১০ কোটি টাকা লোপাটে গ্রেপ্তার ৩ ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
অগ্রণী ব্যাংকের পাবনার কাশিনাথপুর শাখায় ১০ কোটি ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেপ্তার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। আফজাল হোসেন বলেন, ব্যাংক পরিদর্শনে গিয়ে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার সত্যতা মিলেছে। পরে পুলিশে অভিযোগ দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে শুক্রবার তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে। কমিটির প্রধান সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৮ এপ্রিল, ২০২৪

চাঁদপুরে পূবালী ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ৮ কর্মকর্তা বদলি
চাঁদপুরে পূবালী ব্যাংকের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ হওয়ার ঘটনায় ওই শাখার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পূবালী ব্যাংকের কুমিল্লা রিজিওনাল অফিসের (আরএম) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ এখনো মেলেনি। এ ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সঙ্গে পৃথকভাবে নিখোঁজের বিষয়টি তদন্ত করছে পুলিশ। এদিকে পূবালী ব্যাংকের চাঁদপুরের নতুন বাজার শাখার নবাগত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবিরসহ সব কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা রিজিওনাল অফিসে নেওয়া হয়েছে। রোববার (২১ এপ্রিল) থেকে এই শাখায় নতুন সেটআপে কর্মকর্তারা গ্রাহক সেবা দেবেন। ঘটনার পর থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও দুদুক চাঁদপুর কার্যালয় ঘটনার তদন্ত করছে। প্রসঙ্গত, নিখোঁজ ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়ার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবারে কুমিল্লায় থাকতেন। সে বাসায় এখন তালা ঝুলছে। তিনি গত ১৪ জানুয়ারি পূর্বালী ব্যাংকের নতুন বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।
১৯ এপ্রিল, ২০২৪

চাঁদপুরে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ
চাঁদপুরে পূবালী ব্যাংক নতুন বাজার শাখার প্রিন্সিপাল অফিসার শ্রীকান্ত নন্দী (৪০) নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার (৯ এপ্রিল) নিখোঁজ হন তিনি। তবে এটি নিখোঁজ না অপহরণ সে নিয়ে ধোঁয়াশা কাটাতে থানায় নিখোঁজ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গত ৯ এপ্রিল ওই ডায়েরি করা হলেও সোমবার (১৫ এপ্রিল) দুপুরের পর থেকে বিষয়টি আলোচনায় আসে। থানায় ওই নিখোঁজ ডায়েরি করেন পূবালী ব্যাংক নতুন বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হুমায়ন কবীর। জানা যায়, শ্রীকান্ত নন্দী চাঁদপুরের কচুয়ার যাগড়া গ্রামের লনী গোপাল নন্দী ও মালতী রানী নন্দী দম্পতির ছেলে। তার শারীরিক উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং শারীরিক গড়ন মাঝারি। যিনি চাঁদপুর পূবালী ব্যাংক নতুন বাজার শাখাতে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। থানায় সাধারণ ডায়েরি করা মো. হুমায়ন কবীর বলেন, গত ৪ এপ্রিল বিকেল ৩টার দিকে শ্রীকান্ত নন্দী নতুন বাজারের ব্যাংক কার্যালয় হতে বের হয়ে নিখোঁজ হন। পরে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাই। আমরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাই নাই। পরে বিষয়টি আমাদের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মো. মুহসীন আলম বলেন, আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রীকান্ত নন্দীকে খুঁজে পেতে আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছি।
১৫ এপ্রিল, ২০২৪

ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মো. হাসানুজ্জামান নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার ভুট্রো নারিকেলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, ভোরে মোটরসাইকেলে করে ঝিনাইদহের বাসা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন হাসানুজ্জামান। কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে। তিনি বলেন, ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।
০৮ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রের ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ
সুমন আল রেজা নামে এক ব্যক্তির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে ওই ব্যক্তি নিজেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সিটি ব্যাংকের কর্মকর্তা পরিচয় দেন। বলেন, ফ্লোরিডা সিটি ব্যাংকের একজন ক্লায়েন্টের ৬০ লাখ ডলার ডিপোজিট রয়েছে। সেই ডলার যদি সুমন পেতে চান তাহলে তাকে ১ কোটি টাকা খরচ দিতে হবে। প্রলোভনে পড়ে সুমন তার বোন ও দুলাভাইয়ের কাছ থেকে ৭০ লাখ টাকা নেন। এরপর সেই টাকা পাঠান প্রতারক চক্রের ব্যাংক অ্যাকাউন্টে। এরপর সেই টাকা তুলে নেয় চক্রটি। এভাবে বিভিন্নজনকে ডলার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়েছে চক্রটি। তবে শেষ রক্ষা হয়নি। চক্রটির মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির সাইবার ইউনিট। গ্রেপ্তাররা হলেন—সোহেল আহমেদ অপু (২৮), ইব্রাহিম (৩০) ও আকাশ (২৪)। সিআইডি জানিয়েছে, মূলহোতা তপুকে বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বাকি দুজনকে গত মাসে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে সিআইডি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তপুকে গ্রেপ্তার করা হয়। তপু মিরপুরের আব্দুল মান্নানের ছেলে। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, সুমনের সঙ্গে প্রতারক চক্রের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে প্রতারক চক্রের এক সদস্য নিজেকে ফ্লোরিডা সিটি ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, একজন ক্লায়েন্টের ৬০ লাখ ডলার ডিপোজিট রয়েছে ব্যাংকে। ক্লায়েন্ট হাইতিতে থাকেন। সেই ব্যক্তি ২০১০ সালের ১ ডিসেম্বর মারা গেছেন। কিন্তু তার কোনো ওয়ারিশ নেই। এরপর সুমনকে ওই ক্লায়েন্টের ওয়ারিশ হওয়ার জন্য প্রলুব্ধ করেন প্রতারক। ডিপোজিট করা টাকা উত্তোলনের পর দুজনে সমানভাগে ভাগ করে নেওয়ার প্রস্তাবও দেন তাকে। এরপর প্রতারক চক্রটি সুমনের কাছে লাগেজভর্তি ডলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর চার্জ বাবদ ৯ লাখ ৭০ হাজার টাকা দাবি করে। সেই টাকা দেওয়ার পর চক্রটি ফেডারেল ট্যাক্স হিসেবে ৫৫ হাজার ডলার (৬১ লাখ ৬৫ হাজার টাকা) দাবি করে। সুমন এই পরিমাণ টাকা গোল্ডেন লজিস্টিক এন্টারপ্রাইজের ডাচ-বাংলা ব্যাংক ঢাকার মিরপুর-১০ শাখায় পাঠিয়ে দেন। এরপর সুমন অ্যাকাউন্ট চেক করে জানতে পারেন, কোনো ডলারই ঢোকেনি। বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় গত বছরের ১৭ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় তিনি একটি মামলা করেন। সেই মামলায় তপুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ মার্চ, ২০২৪

লেগুনা ও মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেরাজুল ইসলাম (৩৮) উপজেলার ঘুড়কা ইউনিয়নের চকগোবিন্দপুর গ্রামের মরহুম আব্দুর রহিমের ছেলে এবং ইসলামী ব্যাংক উল্লাপাড়া ব্র্যাঞ্চের সিনিয়র অফিসার। জানা গেছে, ব্যাংকে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সেরাজুল। পথে ঢাকা-বগুড়া মহাসড়কের নাহার ফিড মিলের সামনে লেগুনা ও মোটরসাইকেল সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাটিকুমরুল হাইওয়ে থানার  ওসি এম এ ওয়াদুদ বলেন, বিষয়টি আমার জানা নেই। জেনে জানানো হবে।
১৭ জানুয়ারি, ২০২৪

গ্রাহককে দেড় ঘণ্টা দাঁড় করিয়ে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা
ভেতরে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা। বাইরে গ্রাহক দাঁড়িয়ে থাকলেও তাকে থোরাই কেয়ার করে মনোযোগ দিয়ে খেলছেন মোবাইলে গেম। প্রায় দেড় ঘণ্টা গ্রাহককে বাইরে অপেক্ষায় রেখে মোবাইলে গেমস খেলার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির সোনালী ব্যাংক শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে। সোনালী ব্যাংকের টঙ্গীবাড়ী শাখার ওই কর্মকর্তার নাম আসাদুজ্জামান বিদ্যুৎ। বাবু হাওলাদার নামে এক ইউপি সদস্যকে প্রায় দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে ব্যাংকের ডেস্কের ভেতরে মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত ছিলেন এই কর্মকর্তা। জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও এমন অনেক অনিয়মের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকা গ্রাহক বাবু হাওলাদার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় একজন সাংবাদিক। ভুক্তভোগী বাবু হাওলাদার জানান, ২৬ ডিসেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদের একটি প্রকল্পের বিল উত্তোলন করতে রশিদ নিয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুতের কাছে জমা দেন তিনি। রশিদের বিনিময়ে তাকে টাকা না দিয়ে দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন তাকে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুৎ ২৭ ডিসেম্বর গণমাধ্যমকে জানান, তিনি দুপুরের খাবার খেতে যাওয়ায় ওই ইউপি সদস্যকে চেক দিতে দেরি হয়েছে। তিনি মোবাইলে কোনো গেম খেলেননি। তবে অভিযোগের বিষয়টি জানতে পেরে ওই কর্মকর্তাকে সর্তক করা হয়েছে বলে জানান, সোনালী ব্যাংক টঙ্গীবাড়ী শাখার ম্যানেজার মো. মোশাররফ হোসেন। এর আগেও বিভিন্ন সময়ে এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। একজন উচ্চ পদস্থ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করেন না বলেও জানান তারা।  
২৮ ডিসেম্বর, ২০২৩

