নেইমারকে সংবর্ধনা দিলো ব্রাজিল ফুটবল ফেডারেশন
আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের বড় একটা সময় ইনজুরিতেই কাটিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। বারবার ক্লাব পরিবর্তনের কারণে ক্যারিয়ারে বড় কোনো কৃর্তিও নেই আল হিলাল তারকার। তবে ব্রাজিলের হয়ে পেলের গড়া গোলের রেকর্ড ভেঙে দলটির সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন নেইমার। আর সেই কারণে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাকে সংবর্ধনা প্রদান করেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল। এই ম্যাচে জোড়া গোল করে ফুটবলের ‘মহারাজা’ পেলেকে টপকে সেলেসাওদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন নেইমার। তার এমন কৃর্তিতে সম্মাননা প্রদান করেছে সিবিএফ। ৯ মাস আগেই তিনবারের বিশ্বকাপজয়ী পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন নেইমার। এরপর ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি ব্রাজিল তারকা। আজ ব্রাজিলের বেলেমিতে অনুষ্ঠিত ম্যাচে খেলতে নেমে ৬১ মিনিটে কাঙ্ক্ষিত গোল করেন নেইমার। অতিরিক্ত সময়ে আরও একবার জালের দেখা পান আল হিলাল তারকা।  বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল ছাড়াও একটি অ্যাসিস্টও করেন নেইমার। বাকি তিনটি গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের রদ্রিগো দুটি এবং একটি গোল করেন বার্সেলোনার রাফিনিয়া। আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।
০৯ সেপ্টেম্বর, ২০২৩
X