তথ্যউপাত্ত সরবরাহ করে ইউজিসি বরাবর লিখিত অভিযোগ করেছি। উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ত্রুটিপূর্ণ হয়নি জানিয়ে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইউজিসি বলেছে, সিন্ডিকেটে নিয়ে যাও, ইউজিসির কথামতো আমরা সিন্ডিকেটে নিয়ে যাব। সিন্ডিকেট সদস্যরা যে মত দেবে, তাতে যদি কারও চাকরি থাকে থাকবে, না থাকলে থাকবে না। কারও প্রতি আমাদের আলাদা পক্ষপাত নেই।
১৪ মে, ২০২৪

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ‘প্রভাষক’ পদে একাধিক কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন আগামী ২৯ মে পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা চাকরির ধরন : স্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : খুলনা আবেদন শুরুর তারিখ : ০৯ মে, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ২৯ মে, ২০২৪ (রাত ১২টা) পর্যন্ত ১. বিভাগের নাম : বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পদের নাম : প্রভাষক অনুষদ : কৃষি  বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯) ২. পদ নাম : প্রভাষক বিভাগের নাম : একোয়াকালচার অনুষদ : ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস  বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)  শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ১) সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ২) সংশ্লিষ্ট অনুষদ/বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। ৩) সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা সমমান পরীক্ষায় মেধাভিত্তিক শীর্ষ ১০% ছাত্র/ছাত্রী প্রভাষক পদে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। বি.দ্র. নিয়োগ প্রার্থীদের জন্য শর্তাবলী ও জ্ঞাতব্য বিষয়সমূহ ক্ষেত্র বিশেষ প্রযোজ্য হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের ঠিকানা : রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (অস্থায়ী অফিস : বাড়ি নং- ২০০, রোড নং-১২, ১ম ফেইজ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনা- ৯১০০)
১৩ মে, ২০২৪

নবীনদের চাকরির সুযোগ দিচ্ছে র‌্যাংগস, পদসংখ্যা ২৫
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অ্যাসিস্ট্যান্ট/সেলস অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৮ মে পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড পদের নাম : সেলস অ্যাসিস্ট্যান্ট/সেলস অফিসার আবেদনের বয়সসীমা : ২৪ থেকে ৩২ বছর  পদসংখ্যা : ২৫টি   কর্মস্থল : বাংলাদেশের যে কোনো জায়গায়  বেতন : ১৮,০০০- ২২,০০০ টাকা (মাসিক) অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে নতুনরাও আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১২ মে, ২০২৪ চাকরির ধরন : ফুল টাইম  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ১৮ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সম্মান ডিগ্রি অন্যান্য দক্ষতা : শপ/শোরুমে কাজের দক্ষতা থাকতে হবে। অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : মানবসম্পদ বিভাগ, সোনারতরী টাওয়ার, ৫ম তলা, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-১০০০
১২ মে, ২০২৪

মালয়েশিয়াগামীদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি
মালয়েশিয়া যেতে আগ্রহী অভিবাসী কর্মীদের সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া যেতে আগ্রহী অভিবাসী কর্মীদের জানানো যাচ্ছে যে, বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশসহ ১৪টি কর্মী পাঠানো দেশ থেকে আগামী ৩১ মে-র মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে। বিজ্ঞপ্তিতে মালয়েশিয়া গমনে আগ্রহীদের সতর্ক করে বলা হয়, এ অবস্থায়, মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদের মালয়েশিয়া সরকার প্রদত্ত E-VISA, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইনসের ভ্রমণ টিকিটসহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই-বাছাই করে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা যাচ্ছে। মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা। এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোনো উপযুক্ত ডকুমেন্ট/রসিদ বা ব্যাংক হিসাব ছাড়া অন্য কোনোভাবে লেনদেন না করার জন্যও অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পরবর্তী সময়ে মালয়েশিয়ান সরকার সময় বৃদ্ধি বা নতুন কোটা প্রদান করলে তা যথাযথভাবে অবহিত করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
১০ মে, ২০২৪

আইপিডিসি ফাইন্যান্সে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ রয়েছে নানা সুবিধা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ‘ডেপুটি হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩১ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড পদের নাম : ডেপুটি হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন পদসংখ্যা : ০১টি বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : ঢাকা বেতন : আলোচনা সাপেক্ষে  অভিজ্ঞতা : ৮ থেকে ১০ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৭ মে, ২০২৪ কর্মক্ষেত্র : অফিস প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মঘণ্টা : ফুল টাইম আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০২৪  শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি দক্ষতা ও অভিজ্ঞতা : ভালো আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, দল ব্যবস্থাপনা অন্যান্য সুবিধা : পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। ঠিকানা : হোসনা সেন্টার (৪র্থ তলা), ১০৬ গুলশান এভিনিউ, ঢাকা- ১২১২
০৭ মে, ২০২৪

