ব্রণ ও শুষ্ক ত্বকের সমস্যায় হলুদ
n দূষণের সঙ্গে ব্রণ ও শুষ্ক ত্বকের সমস্যাও তত বাড়ছে। এ সমস্যা উপেক্ষা করলে ত্বক বুড়িয়ে যাবে দ্রুত। এতে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদান হলুদের ওপর। n গবেষণা বলছে, হলুদে থাকা কারকিউমিন শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ। এটি ব্রণ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করতে সাহায্য করে। গোলাপ জল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা ত্বকের শুষ্ক-রুক্ষভাব দূর করে ও ময়েশ্চারাইজ করে। হলুদের ফেস মাস্ক এক চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে দুই চা চামচ গোলাপ জল মিশিয়ে পুরো মুখে লাগান সমানভাবে। ২০ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। হলুদ ও গোলাপ জলের টোনার গোলাপ জলের সঙ্গে সমপরিমাণ পানি মেশান। তাতে এক চিমটি হলুদ গুঁড়ো মেশান। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনারটি লাগান। এটি ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখবে। হলুদ ও গোলাপ জলের ফেসপ্যাক এক চিমটি হলুদ গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পেস্ট করুন। শোওয়ার আগে এই পেস্টটি শুধু ব্রণের জায়গায় লাগান। সারারাত রেখে পর দিন সকালে ধুয়ে ফেলুন। মরা চামড়া হঠাতে হলুদের ফেসপ্যাক এক চা চামচ চন্দন পাউডারের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এর পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এটি ব্যবহারে ত্বক তরতাজা দেখাবে। তারুণ্য ভাবও বজায় থাকবে। পাশাপাশি মরা চামড়া দূর করতেও এর জুড়ি নেই।
১০ অক্টোবর, ২০২৩
X