গহিন বনে পথ হারানো ৩ ব্যাংক কর্মকর্তা উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে ঘুরতে আসা তিন ব্যাংক কর্মকর্তা গহিন জঙ্গলে হারিয়ে যান। পরে সহযোগিতার জন্য ৯৯৯-এ ফোন করেন তারা। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধারে নামে। ফায়ার সার্ভিসের তৎপরতায় গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন, সঞ্জয় বণিক ও মোহাম্মদ আলাউদ্দিন। তারা তিনজনই নোয়াখালী সদরের সোনালী ব্যাংকের কর্মকর্তা। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল কালবেলাকে বলেন, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে বেড়াতে আসা তিন পর্যটক পথ হারিয়ে গহিন জঙ্গলে চলে যান। খবর পেয়ে তাদের আমরা সুস্থভাবে উদ্ধার করি। 
১৪ অক্টোবর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যাংক কর্মকর্তা নাজমুল হক রিপন (৪২) রাজশাহীর কোর্টকলেজ পাড়ার সইজুদ্দিনের ছেলে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এজিএম (আইসিটি) পদে তিনি কর্মরত ছিলেন।  শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গোমস্তাপুর উপজেলার বহিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোমস্তাপুর  থানার ওসি মাহবুবুর রহমান জানান, অটোরিকশা যোগে ব্যাংক কর্মকর্তা ও তার  সহকর্মী নাচোল থেকে রহনপুরে আসার পথে বহিপাড়া নামক স্থানে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় অটোরিকশাটি উল্টে গেলে ব্যাংক কর্মকর্তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হন্তান্তর করা হবে।
১৬ সেপ্টেম্বর, ২০২৩

গ্রাহকের নামে লোন নিয়ে ব্যাংক কর্মকর্তা লাপাত্তা
মৌলভীবাজারের জুড়ীতে অভিনব জালিয়াতির মাধ্যমে গ্রাহকের নামে ৫০ হাজার টাকা লোন নিয়ে লাপাত্তার অভিযোগ উঠেছে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মো. কামরুল হাসান মজুমদারের বিরুদ্ধে।  জুড়ীতে কর্মরত পল্লী সঞ্চয় ব্যাংকের ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. এখলাছ নামের প্রতারণার শিকার এক গ্রাহক।   জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. এখলাছ দীর্ঘদিন থেকে বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে ব্যবসা চালিয়ে আসছেন। ব্যবসার কাজে বিনিয়োগ করার জন্য বিগত ৪ থেকে ৫ মাস পূর্বে পল্লী সঞ্চয় ব্যাংক জুড়ী শাখার শাখা ব্যবস্থাপকের দায়িত্বে নিয়োজিত কামরুল হাসান মজুমদারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি তাকে ঋণ দিতে সম্মতি প্রকাশ করেন এবং ঋণ দেওয়ার জন্য গ্রাহকের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ট্রেড লাইসেন্সের ফটোকপি ও ২০০ টাকা আবেদন জমা নেন। সকল কাগজপত্র দেওয়ার পর তিনি ঋণ দেওয়া নিয়ে টালবাহানা করতে থাকেন। বারবার যোগাযোগ করলে এখনও ঋণ অনুমোদন হয়নি বলে তাকে জানানো হয়। পরে হঠাৎ করে  চলতি বছরের ২৪ জুলাই ঋণের কিস্তি গ্রহণকারী কর্মকর্তা গ্রাহকদের নিকট কিস্তি দেওয়ার জন্য ফোন করে। পরে অফিসে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান এক মাস আগেই তার নামে ঋণ উত্তোলন করা হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক কামরুল হাসান মজুমদার আমার স্বাক্ষর জাল করে ঋণ নিয়ে ছুটিতে বাড়িতে চলে যান। এ নিয়ে মো. এখলাছ তার সঙ্গে প্রতারণার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একটি সূত্র জানা যায়, অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে এ রকম দুর্নীতির আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি অনেক সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছেন। পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার এমন অভিনব প্রতারণায় অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা। প্রতারণার শিকার মো. এখলাছ বলেন, এ কর্মকর্তা আমার স্বাক্ষর জাল করে ঋণ নিয়ে লাপাত্তা হয়ে আছেন। আমি এর প্রতিকার চাই। এ বিষয়ে জানতে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মো. কামরুল হাসান মজুমদারের মোবাইল ফোনে বারবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি। পল্লী সঞ্চয় ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক দীপঙ্কর কুমার চন্দ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  পল্লী সঞ্চয় ব্যাংক মৌলভীবাজার জেলা আঞ্চলিক কর্মকর্তা তানজিল মাহমুদ চৌধুরী বলেন, গ্রাহকের স্বাক্ষর জাল করে যদি এ কর্মকর্তা ঋণ নিয়ে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।  
১৬ আগস্ট, ২০২৩
X