মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ইউরোপ ও উন্নত বিশ্বে শ্রমবাজার সম্প্রসারণে ‘রাবিডে’র আত্মপ্রকাশ
ইউরোপ ও উন্নত বিশ্বে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘রিক্রুটিং এজেন্সিস অব বাংলাদেশ ফর ইউরোপ অ্যান্ড ডেভেলপ কান্ট্রিস (রাবিড বা আরএএবিইডি)।  রোববার (২৩ জুলাই) রাজধানীতে রাওয়া কনভেনশনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।  এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হীরক বর্ণালী ওভারসিজের আব্দুল আজিজ, মানহালি ওভারসিজের বিগ্রেডিয়ার জেনারেল (অব) হাবিবুল করিম, অপরাজিতা ওভারসিজের আরিফুর রহমান, আল আকসা ইন্টারন্যাশনালের কলি বিশ্বাস।   সংশ্লিষ্টরা জানান, শুধু জাপান, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে ২০৩০ সালের মধ্যে ৪ কোটি দক্ষ জনশক্তির প্রয়োজন হবে। এটা বাংলাদেশের জন্য বিরাট সুযোগ। সে লক্ষ্যকে কাজে লাগাতে নির্দিষ্ট বয়সের জনশক্তিকে মোটিভেশনের মাধ্যমে দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতে হবে। এ জন্য সরকারি, বেসরকারি সংগঠন এবং জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানসমূহের উদ্যোগ প্রয়োজন। সে লক্ষ্যকে সামানে রেখে রাবিডের আত্মপ্রকাশ ঘটেছে।
২৩ জুলাই, ২০২৩
X