বন অধিদপ্তর ফরেস্টার পদে লোক নেবে ৭৮ জন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৯ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের নাম : বন অধিদপ্তর পদের সংখ্যা : ০১টি  লোকবল নিয়োগ : ৭৮ টি  পদের নাম : ফরেস্টার পদসংখ্যা : ৭৮টি  বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) শিক্ষাগত যোগ্যতা :  ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি  উচ্চতা : ১৬৩ সে.মি ও বুকের মাপ ৭৬ সে.মি.  বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক, অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কোড নং-৬/৪৫৩১/০০০০/৮৮৩১ খাতে ট্রেজারি/সাবট্রেজারি বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমাকৃত ২০০ টাকার ট্রেজারি চালানের মূল কপি আবেদন ফরমের সাথে অবশ্যই জমা দিতে হবে।  যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই : ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগরাছড়ি, রাঙ্গামাটি, খুলনা, ঝালকাঠী, পিরোজপুর ও পটুয়াখালী জেলা। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ৩০ মে ২০২৪
০১ মে, ২০২৪

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৬৩৮ জনের বড় নিয়োগ
রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এই অধিদপ্তরে ১৩ ক্যাটাগরিতে মোট ৬৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৯ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : প্রাণিসম্পদ অধিদপ্তর  পদ ও জনবল : ১৩টি ও ৬৩৮ জন আবেদন শুরুর তারিখ : ১৮ এপ্রিল ২০২৪, সকাল ৯ টা আবেদনের শেষ সময় :  ১৯ মে ২০২৪, রাত ১২ টা পর্যন্ত ১. পদের নাম : ক্যাশিয়ার পদসংখ্যা : ৫৪টি যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন হতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ২. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ৪৬১টি যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৩. পদের নাম : ল্যাবরেটরি টেকনিশিয়ান (নিম্ন স্কেল) পদসংখ্যা : ৩৯টি যোগ্যতা : বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন হতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৪. পদের নাম : স্টোরকিপার পদসংখ্যা : ৪টি যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন হতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৫. পদের নাম : সহকারী স্টোরকিপার/সহকারী গুদামরক্ষক পদসংখ্যা : ৪টি যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন হতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৬. পদের নাম : ড্রাইভার পদসংখ্যা : ৪৯টি যোগ্যতা : অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৭. পদের নাম : ড্রাইভার ট্রাক্টর পদসংখ্যা : ৫টি যোগ্যতা : অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৮. পদের নাম : মিল্ক ভ্যান ড্রাইভার পদসংখ্যা : ২টি যোগ্যতা : অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৯. পদের নাম : ট্রাক ড্রাইভার পদসংখ্যা : ৬টি যোগ্যতা : অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং (ভারী) লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ১০. পদের নাম : ড্রাইভার (ট্রলি) পদসংখ্যা : ৪টি যোগ্যতা : অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং (ভারী) লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ১১. পদের নাম : ড্রাইভার (লরি) পদসংখ্যা : ৪টি যোগ্যতা : অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং (ভারী) লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ১২. পদের নাম : পিকআপ ড্রাইভার পদসংখ্যা : ২ যোগ্যতা : অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং (হালকা/ভারী) লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ১৩. পদের নাম : ড্রাইভার পাম্প/পাম্প চালক পদসংখ্যা : ৪টি যোগ্যতা : সংশ্লিষ্ট ট্রেডে অন্যূন এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) আবেদনের বয়সসীমা : ১৯ মে, ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। যেভাবে আবেদন করবেন : আগ্রহী যোগ্য প্রার্থীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা বরাবর ২০০ টাকা (অফেরতযোগ্য) ট্রেজারি চালানের (কোড নম্বর ১-৪৪৪১-০০০০-২০৩১ অথবা ১৪৪০৪০১-১২৩৭৫৪-১৪২২৩২৬) মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনপত্রের সঙ্গে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
১৮ এপ্রিল, ২০২৪

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে নিয়োগ, সাপ্তাহিক ছুটি ২ দিন
বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড পদ ও বিভাগের নাম : এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আবেদনের বয়সসীমা : ২৫ থেকে ৩০ বছর পদসংখ্যা : ০১টি কর্মস্থল : ঢাকা বেতন : আলোচনা সাপেক্ষে  অভিজ্ঞতা :  ১ থেকে ৪ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল, ২০২৪ উৎসব বোনাস : বছরে ২টি কর্মক্ষেত্র : অফিস প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মঘণ্টা : ফুলটাইম আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪ অন্যান্য সুবিধা : পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ ছুটি, বিমা, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। ঠিকানা : হোসনা সেন্টার (৪র্থ তলা), ১০৬ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২
১৫ এপ্রিল, ২০২৪

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পৃথক চারটি শূন্য পদে ১৬ জনকে নিয়োগ দেবে মন্ত্রণালয়টি। পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা: ০২ টি বেতন: ১১,০০০-‍২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের নাম: কম্পিউটার অপারেটর পদের সংখ্যা: ০১টি  বেতন: ১১,০০০-‍২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।  বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর পদের নাম: ক্যাশিয়ার পদের সংখ্যা: ০১টি  বেতন: ১০,২০০-‍২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।  বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর পদের নাম: অফিস সহায়ক পদের সংখ্যা: ১২টি  বেতন: ৮,২৫০-‍২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর চাকরির ধরন: অস্থায়ী  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ ২২৩ টাকা এবং ৪ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। বয়সসীমা: ১ এপ্রিল ২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই http://ptd.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৫ এপ্রিল, ২০২৪
X