কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ১০:৪৮ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ৫০ বছরের পুরোনো

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল বেল-২১২ মডেলের। ছবি : সংগৃহীত
রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল বেল-২১২ মডেলের। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ৪০ থেকে ৫০ বছরের পুরোনো বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সোমবার (২০ মে) সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

রাইসিকে বহনকারী বেল ২১২ মডেলের হেলিকপ্টারটি গত রোববার (১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়। এ ঘটনায় রাইসিসহ হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট গ্লোবালের ২০২৪ ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি অনুসারে, বেল মডেলের কতটি হেলিকপ্টার ইরান ব্যবহার করছে তা স্পষ্ট নয়, তবে ইরানের বিমানবাহিনী এবং নৌবাহিনীর বহরে এই মডেলের ১০টি হেলিকপ্টার রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসলামি বিপ্লব সংঘটিত হওয়ার আগে শাহের আমলে বেল এবং আগুস্তা হেলিকপ্টারগুলোর একটি বড় ক্রেতা ছিল ইরান। এই কারণে ওই সময় মধ্যপ্রাচ্যের বৃহত্তম সামরিক হেলিকপ্টার শক্তি হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের এই দেশটি।

পশ্চিমা রিপোর্ট অনুসারে, বর্তমানে ইরানের নৌবহরে রয়েছে ইতালীয়-নির্মিত নৌ-সংস্করণ অগাস্টা বেল এবি-২১২।

ইরান ছাড়াও বেল-২১২ মডেলের হেলিকপ্টার ব্যবহার করছে জাপানের কোস্টগার্ড, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা এবং ফায়ার বিভাগ। এ ছাড়াও থাইল্যান্ডের জাতীয় পুলিশ এই মডেলটির হেলিপ্টারটি ব্যবহার করছে।

এদিকে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সোমবার (২০ মে) মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন তিনি।

এক বিবৃতিতে খামেনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী মোখবার নির্বাহী বিভাগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে তিনি আইন ও বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে কাজ করবেন।

এ ছাড়া ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলি বাগেরি কানিকে নিয়োগ দেওয়া হয়েছে। ইরানের মন্ত্রিসভা তাকে মনোনীত করেছে। সোমবার ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদোরি জাহরোমি এ ঘোষণা দেন। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে আলি বাগেরি উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের স্থলাভিষিক্ত হলেন।

প্রসঙ্গত, হেলিকপ্টার দুর্ঘটনার ইরানের প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস, তারিখ ঘোষণা

অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে সংবাদ সংগ্রহে পরিচালকের নিষেধাজ্ঞা

এক টেবিলে বিএনপির হেভিওয়েট ৫ মনোনয়নপ্রত্যাশী 

ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্নতায় ডিএসসিসি

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই : মির্জা ফখরুল

সেই ভিক্ষুকের ঘরে মিলল আরও এক বস্তা টাকা

শিশুর উচ্চতা বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন এই ৪ জিনিস

রাজধানীর আরও বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গোসলে নেমে প্রাণ গেল ৩ বোনের

১০

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ

১১

ইশরাকের সঙ্গে বাগদান নিয়ে হবু স্ত্রীর স্ট্যাটাস

১২

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

১৩

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি : দুদু

১৪

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

১৫

কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে দুঃখের গল্প শোনালেন মারুফা

১৬

আমি কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘দুষ্টুও’: মনামী ঘোষ

১৭

ডিরেক্টর আর্টিস্ট পয়দা করতে পারে না : যাহের আলভী

১৮

মক্কা থেকে যা বললেন ফারহান

১৯

ইমা অ্যাওয়ার্ডে ‘নিশি’

২০
X