সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেরাজুল ইসলাম (৩৮) উপজেলার ঘুড়কা ইউনিয়নের চকগোবিন্দপুর গ্রামের মরহুম আব্দুর রহিমের ছেলে এবং ইসলামী ব্যাংক উল্লাপাড়া ব্র্যাঞ্চের সিনিয়র অফিসার।
জানা গেছে, ব্যাংকে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সেরাজুল। পথে ঢাকা-বগুড়া মহাসড়কের নাহার ফিড মিলের সামনে লেগুনা ও মোটরসাইকেল সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বলেন, বিষয়টি আমার জানা নেই। জেনে জানানো হবে।
মন্তব্য করুন